ফ্লোরেন্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ করা হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ইতিহাস - নতুন পরিচ্ছেদ সৃষ্টি করা হয়েছে
৪৩ নং লাইন:
| footnotes =
}}
'''ফ্লোরেন্স''' ({{lang-it|Firenze}}; {{IPA-it|fiˈrɛntse||It-Firenze.ogg}}) মধ্য [[ইতালি|ইতালির]] তুস্কানি (তুস্কানা) অঞ্চল ও ফ্লোরেন্স অঞ্চলেরপ্রদেশের প্রধান [[শহর]] হিসেবে খ্যাত। রোমের উত্তর-পশ্চিমে প্রায় ২৩০ কিলোমিটার দূরে এ শহরের অবস্থান। ১৮৬৫ থেকে ১৮৭০ সাল পর্যন্ত মেয়াদকালে এ শহরটি আধুনিক [[Kingdom of Italy (1861–1946)|ইতালি রাজতন্ত্রের]] [[রাজধানী]] হিসেবে পরিচিত ছিল। [[আর্নো নদী|আর্নো নদীর]] তীরে অবস্থিত ফ্লোরেন্সের সবচেয়ে জনবহুল, যার সংখ্যা প্রায় ৩,৭০,০০০জন।<ref>Bilancio demografico anno 20010, dati [http://demo.istat.it/ ISTAT]</ref>
ঐতিহাসিক দৃষ্টিকোণ বিশ্লেষণ ও শহরের গুরুত্ব অনুধাবন করে [[ইউনেস্কো]] ১৯৮২ সালে এ শহরকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভূক্ত করে। সুপ্রাচীন ভবনগুলোয় চিত্রিত শিল্পশৈলীর মাধ্যমে ফ্লোরেন্সের জনগণের ধর্মীয়, শিল্পকলা, শক্তিমত্তা, এমন-কি অর্থ-প্রাচুর্য্যের নিদর্শন লক্ষ্য করা যায়। এ শহরের সর্বাপেক্ষা জনপ্রিয় ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন [[লিওনার্দো দ্য ভিঞ্চি]], [[মাইকেল অ্যাঞ্জেলো]], [[দাঁন্তে]], [[ম্যাকিয়াভেলী]], [[গ্যালিলিও|গ্যালিলিওসহ]] সুপরিচিত মেডিসি পরিবারের শাসকদের নাম সবিশেষ উল্লেখযোগ্য।

== ইতিহাস ==
ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ফ্লোরেন্সের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। খ্রীষ্ট-পূর্ব প্রথম শতাব্দীতে রোমান সামরিক উপনিবেশ হিসেবে ফ্লোরেন্সকে দেখা যায়। [[মধ্যযুগ|মধ্যযুগে]] [[ইউরোপ|ইউরোপের]] ব্যবসা-বাণিজ্যের প্রধান কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত ছিল ফ্লোরেন্স, যা ঐ সময়ে অন্যতম সমৃদ্ধশালী শহরে পরিণত করেছিল।<ref>{{cite web|url=http://search.barnesandnoble.com/Economy-of-Renaissance-Florence/Richard-A-Goldthwaite/e/9780801889820 |title=Economy of Renaissance Florence, Richard A. Goldthwaite, Book – Barnes & Noble |publisher=Search.barnesandnoble.com |date=23 April 2009 |accessdate=22 January 2010}}</ref> প্রায়শঃই এ শহরকে ইতালির পুণঃজাগরণের পীঠস্থানরূপে গণ্য করা হয়ে থাকে। এ শহরটি দীর্ঘদিন [[House of Medici|মেডিসি]] পরিবার কর্তৃক শাষিত হয়েছে। পাশাপাশি, অনেক ধর্মযাজক ও প্রজাতান্ত্রিক অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক ইতিহাস গড়ে উঠে।<ref>{{cite book|last=Brucker|first=Gene A.|title=Renaissance Florence|year=1969|publisher=Wiley|location=New York|isbn=0520046951|page=23}}</ref> চতুর্দশ শতক থেকে ষোড়শ শতক পর্যন্ত জ্ঞানচর্চা, [[চিত্রকলা]] ও [[স্থাপত্যকলা|স্থাপত্যকলার]] জন্যও শহরটি বিখ্যাত। যারফলে এ শহরকে ''মধ্যযুগের এথেন্স'' নামে ডাকা হয়।<ref>Spencer Baynes, L.L.D., and [[William Robertson Smith|W. Robertson Smith]], L.L.D., ''Encyclopædia Britannica''. Akron, Ohio: The Werner Company, 1907: p.675</ref> বলা হয়ে থাকে যে, প্রায় এক হাজার বিখ্যাত ইউরোপীয় চিত্রকর দ্বিতীয় শতকে এখানে পদার্পণ করেন। তন্মধ্যে প্রায় ৩৫০ জন ফ্লোরেন্সে বসবাস কিংবা কাজ করেছেন। ফ্লোরেন্সের বর্তমান গৌরবোজ্জ্বল দিক বলতে প্রধানতঃ সুদূর অতীতকেই নির্দেশ করে।
 
== তথ্যসূত্র ==