তিব্বত সাম্রাজ্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৯৯ নং লাইন:
৭৬১ খ্রিষ্টাব্দে সম্রাট [[খ্রি-স্রোং-ল্দে-ব্ত্সান]] ই-চৌ অঞ্চলে কোরীয় [[চান বৌদ্ধধর্ম|চান]] গুরু [[কিম হো-শাং|কিম হো-শাংয়ের]] নিকটে একটি দলকে পাঠালে [[সিচুয়ান]] শহরে [[কিম হো-শাং|কিম হো-শাংয়ের]] কাছ থেকে তিনটি চীনা বৌদ্ধ পুঁথি সংগ্রহ করে নিয়ে আসেন। <ref name="Ray, Gary L. 2007">Ray, Gary L.(2005). ''The Northern Ch'an School and Sudden Versus Gradual Enlightenment Debates in China and Tibet''. Source: [http://www.dharmaweb.org/index.php/Ch'an_&_Sudden_and_Gradual_Debates_in_China_and_Tibet] (accessed: December 2, 2007)</ref> ৭৬৩ খ্রিষ্টাব্দে সম্রাট [[চীন|চীনে]] দ্বিতীয় দল পাঠান। স্বা পরিবার গোষ্ঠীর গ্সাল-স্নানের নেতৃত্বে এই দল ই-চৌ অঞ্চলে [[চেংদু]]র পাও টাং বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা [[চান বৌদ্ধধর্ম|চান]] গুরু [[পাও-টাং ঊ-চু]]র ([[চীনা ভাষা|চীনা]]: 無住) নিকট হতে বৌদ্ধ শিক্ষা নিয়ে আসেন। <ref name="Ray, Gary L. 2007"/> [[খ্রি-স্রোং-ল্দে-ব্ত্সান|খ্রি-স্রোং-ল্দে-ব্ত্সানের]] আমন্ত্রণে [[ভারত]] থেকে [[শান্তরক্ষিত]], [[পদ্মসম্ভব]] ও [[বিমলমিত্র]] [[তিব্বত]] গমন করে সেখানে [[বৌদ্ধ ধর্ম]] প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। [[শান্তরক্ষিত]] ও [[পদ্মসম্ভব]] [[সম-য়ে বৌদ্ধবিহার]] স্থাপন করেন, [[শান্তরক্ষিত]] ও [[বিমলমিত্র]] [[সংস্কৃত]] থেকে [[তিব্বতী ভাষা]]য় [[বৌদ্ধ ধর্ম]]গুলি অনুবাদ করেন। <ref name=Stein72>Stein, R. A. (1972) ''Tibetan Civilization'', Stanford University Press. ISBN 0-8047-0806-1 (cloth); ISBN 0-8047-0901-7 (pbk)</ref>{{rp|৬৬}} সম্রাট [[খ্রি-স্রোং-ল্দে-ব্ত্সান]] [[সম-য়ে বৌদ্ধবিহার|সম-য়ে বৌদ্ধবিহারে]] ৭৯২ থেকে ৭৯৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত দুই বছর ব্যাপী [[লাসা পরিষদ]] নামে এক ধর্মীয় বিতর্কসভার আয়োজন করেন। এই বিতর্ক চৈনিক বৌদ্ধধর্মের প্রতিভূ হিসেবে [[চান বৌদ্ধধর্ম|চান]] গুরু [[হেশাং মোহেয়ান]] এবং ভারতীয় বৌদ্ধধর্মের প্রতিভূ হিসেবে [[শান্তরক্ষিত|শান্তরক্ষিতের]] শিষ্য [[কমলশীল|কমলশীলের]] মধ্যে সংগঠিত হয়। বিতর্কের শেষে [[কমলশীল]] বিজয়ী ঘোষিত হলে [[তিব্বত|তিব্বতে]] চীনা বৌদ্ধ ধর্মের পরিবর্তে ভারতীয় বৌদ্ধ ধর্মের প্রভাব বিস্তার হয়।<ref name=Stein72/>{{rp|৬৬}}
 
[[খ্রি-গ্ত্সুগ-ল্দে-ব্র্ত্সান]] [[তিব্বতী বৌদ্ধধর্ম|তিব্বতে বৌদ্ধধর্ম]] প্রচারকারী তিনজন ধর্মরাজার মধ্যে একজন ছিলেন। তিনি [[নেপাল]], [[চীন]], [[কাশ্মীর]] ও [[খোটান]] থেকে বহু কারিগর, পন্ডিত ও অনুবাদককে [[তিব্বত|তিব্বতে]] আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসেন। তিনি বহু [[সংস্কৃত]] শব্দের [[তিব্বতী ভাষা|তিব্বতী ভাষায়]] অনুবাদ করার কাজে উৎসাহ প্রদান করে বহু তিব্বতী সাহিত্য ও অনুবাদকর্মের সৃষ্টিতে সহায়তা করেন।<ref name=Shakabpa/>{{rp|৪৯}}<ref name="Ancient Tibet 1986 pp. 296-297">''Ancient Tibet: Research Materials from the Yeshe De Project'' (1986), pp. 296-297. Dharma Publishing, California. ISBN 0-89800-146-3.</ref> সমস্ত অনুবাদ [[সংস্কৃত]] থেকে করার জন্য তিনি নির্দেশ জারী করেন।<ref>Yoshinori Takeuchi, Jan van Bragt. ''Buddhist Spirituality''. Crossroad, 1993. p. 225.</ref> তিনি 'উ-শাং-র্দো নামক স্থানে নয়তল বিশিষ্ট মন্দির নির্মাণ করেন। এই মন্দিরের নীচের তিনটি তল পাথরের, মাঝের তিনটি তল ইটের ও ওপরের তিনটি তল কাঠ দিয়ে তৈরী হয়েছিল। এর ছাদটি ছিল সোনা দিয়ে তৈরী। এর ওপরের তিনটি তলায় বৌদ্ধ পুঁথি, [[চোর্তেন]][[চিত্রকলা]] দ্বারা সমৃদ্ধ ছিল।<ref name="Ancient Tibet 1986 pp. 296-297"/><ref name="Dás, Sarat Chandra p. 40">Dás, Sarat Chandra. ''Contributions on the Religion and History of Tibet'', p. 40. Manjushri Publishing House, Delhi (1970). First published in ''The Journal of the Asiatic Society of Bengal'', Vol. L (1881)</ref>
 
==পাদটীকা==