রয়েল এক্সিবিশন প্রাসাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

+
(নতুন পৃষ্ঠা: {{Infobox building | name = রয়েল এক্সিবিশন প্রাসাদ | native_name = | image = roya...)
 
(+)
}}
 
'''রয়েল এক্সিবিশন প্রাসাদ''' একটি তালিকাভূক্ত [[বিশ্ব ঐতিহ্যবাহী স্থান]]। এটি [[অস্ট্রেলিয়া|অস্ট্রেলিয়ার]] মেলবোর্ন শহরে অবস্থিত, যার নির্মানকাজ সমাপ্ত হয় ১৮৮০ সালে। এই প্রাসাদটি দক্ষিণ-পূর্ব দিকের কেন্দ্রীয় বাণিজ্যিক জেলার কার্লটন গার্ডেনের ৯ লিকলসন রোডে অবস্থিত। যার পার্শ্ববর্তী রোডসমূহ হল ভিক্টোরিয়া রোড, কার্লটন রোড, নিকলসন রোড এবং র‍্যাথডাউনি রোড। ১৮৮০-১৮৮১ সালে এটি নির্মান করা হয় মেলবোর্ন আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য। পরবর্তীতে ১৯০১ এই প্রাসাদে অস্ট্রেলিয়ার প্রথম সংসদ অধিবেসন বসে। বিংশ শতাব্দী ধরে এই প্রাসাদের ছোট ছোট অনেক বিভাগ, হলরুম অগ্নিকান্ডসহ বিভিন্ন দূর্ঘটনায় ধ্বংস হয়ে যায়। যদিও প্রধান ভবন, যা গ্রেট হল নামে পরিচিত। তা এখনো বিদ্যমান।
 
এটি পুনরুদ্ধারের কাজ শুরু হয় ১৯৯০ সালে নাগাদ এবং ২০০৪ সালে এটি অস্ট্রেলিয়ার প্রথম ভবন যা [[বিশ্ব ঐতিহ্যবাহী স্থান|বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে]]র স্বীকৃতি লাভ করে। যা বিশ্বের উনবিংশ শতাব্দীর প্রদর্শনীর ভবনগুলোর নিদর্শনের মধ্যে অন্যতম। এটি ঠিক মেলবোর্ন যাদুঘরের সন্নিকটে অবস্থিত। বর্তমানে এই প্রাসাদে বিভিন্ন ধরনের প্রদর্শনী, অন্যান্য অনুষ্ঠান সেমিনার ইত্যাদি আয়োজন করা হয়।
 
এটি ১৯৫৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ইভেন্ট ছিল বাস্কেটবল, ভারোত্তলন, কুস্তি।<ref>[http://www.iamfa.org/PapyrusWinter04.pdf?L1=2&L2=0&L3=0&L4=0&L5=0 The Royal Exhibition Building in Melbourne]</ref><ref>[http://www.la84foundation.org/6oic/OfficialReports/1956/OR1956.pdf 1956 Summer Olympics official report.] p. 43.</ref>
১৯৪০ সাল নাগাদ স্থানীয়দের কাছে এটি হোয়াইট ইলিফ্যান্ট নামে পরিচিতি লাভ করে।<ref>"[http://museumvictoria.com.au/DiscoveryCentre/Infosheets/Royal-Exhibition-Building/ The Royal Exhibition Building]" museumvictoria.com.au. URL accessed on 6 November 2007.</ref> পরবর্তীতে ১৯৫০ সালের দিকে এই ভবনকে সরকারী কাজে ব্যবহৃত করা হয়, যা মেলবোর্নের অনেক ঐতিহ্যবাহী ভবনের একই অবস্থা সৃষ্টি হয়েছিল। ১৯৪৮ সালে মেলবোর্ন সিটি কাউন্সিলের সদস্যরা এই প্রাসাদের পক্ষে ভোট দেয় এবং সিদ্ধান্ত হয় যে স্বল্প আকারে এই ভবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হবে। এই ভবনের যে অংশে মেলবোর্নের অ্যাকুতিয়াম ছিল তা ১৯৫৩ সালের অগ্নিকান্ডে ধ্বংস হয় যায়। ১৯৪০-১৯৫০ এর দশকে এই ভবনটি নিয়মইত সাপ্তাহিক নাচের ভেন্যু হিসেবে ব্যবহৃত হতে থাকে। কিছু দশক পরে এখানে নৌকা প্রদর্শনী, গাড়ী প্রদর্শনী এবং নিয়মিত শিল্পীয় পণ্যের প্রদর্শনীর কাজে ব্যববৃত হয়। ভবনের অন্যান্য ব্যবহারের পাশাপাশি ১৯৫০, ১৯৬০ এবং ১৯৭০ দশকে এই ভবন স্টেট হাই স্কুল মেট্রিকুলেশন ভিক্টোরিয়ান সার্টিফিকেট পরীক্ষার কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। যদিও প্রধান বলরুমটি ১৯৭৯ সালে ধ্বংস হয়ে যায়। প্রাসাদের প্রধান গঠন অপরিবর্তিত রেখে ১৯৬০ ও ১৯৭০ দশকে<ref>[http://www.museumvictoria.com.au/pages/845/REBNom_3.pdf Museum Victoria]</ref> এই প্রাসাদের বিভিন্ন অংশ পুনঃনির্মান করা হয়। প্রধান বলরুমের ধ্বংসের পর একটি গণজাগরণ ঘটে এই প্রাসাদটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা জন্য।
 
===১৯৮০-বর্তমান===
 
==বহিঃসংযোগ==
{{Commonscat|Royal Exhibition Building|{{PAGENAME}}}}
* [http://www.environment.gov.au/heritage/places/world/royal-exhibition/index.html World heritage listing for the Royal Exhibition Building]
* [http://museumvictoria.com.au/reb/ Royal Exhibition Building at Museum Victoria]