টাপির: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
180.234.192.240-এর সম্পাদিত সংস্করণ হতে Addbot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
২০ নং লাইন:
''[[Tapirus terrestris]]''
}}
'''টাপির''' ({{lang-en|Tapir}}); ( /ˈteɪpər/ TAY-pər বা /təˈpɪər/ tə-PEER) [[শুকর]] সদৃশ্য [[স্তন্যপায়ী]] চতুষ্পদী বন্য জন্তুবিশেষ। এ [[প্রজাতি (জীববিদ্যা)|প্রজাতির]] প্রাণীটি টাপিরিডে [[পরিবার (জীববিদ্যা)|পরিবারভূক্ত]] একমাত্র [[গণ (জীববিদ্যা)|গণ]] ''<u>টাপিরাস</u>'' থেকে উদ্ভূত। দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকারআমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জঙ্গলে এদের আবাসস্থল।
 
এদের চারটি প্রজাতি রয়েছে। [[ব্রাজিলীয় টাপির]], [[মালয় টাপির]], [[বেয়ার্ড'স টাপির]] এবং পাহাড়ী টাপির। সকল প্রজাতির টাপিরই [[বন্য পরিবেশে বিলুপ্ত|বন্য পরিবেশ থেকে বিলুপ্ত]] হয়ে যাবার পথে কিংবা [[বিপন্ন প্রজাতি|বিপন্ন]] অবস্থায় রয়েছে। তাদের নিকটতম সম্পর্কযুক্ত প্রাণী হিসেবে রয়েছে [[ঘোড়া]] ও [[গন্ডার]]। তন্মধ্যে মালয় টাপিয় বা এশীয় টাপিরের অবস্থান দক্ষিণ-পূর্ব এশিয়ায়। ঘন বনাঞ্চলে ও জলের কাছাকাছি এলাকায় বাস করতে এরা পছন্দ করে।