ইদ্রিস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Arr4 (আলোচনা | অবদান)
copy edit, POV, MOS
Arr4 (আলোচনা | অবদান)
cn tag
২২ নং লাইন:
| buried =
}}
'''ইদ্রিস''' যিনি মুসলমানদের নিকট '''হযরত ইদ্রিস (আঃ)''' মুসলমানদেরনামে মতেপরিচিত, ইসলামী ইতিহাস অনুসারে মানবজাতির উদ্দেশ্যে প্রেরিত দ্বিতীয় [[নবী]]। তাদেরমুসলমানদের বিশ্বাস অনুসারে তিনি ইসলামেরপ্রথমইসলামের প্রথম নবী [[আদম|আদম]] -এর পর স্রষ্টার নিকট হতে নবীত্ব লাভ করেন। তাঁর জন্মস্থান নিয়ে মতভেদ রয়েছে। কারো মতে তিনি [[ইরাক|ইরাকের]] বাবেলে জন্মগ্রহণ করেন। আবার কারো মতে তিনি [[মিশর|মিশরে]] জন্মগ্রহণ করেন। ধারণা করা হয়{{who}}, [[বাইবেল|বাইবেলে]] উল্লেখিত 'ইনোখ' (Enoch) ব্যক্তিটি তিনিই।{{cn}}
 
ইসলামী ভাষ্য মতে ইসলামের নবী [[মুহাম্মাদ|মুহাম্মাদ]] [[মিরাজ|মিরাজের]] রাতে চতুর্থ আসমানে তাঁর সঙ্গে সাক্ষাত করেছেন। ধারণা করা হয়{{who}}, তিনিই সর্বপ্রথম [[কলম]] এবং [[কাপড়]] সেলাই করার বিদ্যারবিদ্যা আবিস্কার করেন।{{cn}} বলা হয়{{who}}, জ্যোতির্বিজ্ঞান,অংকশাস্ত্র এবং অস্ত্রের ব্যবহারও তিনিই সর্বপ্রথম আবিস্কার করেন।{{cn}}
 
== নাম ও বংশপরিচিতি ==
ইদ্রীস এর নাম ও বংশ নিয়ে ঐতিহাসিকদের মাঝে বিরাট মতভেদ আছে। বিখ্যাত মুহাদ্দিস ইবনে ইসহাকের মতে, তিনি হলেন ইসলামের নবী [[নূহ|নূহ]] এর দাদা। তাঁর আসল নাম হলো আখনূখ।{{cn}} '''ইদ্রীস''' তাঁর উপাধি। কিংবা আরবি ভাষায় তাঁর নাম ইদ্রীস আর হিব্রু ও সুরইয়ানী ভাষায় তাঁর নাম হলো আখনূখ। ইবনে ইসহাক তাঁর বংশধারা বর্ণনা করেনঃ আখনূখ ('''ইদ্রীস''') ইবনে ইয়ারুদ ইবনে মাহলাইল। এভাবে তাঁর বংশধারা আদম এর পুত্র শীষ এর সাথে মিলিত হয়। আরেকদল ঐতিহাসিকের মতে, ইদ্রীস ইসরাইল বংশীয় নবী। আর ইদ্রীস ও ইলয়াস একই ব্যক্তির নাম ও উপাধি।
 
== সংক্ষিপ্ত জীবনী ==