ডেড রেকনিং: ১৯৭১ এর বাংলাদেশ যুদ্ধের স্মৃতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিদেশী সংবাদ প্রতিবেদন
বাছাইকৃত প্রত্যক্ষদর্শী
২৮ নং লাইন:
 
==গণহত্যা ও লুন্ঠন==
তিনি কিছুসংখ্যক বাছাইকৃত<ref name=NasirReturn/><ref name=SahgalDisappearing/> প্রত্যক্ষদর্শীর সাক্ষাতকার গ্রহণ করে সেই আলোকে তার মতামত তুলে ধরেছেন বলে দাবিসমালোচিত হয়েছেন।<ref name=NasirReturn/><ref করেন।name=SahgalDisappearing/> তিনি দাবি করেছেন যে, পাকিস্তানী সেনাবাহিনী ও [[মুক্তিবাহিনী]] উভয়েই হত্যা ও নিষ্ঠুরতার অপরাধে অপরাধী। মুক্তিবাহিনী ও তার ভাষায় 'উগ্রপন্থী বাঙালী জাতীয়তাবাদী'রা নৃশংসভাবে অবাঙালী বিহারিদের হত্যা ও সম্পদ লুন্ঠন করেছে বলে তিনি দাবি করেছেন। এক্ষেত্রে নির্বিচারে নিরপরাধ অরাজনৈতিক অবাঙালী (বিহারি নামে পরিচিত) পুরুষ, নারী ও শিশুরা হত্যাকান্ডের শিকার বলে তিনি লিখেছেন। অপরপক্ষে পাকিস্তানী বাহিনী কর্তৃক অনেক স্থানে হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। এক্ষেত্রে বিশেষ করে [[হিন্দু]] ধর্মাবলম্বীরা হত্যার শিকার বলে তিনি লিখেছেন। তবে তার মতে, এসব ক্ষেত্রে সাধারণত নারী, বৃদ্ধ ও শিশুদেরকে রেহাই দিয়ে শুধুমাত্র সমর্থ পুরুষদেরকেই হত্যা করা ছিল পাক সেনাদের রীতি। অবশ্য সামান্য কিছু কিছু ক্ষেত্রে নারী বা শিশুরা নিহত হয়েছিলেন বলে তিনি তার বইয়ে উল্লেখ করেন। পাকিস্তানীদের সহযোগী বাঙালী [[রাজাকার]] কর্তৃক অনেক হত্যা ও লুঠ হয়েছে বলেও তিনি দাবি করেছেন। অনেক এলাকায় মুসলিম জনগণের দ্বারা হিন্দুদের সম্পদ লুঠের ঘটনা ঘটেছে বলে তিনি লিখেছেন। অনেক পাকিস্তানী সেনা কর্মকর্তারা মানবিক আচরণ প্রদর্শন করেছেন বলেও তিনি উল্লেখ করেছেন।
 
বাংলাদেশ স্বাধীন হবার পরে অনেক স্থানে বিহারিদেরকে পাইকারিভাবে হত্যা করা হয়েছিল বলে তিনি লিখেছেন। বিশেষ করে ১৯৭২ সালের ১০ মার্চ [[খুলনা]]য় নিউ টাউন কলোনিতে ব্যাপক [[বিহারি]] হত্যা করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেছেন<ref>শর্মিলা বসু, ডেড রেকনিং: ১৯৭১ এর বাংলাদেশ যুদ্ধের স্মৃতি, ১ এপ্রিল ২০১১, বাংলা ভার্শন, পৃষ্ঠা ১৫৯ </ref>।
৫০ নং লাইন:
 
