উইকেট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ করা হয়েছে
১৩ নং লাইন:
 
== ব্যাটসম্যানের আউট ==
একজন ব্যাটসম্যানের আউটকে উইকেট হিসেবে চিহ্নিত করা হয়। তখন ব্যাটসম্যান তার নিজের উইকেট হারিয়েছেন বলে উল্লেখ করেন। আবার তা যদি বোলার কর্তৃক হয়ে থাকে, তখন বোলার উইকেট লাভ করেছেন বলে চিহ্নিত হন। কয়েকটি উইকেট প্রাপ্তির ফলে বোলারের যোগ্যতার অন্যতম মাপকাঠি হয়ে থাকে। একজন [[বোলার (ক্রিকেট)|বোলারের]] এক ইনিংসে সংগৃহীত ৫ উইকেট প্রাপ্তিকে একজন [[ব্যাটসম্যান|ব্যাটসম্যানের]] [[সেঞ্চুরি (ক্রিকেট)|সেঞ্চুরির]] সমমান হিসেবে খসড়াভাবে মনে করা হয়।
 
বোল্ড, রান আউট, স্টাম্পড অথবা হিট উইকেটের মাধ্যমে ব্যাটসম্যান আউট হয়ে তার উইকেট হারিয়েছেন বলা হয়ে থাকে। এ বিষয়ে ক্রিকেটের আইনের ২৮নং ধারায় লিপিবদ্ধ রয়েছে। বেল যদি স্টাম্পের ওপর থেকে পড়ে যায় কিংবা বল অথবা ব্যাটের সাহায্যে স্টাম্প উপড়ে যায় কিংবা ফিল্ডার কর্তৃক ব্যাটের সংস্পর্শে বল শূন্য থেকে হাতে লুফে নেয় অথবা ফিল্ডার কিংবা কর্তৃক [[উইকেট-রক্ষক]] কর্তৃক স্টাম্প ভেঙ্গে যায়, তাহলে বোলারব্যাটসম্যান আউট হবেন।
 
== জুটি ==
২৮ নং লাইন:
== আরও দেখুন ==
{{Portal|ক্রিকেট}}
*[[রান (ক্রিকেট)|রান]]
* [[হ্যাট্রিক]]
* [[অপরাজিত (ক্রিকেট)|অপরাজিত]]
* [[টেস্ট ক্রিকেটে হ্যাট্রিকের তালিকা]]
 
{{ক্রিকেট পরিসংখ্যানসমূহ}}
{{Cricket statistics}}
 
[[বিষয়শ্রেণী:ক্রিকেট পরিভাষা]]