হ্যাট্রিক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
৫ নং লাইন:
 
== ক্রিকেট ==
[[ক্রিকেট]] খেলায় যখন একজন বোলার ধারাবাহিকভাবে তিনটি বল ছুড়ে তিনজন ভিন্ন ভিন্ন [[ব্যাটসম্যান|ব্যাটসম্যানকে]] আউট করার মাধ্যমে তিনটি উইকেট লাভ করেন, তখন ক্রিকেটের পরিভাষায় তা '''''হ্যাট্রিক''''' নামে পরিচিত পায়। [[টেস্ট ক্রিকেট]] খেলায় এটি একটি অন্যতম সম্পর্কযুক্ত বিষয়, কিন্তু বিরল ঘটনা হিসেবে বিবেচ্য। ১৩ অক্টোবর, ২০১৩ তারিখ পর্যন্ত দুই সহস্রাধিক টেস্ট ক্রিকেটে মাত্র ৪০ বার এ ধরণের হ্যাট্রিকের ঘটনা ঘটেছে।<ref>{{cite web|url=http://www.telegraph.co.uk/sport/cricket/international/england/8650616/Landmark-Test-matches-through-the-years-as-Lords-plays-host-to-the-2000th-when-England-take-on-India.html|work=[[Daily Telegraph]]|date=20 July 2011|accessdate=3 January 2013|first=Tom|last=McGhie|title=Landmark Test matches through the years as Lord's plays host to the 2,000th when England take on India}}</ref> দশটি [[আইসিসি সদস্যদের তালিকা#টেস্টভূক্ত দেশ|টেস্টখেলুড়ে দেশের]] কমপক্ষে একজন বোলার টেস্ট হ্যাট্রিক লাভ করার মর্যাদা লাভ করেছেন।<ref name="TestHatTricks">{{cite web|url=http://stats.espncricinfo.com/ci/content/records/136977.html|title=Record / Test matches / Bowling record / Hat-tricks|publisher=ESPNcricinfo|accessdate=3 January 2012}}</ref>
 
প্রথম টেস্ট হ্যাট্রিকটি করেছেন - [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলীয়]] পেস বোলার [[Fred Spofforth|ফ্রেড স্পফোর্থ]]। তিনি [[Melbourne Cricket Ground|মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে]] ২ জানুয়ারি, ১৮৭৯ সালে অনুষ্ঠিত ৩য় টেস্টে [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড]] দলের বিপক্ষে এ কীর্তিগাঁথাটি সৃষ্টি করেছিলেন। সাম্প্রতিককালের সর্বশেষ হ্যাট্রিকের ঘটনাটি ঘটে [[২০১৩-১৪ নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর|বাংলাদেশ-নিউজিল্যান্ডের]] মধ্যকার খেলায়। রয়েল বেঙ্গল টাইগারের দেশ [[বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল|বাংলাদেশের]] [[অল-রাউন্ডার]] [[সোহাগ গাজী]] ১৩ অক্টোবর, ২০১৩ তারিখে এ বিরল কৃতিত্বের অন্যতম অংশীদার হন। [[বাংলাদেশ|বাংলাদেশী]] ক্রিকেট [[খেলোয়াড়|খেলোয়াড়দের]] মধ্যে [[অলোক কাপালি|অলোক কাপালি’র]] পর বাংলাদেশের [[টেস্ট ক্রিকেট]] ইতিহাসে দ্বিতীয় হ্যাট্রিক লাভ করেন তিনি। এছাড়াও, টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে [[নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল|নিউজিল্যান্ডের]] বিপক্ষে [[চট্টগ্রাম|চট্টগ্রামের]] [[জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম|জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে]] অনুষ্ঠিত ১ম টেস্ট সোহাগ গাজী হ্যাট্রিকসহ ৬ [[উইকেট]] ও সেঞ্চুরি করে [[বিশ্বরেকর্ড]] গড়েন।<ref>[http://www.espncricinfo.com/bangladesh-v-new-zealand-2013-14/engine/current/match/668949.html "New Zealand tour of Bangladesh, 1st Test". ESPNcricinfo. Retrieved 13 October 2013.]</ref> তিনি ধারাবাহিকভাবে [[Corey Anderson|কোরে অ্যান্ডারসন]], [[BJ Watling|বিজে ওয়াটলিং]] এবং [[ডগ ব্রেসওয়েল|ডগ ব্রেসওয়েলকে]] আউট করে এ বিরল নজির স্থাপন করেন।
 
[[বোলার (ক্রিকেট)|বোলার]] কর্তৃক একই টেস্ট ম্যাচের দুই ইনিংসে দুইটি হ্যাট্রিক লাভের ঘটনা ঘটেছে মাত্র একবার। অস্ট্রেলীয় লেগ স্পিনার [[জিমি ম্যাথুজ]] ২৮ মে, ১৯১২ তারিখে ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ত্রি-দেশীয় প্রতিযোগিতায় [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকার]] বিপক্ষে এ অসম্ভব কীর্তিগাঁথা রচনা করেছিলেন। উভয় হ্যাট্রিকই পূর্ণ করেন দক্ষিণ আফ্রিকার [[টমি ওয়ার্ড|টমি ওয়ার্ডকে]] আউট করার মাধ্যমে।
 
== ফুটবল ==