তিব্বত সাম্রাজ্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৮৭ নং লাইন:
 
[[খ্রি-ল্দে-স্রোং-ব্ত্সান|খ্রি-ল্দে-স্রোং-ব্ত্সানের]] আমলে তিব্বতী সৈন্যরা পশ্চিমদিকে আরবদের আক্রমণ অব্যাহত রাখেন ও তাঁরা [[সমরকন্দ]] অবরোধ করেন। তুর্কিস্তানের তিব্বতী শাসক আরব [[খালিফা]] [[আল মামুন]]কে মূল্যবান রত্নে সজ্জিত সোনার মূর্তি উপহার দেন।<ref name=Shakabpa/>{{rp|৪৮}} ৮১৫ খ্রিষ্টাব্দে [[খ্রি-ল্দে-স্রোং-ব্ত্সান|খ্রি-ল্দে-স্রোং-ব্ত্সানের]] মৃত্যু হলে তাঁর পুত্র [[গ্লাং-দার-মা]] [[বৌদ্ধ ধর্ম]] বিরোধী হওয়ায় তাঁকে রাজ্যভার না দিয়ে কনিষ্ঠ পুত্র [[খ্রি-গ্ত্সুগ-ল্দে-ব্র্ত্সান]]কে সিংহাসনের উত্তরাধিকারী করা হয়।<ref name=Shakabpa/>{{rp|৪৮}}
 
তিব্বত সাম্রাজ্য [[খ্রি-গ্ত্সুগ-ল্দে-ব্র্ত্সান|খ্রি-গ্ত্সুগ-ল্দে-ব্র্ত্সানের]] শাসনকালে সর্বাধিক বিস্তারলাভ করে। এই সময় তিব্বতী সেনাবাহিনী [[চীন]] ও [[নেপাল|নেপালের]] কিছু অংশ ছাড়াও [[খোটান]], [[বালটিস্তান]], [[গিলগিট|ব্রুঝা]], [[হুঞ্জা]], [[ঝাংঝুং]], [[ইয়ুগুর]], [[সিচুয়ান|কামিলং]]<ref name="Vitali, Roberto 1990">Vitali, Roberto (1990) ''Early Temples of Central Tibet'', p. 17. Serindia Publications. London. ISBN 0-906026-25-3.</ref>{{rp|১৭}}, [[জিনজিয়াং]] ও [[গানসু]] অধিকারে আনে।<ref>Kolmaš, Josef. ''Tibet and Imperial China: A Survey of Sino-Tibetan Relations up to the end of the Manchu Dynasty in 1912'' (1967), p. 8. Centre of Oriental Sudies, Australian National University, Canberra.</ref> [[খ্রি-গ্ত্সুগ-ল্দে-ব্র্ত্সান|খ্রি-গ্ত্সুগ-ল্দে-ব্র্ত্সানের]] সেনাপতি ঝাং-'ব্রো-স্তাগের সামরিক নেতৃত্বে তিব্বত সাম্রাজ্য বিস্তার লাভ করতে থাকে। ৮১৬ খ্রিষ্টাব্দে তিনি [[উইঘুর খাগানাত|উইঘুর খাগানাতের]] রাজধানী [[ওর্দু বালিক]] এবং ৮১৯ খ্রিষ্টাব্দে চীনা শহর [[ইয়ানঝৌ]] আক্রমণ করেন।<ref>Beckwith, Christopher I. ''The Tibetan Empire in Central Asia''. (1987), pp. 165-167. Princeton University Press. ISBN 0-691-02469-3.</ref><ref>Lee, Don Y. ''The History of Early Relations between China and Tibet: From Chiu t'ang-shu, a documentary survey'', p. 150. (1981). Eastern Press, Bloomington, Indiana. ISBN 0-939758-00-8.</ref> ৮২১ খ্রিষ্টাব্দে ঝাং-'ব্রো-স্তাগ চীনাদের প্রচন্ডভাবে আক্রমণ করে তাঁদের শান্তিস্থাপনে বাধ্য করেন।<ref name="Vitali, Roberto 1990"/>{{rp|১৮}} তিব্বতীরা [[উইঘুর খাগানাত]] ও [[নানঝাও রাজ্য|নানঝাও রাজ্যের]] সাথেও শান্তি স্থাপন করেন।<ref>Beckwith, Christopher I. ''The Tibetan Empire in Central Asia''. (1987), pp. 150-151. Princeton University Press. ISBN 0-691-02469-3.</ref>
 
তিব্বতী প্রবাদানুসারে দুই বোন ধর্মাবলম্বী মন্ত্রীর খ্রি-গ্ত্সুগ-ল্দে-ব্র্ত্সানকে হত্যা করে তাঁর [[বৌদ্ধ ধর্ম]] বিরোধী ভাই [[গ্লাং-দার-মা]]কে সিংহাসনে বসান।<ref name=Shakabpa/>{{rp|৫১}} আবার কোন কোন মতে, মালদ্রো মন্দিরের সিঁড়ি থেকে দুর্ঘটনাবশতঃ পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে [[জিন ট্যাংশু]] গ্রন্থে বলা হয়েছে যে, রোগগ্রস্ত অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।<ref>Pelliot, Paul. ''Histoire Ancienne du Tibet''. Paris. Libraire d'amérique et d'orient. 1961, p. 133.</ref>
[[দুনহুয়াং]] থেকে প্রাপ্ত একটি পুঁথিতে [[তিব্বত সাম্রাজ্য|সম্রাট]] খ্রি-গ্ত্সুগ-ল্দে-ব্র্ত্সানের আরোগ্য কামনার একটি প্রার্থনা লিপিবদ্ধ থাকায় সর্বশেষ তত্ত্বটি সম্বন্ধে প্রমাণ পাওয়া যায়।<ref>Richardson, H. E. "Khri Gtsug-lde-brtsan's Illness." ''Bulletin of the School of Oriental and African Studies'', 44 (1981), p. 351-352.</ref>ঝু জি (১১৩০-১২০০) দ্বারা রচিত টোংকিয়ানকাংমু নামক গ্রন্থে উল্লিখিত আছে যে, [[তিব্বত সাম্রাজ্য|সম্রাট]] তাঁর রাজত্বকালের বেশিরভাগ সময়েই অসুস্থ থাকতেন এবং ৮৩৮ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।<ref name=Grosier>Grosier, Jean-Baptiste. ''Histoire Général de la Chine ou Annales de cet empire: traduites du Tong-kien-kang-mu''. (1778) Paris. Reprint: Ch'en-wen publishing company, Taipei, Taiwan. 1969. XIII</ref>{{rp|৪৭১}} টোংকিয়ানকাংমু<ref name=Grosier/>{{rp|৪৭২}} ও [[জিন ট্যাংশু]] গ্রন্থে ৮৩৯ খ্রিষ্টাব্দের [[উইঘুর খাগানাত|উইঘুর খাগানাতের]]<ref>Mackerras, Colin. ''The Uighur Empire According to the T'ang Dynastic Histories: A Study in Sino-Uighur Relations 744-840'', p 125. University of South Carolina Press, Columbia, South Carolina. 1972. ISBN 0-87249-279-6.</ref> এক মহামারীর কথারও উল্লেখ রয়েছে।
 
==তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রসার==