হারাধন বন্দ্যোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
180.234.116.4-এর সম্পাদিত সংস্করণ হতে Addbot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
আফতাব বট (আলোচনা | অবদান)
বট ওয়েব লিঙ্ক ঠিক করেছে
১৫ নং লাইন:
|children =
}}
'''হারাধন বন্দ্যোপাধ্যায়''' (নভেম্বর ৬, ১৯২৬ - জানুয়ারি ৫, ২০১৩) ছিলেন একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা। ১৯৪৮ সালে [[অতনু বন্দ্যোপাধ্যায়|অতনু বন্দ্যোপাধ্যায়ের]] ছবি ''দেবদূত'' দিয়ে চলচ্চিত্রে তাঁর আত্মপ্রকাশ ঘটে।<ref>http://wwwarchive.prothom-alo.com/detail/news/318969</ref> তিনি [[সত্যজিৎ রায়|সত্যজিত্‍ রায়ের]] পরিচালিত একাধিক ছবিতে অভিনয় করেন।<ref>http://eisamay.indiatimes.com/articleshow/17898866.cms</ref>
 
== প্রারম্ভিক জীবন ==
১৯২৬ সালের ৬ই নভেম্বর অবিভক্ত বাংলার তৎকালীন কুষ্টিয়া মহকুমায় জন্মগ্রহণ করেন। ম্যাট্রিক পাস করেন ১৯৪৪ সালে৷ আই-এ-তে ভর্তি হন কলকাতার সিটি কলেজে৷ স্নাতক হওয়ার পর চাকরিজীবনের শুরু গান অ্যান্ড শেল কোম্পানিতে৷ ১৯৪৬-এ যোগ দেন বিমা সংস্থায়৷ সেখান থেকেই অবসর নেন৷
 
== অভিনয় জীবন ==
প্রথম অভিনয় ১৯৪৮ সালে অতনু বন্দ্যোপাধ্যায়ের ''দেবদূত'' ছবিতে৷ অভিনয় করেছেন হিন্দি সিনেমাতেও। সত্যজিত্ রায়ের, কাপুরুষ, মহানগর, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ প্রভৃতি ছবিতে অভিনয় করেন। হিন্দি ভাষার ‘পরিনীতা’ হারাধন বন্দ্যোপাধ্যায় অভিনীত উল্লেখযোগ্য সিনেমা।৷<ref>[http://abpananda.newsbullet.in/entertainment/movie/32162-2013-01-05-07-57-55 প্রয়াত অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়]</ref> তিনি টেলিভিশন ও মঞ্চ নাটকেও অভিনয় করেছেন।২০০৫ সালে ক্রান্তিকাল সিনেমায় অভিনয়ের সুবাদে সহ-অভিনেতা হিসেবে চলচ্চিত্রে ভারতের জাতীয় পুরস্কার পান তিনি। ২০১১ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করে।<ref>[http://www.mzamin.com/details.php?nid=MzczNTI=&ty=MA==&s=MjI=&c=Mjg= হারাধন বন্দ্যোপাধ্যায় আর নেই]</ref>
 
;পুরস্কার
৩১ নং লাইন:
== মৃত্যু ==
৫ জানুয়ারি ভারতের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।<ref>[http://www.poriborton.com/article_details.php?article_id=8735 চলে গেলেন হারাধন বন্দ্যোপাধ্যায়]</ref> তিনি কিছুদিন নিউমোনিয়ায় ভুগছিলেন।অসুস্থতা বেড়ে যাওয়ায় কিছুদিন আগে কলকাতার বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় তাকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
 
 
== তথ্যসূত্র ==
৩৯ ⟶ ৩৮ নং লাইন:
*{{IMDb name|id=0052329}}
 
[[বিষয়শ্রেণী:১৯২৬-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:২০১৩-এ মৃত্যু ]]
[[বিষয়শ্রেণী:বাঙালি অভিনেতা]]
[[বিষয়শ্রেণী:বাঙালি চলচ্চিত্র অভিনেতা]]