তুলসী চক্রবর্তী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sankarshanm (আলোচনা | অবদান)
made fixes to categories; tagged article as incomplete - movie listing needs completeness
+
১ নং লাইন:
{{Infobox person
|name = তুলসী চক্রবর্তী
|image =
|caption =
|birth_date = {{birth date|1899|3|3|mf=y}}
|birth_place = [[হাওড়া]], [[পশ্চিমবঙ্গ]]
৯ ⟶ ১১ নং লাইন:
}}
 
'''তুলসী চক্রবর্তী''' (৩রা মার্চ, ১৮৯৯ - ১১১১ই ডিসেম্বর, ১৯৬১) ১৯৪০ এবং ১৯৫০ সালের বাংলা সিনেমার এক স্বনামধন্য অভিনেতা ছিলেন। প্রধানত কমিক ভূমিকায় উনি খ্যাতি লাভ করেছিলেন। তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা সত্যজিৎ রায় পরিচালিত "পরশ পাথর" চলচ্চিত্রের মুখ্য অভিনেতা হিসাবে।
 
== বাল্যকাল ==
 
তুলসী চক্রবর্তী গোয়ারি নামক এক ছোট গ্রামে ১৮৯৯ সালের ৩-রা মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আশুতোষ চক্রবর্তী ভারতীয় রেল-এর কর্মী ছিলেন। বাল্যকালে তাই অবিভক্ত বাংলায় নানা স্থানে ঘুরতে হয়েছে। সুতরাং তরুণ তুলসী চক্রবর্তীকে কোলকাতায় তাঁর কাকা প্রসাদ চক্রবর্তীর কাছে কিছুকাল থাকতে হয়েছিল। প্রসাদবাবু প্রখ্যাত স্টার থিয়েটার-এর একজন বিশিষ্ট তবলা ও হারমোনিয়াম বাদক ছিলেন। এবং তাঁর যোগাযোগে তুলসী চক্রবর্তী নিজের প্রজন্মের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের দেখার সুযোগ লাভ করেন। ঐ থেকে তিনি অভিনয় ও সঙ্গীতে যোগদান করার অনুপ্রেরণা পেয়েছিলেন। পরবর্তী কালে বাস্তবসম্মত অভিনেতা হিসাবে তিনি পরিচিতি পান। কোন মেক-আপ বা অতিরিক্ত আয়োজন না ব্যবহার করে, সাধারণত কাঁধে একটি উপবীত ও একটি সাদা ধুতি পরিধান করতেন।
 
== কর্মজীবন ==
 
উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনিত [[সাড়ে_চুয়াত্তর]] চলচ্চিত্রে তুলসী চক্রবর্তী একটি লজিং-এর ম্যানেজার হিসাবে অনন্যসাধারণ ভূমিকা রাখেন এবং জনপ্রিয়তা অর্জন করেন। সত্যজিৎ রায় পরিচালিত পরশ পাথর চলচ্চিত্রে তিনি প্রধান ভূমিকায় অভিনয় করেন। এবং পথের পাঁচালী চলচ্চিত্রে এক পন্ডিত হিসাবে ছোট্ট ভূমিকায় দেখা যায় তুলসী চক্রবর্তী-কে।
 
২৪ নং লাইন:
 
==চলচ্চিত্রের তালিকা==
{{div col|3}}
 
*মায়া মৃগ (১৯৬০)
*শুনো বড়নাড়ী (১৯৬০)
৭৯ নং লাইন:
*Mane Na Mane (1945) - Nayeb
*Hamrahi (1944)
*Meri Bahen (1944) - Chaudhary
*[[Udayer Pathey]] (1944)
*Devar (1943)
১০০ নং লাইন:
*পুনর্জন্ম (১৯৩২)
*দ্বীপ জ্বেলে যাই
{{div col end}}
 
==বহিঃসংযোগ==