গারফিল্ড সোবার্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
খেলোয়াড়ী জীবন - নতুন পরিচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
প্রারম্ভিক জীবন - নতুন পরিচ্ছেদ সৃষ্টি
৯৩ নং লাইন:
 
[[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটিং]]-[[বোলিং (ক্রিকেট)|বোলিং]] উভয়ক্ষেত্রেই তিনি সমান পারদর্শীতা দেখিয়েছেন। ব্যাটসম্যান হিসেবে তিনি ছিলেন খুবই উঁচুমানের এবং বোলিংয়েও কার্যকারিতা প্রদর্শন করেছেন। ফাস্ট বোলিং এবং স্পিনার - উভয়ভাবেই বোলিং করেছেন।
 
== প্রারম্ভিক জীবন ==
বার্বাডোসের ব্রিজটাউন এলাকার ওয়ালকট এভিনিউতে শামন্ত ও থেলমা সোবার্স দম্পতির সন্তানরূপে ২৮ জুলাই, ১৯৩৬ তারিখে জন্মগ্রহণ করেন গারফিল্ড সেন্ট অব্রান সোবার্স।<ref name=GS7/><ref name="Wisden Cricketer of the Year 1964">[http://www.cricinfo.com/wisdenalmanack/content/story/154556.html Wisden Cricketer of the Year 1964]. Retrieved on 16 August 2009.</ref><ref>[http://www.cricketarchive.com/Archive/Players/0/985/985.html CricketArchive – confirmation of name]. Retrieved on 16 August 2009.</ref> তিনি ছিলেন পরিবারের ছয় সন্তানের মধ্যে পঞ্চম।<ref name=GS7>Sobers, p. 7.</ref><ref name="BGIS"/> জন্মকালীন সময়ে তাঁর উভয় হাতেই দুইটি [[polydactyly|অতিরিক্ত আঙ্গুল]] ছিল যা শৈশবকালেই ধারালো চাকুর সাহায্যে অঙ্গচ্ছেদ ঘটানো হয়।<ref>Sobers, p. 6.</ref><ref>{{cite news
| last =
| first =
| authorlink =
| coauthors =
| title = Boy born with 24 fingers and toes
| work =
| publisher = BBC News
| date = 5 February 2009
| url = http://news.bbc.co.uk/2/hi/health/7870769.stm
| doi =
| accessdate = 5 February 2009}}
</ref> পাঁচ বছর বয়সে জানুয়ারি, ১৯৪২ সালে তাঁর বাবা সমুদ্রে ডুবে মৃত্যুবরণ করেন। জার্মানদের ইউ-বোটের টর্পেডোর আঘাতই জাহাজডুবির কারণ ছিল।<ref name=GS7/> বার্বাডোসের বে সেন্ট স্কুলে পড়াশোনা করেন।
 
১৯৮০ সালে বৈবাহিকসূত্রে তিনি বার্বাডিয়ান-অস্ট্রেলিয়ান হিসেবে দ্বৈত নাগরিকত্ব লাভ করেন।<ref name=cit80>[http://www.telegraph.co.uk/news/worldnews/europe/1356900/Sobers-bat-that-hit-six-sixes-is-up-for-sale.html Telegraph, 19 June 2001, Sobers bat that hit six sixes is up for sale]</ref><ref name=citmarr>[http://in.rediff.com/cricket/2003/jun/09waugh.htm Reuters:Cricket, 9 June 2003, Australia honours Steve Waugh in Queen's Birthday list]</ref> ১৯৯৮ সালে [[Parliament of Barbados|বার্বাডোসের সংসদের]] অধ্যাদেশ বলে দশজনের একজন হিসেবে [[Barbadian National Heroes|বার্বাডোসের জাতীয় বীরের]] মর্যাদা লাভ করেন।<ref name=NationNews/><ref>{{cite web |url=http://www.barbadosparliament.com/history.php |title=Parliament's History |author=[[Parliament of Barbados]] |year=2009 |publisher=Barbadosparliament.com |accessdate=15 November 2011 }}</ref>
 
== খেলোয়াড়ী জীবন ==
বার্বাডোসের বে সেন্ট স্কুলে পড়াশোনা করেন। ক্রিকেট খেলায় তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান ও বামহাতি বোলার হিসেবে পরিচিত ছিলেন। ব্যতিক্রমধর্মী বোলার হিসেবে পরিচিত ছিলেন সোবার্স। ওভারের এক-একটি বলকে মিডিয়াম পেস থেকে শুরু করে বামহাতি স্পিন করতেন। ফিল্ডার হিসেবেও যে-কোন অবস্থানে থেকে তিনি সফলতা দেখিয়েছেন। তবে উইকেটের কাছাকাছি এলাকাতেই ফিল্ডিং করতে পছন্দ করতেন।
 
১৬ বছর বয়সে [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] যোগ দেন। ১৯৫৩-৫৪ মৌসুমে [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ডের]] বিপক্ষে বোলিং করেন। তার দল [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়াকে]] পরাভূত করে। ১৯৫৭-৫৮ মৌসুমে [[পাকিস্তান জাতীয় ক্রিকেট দল|পাকিস্তানের]] বিপক্ষে অনুষ্ঠিত টেস্টের এক ইনিংসে সোবার্স [[অপরাজিত (ক্রিকেট)|অপরাজিত]] ৩৬৫ রান করেন। এ রান করার ফলে তিনি [[বিশ্বরেকর্ড]] করেন যা ১৯৯৪ সাল পর্যন্ত অক্ষত ছিল। তারপর ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ করতে দলকে সহায়তা করেন।