লাদাখ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৭৫ নং লাইন:
 
১৯৪৯ খ্রিষ্টাব্দে চীন [[জিনজিয়াং]] ও [[নুব্রা উপত্যকা]]র মধ্যে সীমান্ত বন্ধ করে দেয়। ১৯৫৫ খ্রিষ্টাব্দে চীন জিনজিয়াং ও তিব্বতের মধ্যে সড়ক ও পাকিস্তানের সঙ্গে [[কারাকোরাম মহাসড়ক]] নির্মাণ করে। [[ভারত]] [[শ্রীনগর]] থেকে [[লেহ]] পর্যন্ত [[১ডি নং জাতীয় সড়ক (ভারত)|১ডি নং জাতীয় সড়ক]] তৈরী করে। <ref name="LoramCharlie"/><ref>{{cite news| url= http://articles.timesofindia.indiatimes.com/2012-07-16/india/32697465_1_main-tunnel-tunnel-construction-z-morh| title= Government may clear all weather tunnel to Leh today| date= 16 July 2012}}</ref>
 
==বন্যপ্রাণী ও উদ্ভিদ==
{{Main|লাদাখের প্রাণীজগৎ}}
[[Image:Yaks in ladakh.JPG|right|thumb|[[চমরী গাই]], লাদাখ]]
লাদাখের বন্যপ্রাণী ও উদ্ভিদ নিয়ে সর্বপ্রথম গবেষণা করেন [[অস্ট্রিয়া|অস্ট্রীয়]]-[[চেক প্রজাতন্ত্র|চেক]] জীবাশ্মবিজ্ঞানী ফার্ডিনান্ড স্টোলিস্কা। ১৮৭০ সালের দিকে তিনি এ অঞ্চলে এক বিশাল অভিযান পরিচালনা করেন।এ অঞ্চলের পাহাড়ি ঝিরিসংলগ্ন ভূমি, জলাভূমি, হ্রদ ও আবাদি জমি ছাড়া অন্য কোথাও গাছপালা খুব একটা দেখা যায় না।
<ref>{{cite web | last =| first =| authorlink = | coauthors = | url = http://www.india-travel-agents.com/ladakh/ladakh-tourism/fauna-ladakh.html| title = Flora and fauna of Ladakh| work = | publisher = India Travel Agents | accessdate = 2006-08-21}}</ref>
 
[[লাদাখ|লাদাখের]] সাথে [[মধ্য এশিয়া|মধ্য এশিয়ার]] বন্যপ্রাণীদের মধ্যে অদ্ভুত মিল লক্ষ্য করা যায়। বিশেষ করে [[তিব্বত|তিব্বতী]] মালভূমিতে যে সমস্ত বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়, তাদের অধিকাংশই লাদাখের উপত্যকাগুলোতে দেখা যায়। তবে কয়েক প্রজাতির পাখি এখানে দেখা যায় যেগুলো আবার তিব্বতী মালভূমি বা মধ্য এশিয়ার কোনখানেই দেখা যায় না। এসব পাখি শীতের পরে [[ভারত|ভারতের]] উষ্ণতর অঞ্চলগুলো থেকে এখানে [[পাখি পরিযান|পরিযান]] করে আসে। রুক্ষ অঞ্চল হলেও লাদাখে বসবাসকারী পাখি প্রজাতির সংখ্যা অনেক বেশি; এ পর্যন্ত মোট ২২৫ প্রজাতির পাখি এখান থেকে লিপিবদ্ধ করা হয়েছে। গ্রীষ্মকালীন পাখিদের মধ্যে বিভিন্ন প্রজাতির [[তুতি]], রবিন, লালগির্দি (যেমন কালো লালগির্দি) আর [[মোহনচূড়া]] এখানে সচরাচর দেখা যায়। এছাড়া এ সময় চুংথাং অঞ্চলের হ্রদগুলোতে আর [[সিন্ধু নদ|সিন্ধু নদে]] প্রায়ই [[খয়রামাথা গাঙচিল|খয়রামাথা গাঙচিলকে]] বিচরণ করতে দেখা যায়। আবাসিক পাখির মধ্যে রয়েছে [[চখাচখি|খয়েরি চখাচখি]] ও [[দাগি রাজহাঁস]] ([[Ladakhi|লাদাখি]]: ''ngangpa'')। তিব্বতী মালভূমির বিরল [[কালোঘাড় সারস|কালোঘাড় সারসকে]] (''trhung-trhung'') গ্রীষ্মকালে লাদাখের বেশ কিছু অংশে প্রজনন করতে দেখা যায়। অন্যান্য পাখির মধ্যে র‍্যাভেন, [[তিব্বতী তুষারমোরগ]] ও [[চুকার বাতাই]] (''srakpa'') প্রধান।<ref>Namgail, T. (2005). Winter birds of the Gya-Miru Wildlife Sanctuary, Ladakh, Jammu and Kashmir, India. Indian Birds, 1: 26-28.</ref> শিকারী পাখির মধ্যে [[গৃধিনী]] ও [[সোনালি ঈগল]], এই দু'টি প্রজতি সবচেয়ে বেশি দেখা যায়।
[[Image:Black-necked Crane Tso Kar Ladakh Jammu and Kashmir India Asia 12.08.2013.png|thumb|left|প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক [[কালোঘাড় সারস]] লাদাখে আসে প্রজননের উদ্দেশ্যে; ছবিটি সো কার, লাদাখ থেকে তোলা]]
 
==পাদটীকা==