বোভিডি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: বোভিডি স্তন্যপায়ী প্রাণীদের একটি পরিবারের নাম। এ-পরিবারের...
(কোনও পার্থক্য নেই)

০৭:৫৪, ১৮ ডিসেম্বর ২০১৩ তারিখে সংশোধিত সংস্করণ

বোভিডি স্তন্যপায়ী প্রাণীদের একটি পরিবারের নাম। এ-পরিবারের প্রাণীদের সবচেয়ে শনাক্তকারী বৈশিষ্ট্য অশাখ শিং। এদের সবকটি ছেলে প্রাণিতে শিং থাকে, তবে কিছু গণের স্ত্রী প্রাণিতেওশিং দেখা যায়। ছেলে ও মেয়ে উভয়ের শিং থাকলে ছেলের শিংয়ের গোড়া সর্বদা মোটা থাকে ও গঠন অনেক জটিল প্রকৃতির। করোটির সামনের অস্থির সঙ্গে স্থায়ীভাবে শিং যুক্ত থাকে, অস্থিমূল কেরাটিন তৈরি পর্দায় আবৃত (এ পর্দা খসানো যায় না)। জাবর-কাটা এ প্রাণীর দন্ত সঙ্কেতঃ কর্তন ০/৩; ছেদন ০/১; অগ্রপেষণ ৩/৩; পেষণ ৩/৩ =৩২। উপরের চোয়ালের ছেদন দাঁত সর্বদা অনুপস্থিত। করোটির অর্বিটাল অঞ্চলে একটি ক্যানাল বিদ্যমান।