নকিয়া ১১০০: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৪১ নং লাইন:
 
==বৈশিষ্ট্যসমূহ==
*নকিয়া ১১০০তে রয়েছে বিল্ট-ইন ফ্ল্যাশলাইট,<ref>{{cite web|url=http://conversations.nokia.com/2009/08/27/nokia-1100|title=Nokia 1100|last=Delaney|first=Ian|work=Nokia Conversations|publisher=নকিয়া|date=২৭ আগস্ট ২০০৯|accessdate= আগস্টঅক্টোবর ২০১৩}}</ref> যা ''সি (C)'' বোতাম একবার চেপে ধরে রাখার মাধ্যমে চালু করা যায় অথবা দুইবার চাপার মাধ্যমে এটিকে চালু অবস্থায় রাখা যায়। এছাড়া এটিকে ফোনের মেনু থেকেও ব্যবহার করা যায়।
*১১০০ এবং ১১০১ মডেল দুইটি কেবলমাত্র [[মনোফোনি|মনোফোনিক]] [[রিংটোন]] সমর্থন করে, যা পূর্বে থেকে ইনস্টল করা ৩৬টি রিংটোনের একটি তালিকা থেকে নির্বাচন করা যায়। এছাড়া ৭টি রিংটোন নিজে থেকেও রচনা করা যায়।
*এতে রয়েছে নকিয়ার ঐতিহ্যবাহী কিপ্যাড, যার মাধ্যমে একটি বোতামের সাহায্যে ফোন কলে সংযোগ দেওয়া এবং সমাপ্তি ঘটানো যায়। এছাড়াও রয়েছে দুইটি স্ক্রল বোতাম (উপর এবং নিচ)।
*সিঙ্গুলার ব্র্যান্ডের সংস্করণে রয়েছে বিল্ট-ইন অ্যাওল ইন্সট্যান্ট মেসেঞ্জার ক্লায়েন্ট।
*এই ফোনটি নকিয়ার এক্সপ্রেস-অন কভারের সাথে সামঞ্জস্যপূর্ণ। হালকা নীল, কমলা, কালো, গাঢ় নীল, হলুদ, লাল, সবুজ এবং গোলাপী রং এর কভার নকিয়া কর্তৃক ছাড়া হয়। এছাড়া, অসংখ্য তৃতীয় পক্ষের কভারও রয়েছে।<ref>{{cite web|url=http://www.mobile-review.com/review/nokia-1100-en.shtml|title=Review Nokia 1100|last=Murtazin|first=Eldar|publisher=Mobile-review.com|date=২২ ডিসেম্বর ২০০৩|accessdate=৮ অক্টোবর ২০১৩}}</ref>
*এটিকে [[উন্নয়নশীল দেশ]]গুলোর জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়: এর কিপ্যাড এবং সম্মুখভাগ ধূলোরোধী এবং এর পার্শ্ব অঞ্চল অপিচ্ছিল।<ref name="engadget" /><ref>{{cite press release|url=http://press.nokia.com/2003/08/27/nokia-1100-phone-offers-reliable-and-affordable-mobile-communications-for-new-growth-markets|title=Nokia 1100 phone offers reliable and affordable mobile communications for new growth markets|date=২৭ আগস্ট ২০০৩|publisher=নকিয়া|accessdate=৮ অক্টোবর ২০১৩}}</ref>
*অন্যান্য বৈশিষ্ট্যসমূহের মধ্যে রয়েছে ৫০টি বার্তা ধারণক্ষমতা (ইনবক্স এবং খসড়া, সেই সাথে ২৫টি পাঠানো বার্তা), অ্যালার্ম, থামাঘড়ি, ক্যালকুলেটর, ৬টি প্রোফাইল, সম্পর্ক সংরক্ষণ (ধারণক্ষমতা ৫০, রয়েছে ভিন্ন ভিন্ন সম্পর্কের জন্য ভিন্ন ভিন্ন রিংটোন এবং প্রতীক যুক্ত করার সুবিধা), গেম (স্নেক ২ এবং স্পেস ইম্প্যাক্ট+), রয়েছে নিজস্ব রিংটোন রচনা করার সুবিধা।<ref>{{cite web|url=http://www.nokia.com.au/nokia/0,,54089,00.html|title=Nokia - Phone Features - Nokia 1100|publisher=নকিয়া|accessdate=৮ অক্টোবর ২০১৩|archiveurl=http://web.archive.org/web/20070310102725/http://www.nokia.com.au/nokia/0,,54089,00.html|archivedate=১০ মার্চ ২০০৭}}</ref> এছাড়া এতে চিত্রযুক্ত বার্তা আদান প্রদান করা সম্ভব।
 
==মডেলসমূহ==