তিব্বত সাম্রাজ্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৮৫ নং লাইন:
 
[[স্রোং-ব্ত্সন-স্গাম-পো]]র রাজত্বে [[তিব্বত|তিব্বতে]] প্রথম [[বৌদ্ধ ধর্ম]] প্রবেশ করে। তিনি [[লাসা]] শহরে [[জোখাং]] সহ বহু বৌদ্ধ মন্দির স্থাপন করেন।<ref name=Richardson81/>{{rp|৭৫}}<ref>Beckwith, C. I. "The Revolt of 755 in Tibet", p. 3 note 7. In: ''Weiner Studien zur Tibetologie und Buddhismuskunde''. Nos. 10-11. [Ernst Steinkellner and Helmut Tauscher, eds. ''Proceedings of the Csoma de Kőrös Symposium Held at Velm-Vienna, Austria, 13–19 September 1981''. Vols. 1-2.] Vienna, 1983.</ref> [[লাসা]] শহরকে তিনি সুসজ্জিত করে রাজধানীর মর্যাদা দেন। <ref>Anne-Marie Blondeau, Yonten Gyatso, 'Lhasa, Legend and History,' in Françoise Pommaret(ed.) ''Lhasa in the seventeenth century: the capital of the Dalai Lamas,'' Brill Tibetan Studies Library, 3, Brill 2003, pp.15-38, pp15ff.</ref><ref>Amund Sinding-Larsen, ''The Lhasa atlas: : traditional Tibetan architecture and townscape,'' Serindia Publications, Inc., 2001 p.14</ref> এছাড়াও [[নেদং প্রদেশ|নেদংয়ের]] [[খ্রা-ব্রুগ বৌদ্ধবিহার]] তিনি নির্মাণ করান। তাঁর আমলে প্রথম বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি [[সংস্কৃত]] থেকে [[তিব্বতী ভাষা]]য় অনুবাদ করা শুরু হয়। <ref>{{cite web|url=http://www.kagyuoffice.org/buddhism.10pillars.html|title=Buddhism - Kagyu Office|date=2009-01-10}}</ref>
 
৭৬১ খ্রিষ্টাব্দে সম্রাট [[খ্রি-স্রোং-ল্দে-ব্ত্সান]] ই-চৌ অঞ্চলে কোরীয় [[চান বৌদ্ধধর্ম|চান]] গুরু [[কিম হো-শাং|কিম হো-শাংয়ের]] নিকটে একটি দলকে পাঠালে [[সিচুয়ান]] শহরে [[কিম হো-শাং|কিম হো-শাংয়ের]] কাছ থেকে তিনটি চীনা বৌদ্ধ পুঁথি সংগ্রহ করে নিয়ে আসেন। <ref name="Ray, Gary L. 2007">Ray, Gary L.(2005). ''The Northern Ch'an School and Sudden Versus Gradual Enlightenment Debates in China and Tibet''. Source: [http://www.dharmaweb.org/index.php/Ch'an_&_Sudden_and_Gradual_Debates_in_China_and_Tibet] (accessed: December 2, 2007)</ref> ৭৬৩ খ্রিষ্টাব্দে সম্রাট [[চীন|চীনে]] দ্বিতীয় দল পাঠান। স্বা পরিবার গোষ্ঠীর গ্সাল-স্নানের নেতৃত্বে এই দল ই-চৌ অঞ্চলে [[চেংদু]]র পাও টাং বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা [[চান বৌদ্ধধর্ম|চান]] গুরু [[পাও-টাং ঊ-চু]]র ([[চীনা ভাষা|চীনা]]: 無住) নিকট হতে বৌদ্ধ শিক্ষা নিয়ে আসেন। <ref name="Ray, Gary L. 2007"/> [[খ্রি-স্রোং-ল্দে-ব্ত্সান|খ্রি-স্রোং-ল্দে-ব্ত্সানের]] আমন্ত্রণে [[ভারত]] থেকে [[শান্তরক্ষিত]], [[পদ্মসম্ভব]] ও [[বিমলমিত্র]] [[তিব্বত]] গমন করে সেখানে [[বৌদ্ধ ধর্ম]] প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। [[শান্তরক্ষিত]] ও [[পদ্মসম্ভব]] [[সম-য়ে বৌদ্ধবিহার]] স্থাপন করেন, [[শান্তরক্ষিত]] ও [[বিমলমিত্র]] [[সংস্কৃত]] থেকে [[তিব্বতী ভাষা]]য় [[বৌদ্ধ ধর্ম]]গুলি অনুবাদ করেন। <ref name=Stein72>Stein, R. A. (1972) ''Tibetan Civilization'', Stanford University Press. ISBN 0-8047-0806-1 (cloth); ISBN 0-8047-0901-7 (pbk)</ref>{{rp|৬৬}} সম্রাট [[খ্রি-স্রোং-ল্দে-ব্ত্সান]] [[সম-য়ে বৌদ্ধবিহার|সম-য়ে বৌদ্ধবিহারে]] ৭৯২ থেকে ৭৯৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত দুই বছর ব্যাপী [[লাসা পরিষদ]] নামে এক ধর্মীয় বিতর্কসভার আয়োজন করেন। এই বিতর্ক চৈনিক বৌদ্ধধর্মের প্রতিভূ হিসেবে [[চান বৌদ্ধধর্ম|চান]] গুরু [[হেশাং মোহেয়ান]] এবং ভারতীয় বৌদ্ধধর্মের প্রতিভূ হিসেবে [[শান্তরক্ষিত|শান্তরক্ষিতের]] শিষ্য [[কমলশীল|কমলশীলের]] মধ্যে সংগঠিত হয়। বিতর্কের শেষে [[কমলশীল]] বিজয়ী ঘোষিত হলে [[তিব্বত|তিব্বতে]] চীনা বৌদ্ধ ধর্মের পরিবর্তে ভারতীয় বৌদ্ধ ধর্মের প্রভাব বিস্তার হয়।<ref name=Stein72/>{{rp|৬৬}}
 
==পাদটীকা==