শতক (ক্রিকেট): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

এক ইনিংসে সর্বনিম্ন একশত রান
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
নতুন নিবন্ধ রচিত হলো
(কোনও পার্থক্য নেই)

১৫:১৪, ১৮ নভেম্বর ২০১৩ তারিখে সংশোধিত সংস্করণ

শতক বা শতরান (ইংরেজি: Century) বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেটের অন্যতম অনুসঙ্গ বিষয় ও ক্রিকেটীয় পরিভাষা। ব্যাটিংকারী দলের কোন ব্যাটসম্যান একটি ইনিংসে ১০০ বা তদূর্ধ্ব রান সংগ্রহের মাধ্যমে সেঞ্চুরি লাভ করেছেন বলে স্কোরকার্ডে তুলে ধরা হয়। এছাড়াও এ পরিভাষাটি দুইজন ব্যাটসম্যানের অংশীদারিত্বে গঠিত জুটিতে প্রয়োগ করা হয় সেঞ্চুরি পার্টনারশিপ হিসেবে। সেঞ্চুরি একজন ব্যাটসম্যানের পরম আরাধ্য বিষয় ও গুরুত্বপূর্ণ পদচারণা হিসেবে স্বীকৃত। সাধারণতঃ একজন খেলোয়াড়ের ব্যক্তিগত পরিসংখ্যানে সংখ্যাত্মকভাবে তুলে ধরা হয়। একজন ব্যাটসম্যানের সেঞ্চুরিকে একজন বোলার কর্তৃক এক ইনিংসে সংগৃহীত ৫ উইকেটের সমমান হিসেবে খসড়াভাবে মনে করা হয়। ২০০, ৩০০, ৪০০ কিংবা ৫০০ রানও সেঞ্চুরি হিসেবে গণ্য যদিও এ রানগুলো যথাক্রমে ডাবল সেঞ্চুরি (দ্বি-শতক = ২০০-২৯৯), ট্রিপল সেঞ্চুরি (ত্রি-শতক = ৩০০-৩৯৯), কোয়াড্রপল সেঞ্চুরি (৪০০-৪৯৯) নামে পরিচিত। যদি কোন ব্যাটসম্যান ৫০-৯৯ রান সংগ্রহ করেন, তাহলে তিনি অর্ধ-শতরান বা অর্ধ-শতক বা হাফ-সেঞ্চুরি করেছেন। এভাবে ৯৯ রান থেকে যদি ব্যাটসম্যান ১০০ রান করেন, তাহলেই তা পরিসংখ্যানে শতরান হিসেবে গণ্য করা হয়।[১]

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সর্বাপেক্ষা সফল সাবেক ভারতীয় ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশী ৫১টি সেঞ্চুরি করেছেন।[২]

তথ্যসূত্র

  1. "England gives it to Aussies at Ashes", Sydney Morning Herald, Dec. 2, 2006.
  2. Test centuries

আরও দেখুন