নাইটস টেম্পলার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Philippe_IV_Le_Bel.jpg ফাইলটি অপসারিত হয়েছে, কারণ কমন্স হতে Jameslwoodward এটি মুছে ফেলেছেন
সম্পাদনা সারাংশ নেই
৩৩ নং লাইন:
|notable_commanders=
}}
'''[[সোলমনের মন্দির]] এবং খ্রিস্টের দরিদ্র সহযোগী-সৈনিকবৃন্দ''' (Poor Fellow-Soldiers of Christ and of the Temple of Solomon) সাধারণ মানুষের কাছে '''নাইট টেম্পলার''' নামে পরিচিত। এছাড়া একে '''অর্ডার অফ দ্য টেম্প্‌ল'''-ও বলা হয়ে থাকে। খ্রিস্টান সামরিক যজক সম্প্রদায়গুলোর (অর্ডার) মধ্যে এটিই সবচেয়ে বিখ্যাত এবং পরিচিত।<ref name=Barber>ম্যালকম বারবার, ''The New Knighthood: A History of the Order of the Temple''. [[কেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস]], ১৯৯৪. আইএসবিএন 0-521-42041-5.</ref> [[মধ্য যুগ|মধ্য যুগে]] প্রায় দুই শতক ব্যাপী এই সংগঠনের অস্তিত্ব বিরাজমান ছিল। [[১০৯৬]] খ্রিস্টাব্দে [[প্রথম ক্রুসেড|প্রথম ক্রুসেডের]] পরই এর সৃষ্টি হয় যার উদ্দেশ্যে ছিল জেরুজালেমে আগত বিপুল সংখ্যক ইউরোপীয় তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। জেরুজালেম মুসলিমদের দখলে চলে যাওয়ার পরই এই নিরাপত্তার প্রয়োজনীয়তা দেখা দেয়।
 
[[১১২৯]] খ্রিস্টাব্দে চার্চ এই সংগঠনকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দান করে। এর পর থেকে যাজক সম্প্রদায়টি গোটা ইউরোপের সবচেয়ে জনপ্রিয় দাতব্য প্রতিষ্ঠানে পরিণত হয়। এর সদস্য সংখ্যা এবং একই সাথে ক্ষমতা বিপুল হারে বাড়তে থাকে। স্বতন্ত্র ধরণের লাল ক্রস সংবলিত আলখাল্লা পরিধান করার কারণে যে কোন টেম্পলার নাইটকে সহজেই চিহ্নিত করা যায়। তারা ছিল ক্রুসেডের সময়কার সর্বোৎকৃষ্ট অস্ত্রশস্ত্রে সজ্জিত, সর্বোচ্চ মানের প্রশিক্ষণ প্রাপ্ত এবং সর্বোচ্চ শৃঙ্খলাবিশিষ্ট যোদ্ধা দল।<ref name=HC/> এই যাজক সম্প্রদায়ের সদস্যদের মধ্যে যারা যোদ্ধা ছিল না তারা সমগ্র খ্রিস্টান রাজত্ব জুড়ে এক সুবৃহৎ অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ করেছিল। অর্থ উপার্জনের নব্য নতুন সব উপায় উদ্ভাবনের জন্য তারা বিখ্যাত। তাদের এই সব কাজকর্ম ছিল প্রাচীনতম ব্যাংকি ব্যবসার নমুনা।<ref>Martin, p. 47.</ref><ref>Nicholson, p. 4</ref> তারা [[ইউরোপ]] এবং [[পবিত্র ভূমি]] জুড়ে প্রচুর দুর্গ তৈরি করেছিল।