প্রতিসরণ দূরবিন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Addbot (আলোচনা | অবদান)
বট: আন্তঃউইকি সংযোগ সরিয়ে নেওয়া হয়েছে, যা এখন উইকিউপাত্ত ...
৪ নং লাইন:
=== গালিলীয় দুরবিন ===
[[চিত্র:Galileantelescope.png|thumb|450px|right|গালিলীয় দুরবিনের অপটিক্যাল ডায়াগ্রাম: '''y''' - দূরের বস্তু; '''y’''' - Real image from objective ; ''' y’’''' - অভিনেত্রে বিবর্ধিত অসদ বিম্ব; '''D''' - এনট্রান্স পিউপিলের ব্যাস; '''d''' - অসদ একজিট পিউপিলের ব্যাস; ''' L1''' – অভিলক্ষ্য; ''' L2''' - অভিনেত্র, '''e''' - অসদ একজিট পিউপিল]]
১৬০৯ সালে গ্যালিলিও গ্যালিলি এরকম দুরবিন তৈরী করেন। এতে অভিলক্ষ্য হিসেবে ব্যবহৃত হয় সমতলোত্তল লেন্স এবং অভিনেত্র হিসেবে ব্যবহৃত হয় একটি অবতল লেন্স। এ ধরনের দুরবিনে প্রতিবিম্ব হয় সোজা, বিবর্ধিত এবং অসদ।
গ্যালিলিওর তৈরি সবচেয়ে ভাল দুরবিন দিয়ে প্রায় ত্রিশ গুণ বিবর্ধিত বিম্ব হত। লেন্সের ত্রুটি এবং স্বল্প দৃষ্টিক্ষেত্রের কারণে সৃষ্ট বিম্ব ছিল ঝাপসা এবং বিকৃত। এই সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি এই দুরবিন দিয়েই বৃহস্পতির চারটি উপগ্রহ, শুক্রের কলা এবং চাঁদের বড় বড় গর্ত (ক্রেটার) দেখতে সমর্থ হন।
পাশের চিত্রে দূরবর্তী বস্তু ('''y''') থেকে আগত সমান্তরাল আলো অভিলক্ষ্যের ফোকাসে মিলিত হয়। ফোকাস থেকে আলো অভিনেত্র দিয়ে গিয়ে সমান্তরাল আলোকরশ্মিতে পরিণত হয়। বস্তু থেকে আগত অসমান্তরাল আলো প্রধান অক্ষের সাথে যে কোণে ('''α1''') আপতিত হয় অভিনেত্র থেকে নির্গত হওয়ার পর তার চেয়ে বেশি কোণে ('''α2''') নির্গত হয়। এ কারণে চূড়ান্ত বিম্ব (''' y’’''') কৌণিকভাবে বিবর্ধিত হয়।
 
=== কেপলারীয় দুরবিন ===