দার্জিলিং জেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
২০ নং লাইন:
|Website = http://darjeeling.gov.in/
}}
'''দার্জিলিং জেলা''' ({{lang-ne|दार्जीलिङ जिल्ला}}) হল [[ভারত|ভারতের]] [[পশ্চিমবঙ্গ]] রাজ্যের একটি জেলা। এটি রাজ্যের উত্তর অংশে অবস্থিত। দার্জিলিং জেলা মনোরম শৈলশহর ও [[দার্জিলিং চা|দার্জিলিং চায়ের]] জন্য বিখ্যাত। [[দার্জিলিং]] এই জেলার সদর শহর। [[কালিম্পং]], [[কার্শিয়ং]] ও [[শিলিগুড়ি]] হল এই জেলার অপর তিন প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর [[মিরিক]] একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র।
'''দার্জিলিং জেলা''' [[ভারত|ভারতের]] [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] একটি রাজ্য। ভারতের উত্তর পূর্বে এর অবস্থান। এটি [[হিমালয় পর্বতমালা|হিমালয়ের]] পাদদেশে অবস্থিত। দার্জিলিং [[নেপাল|নেপালের]] পূর্বে, [[সিকিম]] এর দক্ষিণে এবং [[ভুটান|ভুটানের]] সামান্য দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত। এর খ্যাতি মূলত এর অনন্যসাধারণ চা বাগানগুলোর জন্য। যারা রেলগাড়ি চড়তে ভালবাসেন তাদের জন্য দার্জিলিং এর উপহার বিখ্যাত খেলনা ট্রেন।
 
এই খেলনা ট্রেন আসলে এক ধরণের ন্যারো গজ বাষ্পীয় রেল গাড়ি। এটি সমতলের [[শিলিগুড়ি]] থেকে ছেড়ে ঘুম এবং দার্জিলিং এর পাহাড়ি এলাকায় গিয়ে যাত্রা শেষ করে। এই দার্জিলিং জেলার একটি শহর [[দার্জিলিং]]।
ভৌগোলিকভাবে এই জেলা দুটি অঞ্চলে বিভক্ত - পার্বত্য অঞ্চল ও সমতল। এই জেলার গোটা পার্বত্য অঞ্চলটি বর্তমানে [[গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন]] নামে [[পশ্চিমবঙ্গ সরকার|পশ্চিমবঙ্গ সরকারের]] অধীনস্থ এক আধা-স্বায়ত্ত্বশাসন সংস্থার এক্তিয়ারভুক্ত। এই এলাকা দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ং মহকুমায় বিভক্ত। দার্জিলিং হিমালয়ের পাদদেশে অবস্থিত সমভূমিতে শিলিগুড়ি মহকুমা অবস্থিত। এই সমভূমি [[তরাই]] নামেও পরিচিত। এই জেলার উত্তরে [[সিক্কিম]] রাজ্য, দক্ষিণে [[বিহার]] রাজ্যের [[কিশানগঞ্জ জেলা]], পূর্বে [[জলপাইগুড়ি জেলা]] ও পশ্চিমে [[নেপাল]]। ২০১১ সালের হিসেব অনুসারে, [[দক্ষিণ দিনাজপুর জেলা|দক্ষিণ দিনাজপুর জেলার]] পরেই এই জেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বনিম্ন জনসংখ্যা-বহুল জেলা।<ref name="districtcensus">{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}}</ref>
 
== নামকরণ ==