==সমালোচনা ও ভিন্নমত==
তার বইটি বাংলাদেশ ও ভারতে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।<ref name=NasirReturn/> পাকিস্তানে বসুর বইটি কোন মহলে প্রশংসিত আর কোন মহলে সমালোচিত হয়েছে।<ref name=ExpressReading/> ১৯৭১ সালে বাংলাদেশে অবস্থানরত বিদেশী সাংবাদিকরাও বসুর লেখা ইতিহাসের সমালোচনা করেছেন।<ref name=DailyStarThoughts/> পাকিস্তানের প্রতি পক্ষপাতদুষ্ট বলে অনেকেই বইটির সমালোচনা করেছেন।<ref name=GuardianMookherjee>{{cite news|last=Mookherjee|first=Nayanika|newspaper=The Guardian|title=This account of the Bangladesh war should not be seen as unbiased|url=http://www.guardian.co.uk/commentisfree/2011/jun/08/bangladesh-liberation-war-sarmila-bose|date=7 Jun 2011|accessdate=19 Dec 2013}}</ref> কেউ কেউ তার গবেষণা পদ্ধতি সঠিক নয় বলেও দাবি করেছেন।<ref>[http://www.bricklanecircle.org/uploads/Flying_Blind.pdf Naeem Mohaiemen, "Flying Blind: Waiting for a real Reckoning on 1971", Economic & Political Weekly, vol xlvi no 36, September 3, 2011]</ref><ref>[http://www.bricklanecircle.org/uploads/Bose_and_Naeem.pdf Sarmila Bose, "‘Dead Reckoning’: A Response"; Naeem Mohaiemen, "Another Reckoning"; Economic & Political Weekly, vol xlvi no 53, December 31, 2011.]</ref><ref name=SahgalDisappearing>{{cite news|last=Sahgal|first=Gita|title=The Daily Star|work=Dead Reckoning: Disappearing stories and evidence|publisher=http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=214510|date=18 December 2011|accessdate=19 December 2013}}</ref><ref name=DailyStarThoughts/><ref>[http://unheardvoice.net/blog/2011/10/28/sarmila-bose-4/ Unheard Voice blog has compiled some responses to Bose]</ref>
বোস [[পাকিস্তান|পাকিস্তানি]] [[জেনারেল নিয়াজী]]র উচ্চকিত প্রশংসা করেছেন, যদিও অন্য [[পাকিস্তান|পাকিস্তানি]] জেনারেলরা এর সাথে ভিন্নমত পোষন করেন। [[পাকিস্তান|পাকিস্তানি]] ব্রিগেডিয়ার এফ বি আলীর ভাষ্যমতে, [[জেনারেল নিয়াজী|নিয়াজী]] একজন প্রতারক, লম্পট এবং কাপুরূষ। করাচিতে [[জেনারেল নিয়াজী|নিয়াজী]]র গাড়ী সবসময় [[নিষিদ্ধ পল্লি]]র বাইরে পাওয়া যেত।<ref name=DailyStarThoughts>{{cite news|last=Zeitlin|first=Arnold|title=Thoughts on Dead Reckoning|url=http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=214413%E0%A5%A4|accessdate=16 December 2013|newspaper=The Daily Star|date=November 17, 2013}}</ref> আরেকজন পাকিস্তানী জেনারেল [[খাদিম হুসেন রাজা]]র মতে, [[পাকিস্তান|পাকিস্তানি]] [[জেনারেল নিয়াজী]] বাঙ্গালী নারীদের উপরে পাকিস্তান সেনাবাহিনী লেলিয়ে দিতে চেয়েছিলেন।<ref name=TribuneGenetic>{{cite news|last=Ahmed|first=Khaled|title=‘Genetic engineering’ in East Pakistan|url=http://tribune.com.pk/story/405014/genetic-engineering-in-east-pakistan/|accessdate=19 December 2013|newspaper=The Express Tribune|date=July 7, 2012}}</ref>
বোসের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ার আরেকটি কারন তিনি [[যুক্তরাষ্ট্র]] হতে [[পাকিস্তান|পাকিস্তানে]] যুদ্ধাস্ত্র বিক্রির সমর্থক।<ref name=SundayGuardianBose>{{cite news|last=Sobhan|first=Zafar|title=Bose is more Pakistani than Jinnah the Quaid|url=http://www.sunday-guardian.com/analysis/bose-is-more-pakistani-than-jinnah-the-quaid|accessdate=16 December 2013|newspaper=The Sunday Guardian}}</ref><ref name="IndianExpressDhaka"/><ref name=ExpressReading>{{cite news|last=Zia|first=Afia|title=Reading and writing 1971|url=http://tribune.com.pk/story/319980/reading-and-writing-1971/|accessdate=20 December 2013|newspaper=The Express Tribune|date=12 January 2012}}</ref><ref name=CSMonitorRight>{{cite news|last=Milam|first=William|title=The right stuff: F-16s to Pakistan is wise decision|url=http://www.csmonitor.com/2005/0411/p09s02-coop.html|accessdate=16 December 2013|newspaper=The Christian Science Monitor|date=April 11, 2005}}</ref><ref name=NasirReturn>{{cite news|last=Nasir|first=ABM|title=Return of Sarmila Bose|url=http://opinion.bdnews24.com/2011/03/14/return-of-sarmila-bose/|accessdate=20 December 2013|newspaper=bdnews24|date=14 March 2011}}</ref>