বারো ভূঁইয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Maxbin08 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Maxbin08 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১২ নং লাইন:
# [[রামকৃষ্ণ]] - সাতৈর বা সান্তোল,
# [[পীতম্বর ও নীলম্বর]] - পুঁটিয়া, এবং
# [[ঈশা খাঁ লোহানী]] [[উসমান খাঁ লোহানীঃ]] - উড়িষ্যা ও হিজলী।
 
 
২৯ নং লাইন:
তিনি প্রথমে সম্রাট আকবরের সেনাপতি ও বাংলার শাসনকার্যে নিয়োজিত ছিলেন।আকবরের "দ্বীন-ই-এলাহী" প্রবর্তন করলে মুঘল কর্মকর্তারা বাংলায় বিদ্রোহ ঘোষণা করেন।মাসুম খাঁ ছিলেন বিদ্রোহীদের অন্যতন নেতা।জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মুঘল বিরোধীতা অক্ষুণ্ন রাখেন।১৫৯৯ সালে তাঁর মৃত্যু হয়।
 
[[মুসা খাঁ]]----
ঈসা খাঁর পুত্র মুসা খাঁ সম্রাট জাহাংগীরের আমলে (১৬০৫-২৭) ভূঁইয়াদের মধ্যে সর্বাপাক্ষা শক্তিশালী ছিলেন।তিনি মুঘল আনগত্য অস্বীকার করে তাদের বিরুদ্ধে আজীবন যুদ্ধ করেন।বৃহত্তর ঢাকা,কুমিল্লা ও ময়মনসিংহ জেলার অধিকাংশ স্থান নিয়ে তাঁর রাজত্ব গঠিত হয়েছিল।সোনারগাঁ ছিল তাঁর রাজধানী।১৬১১ সালের এপ্রিল মাসে এক রক্তক্ষয়ী সংঘর্ষে সোনারগাঁয়ের পতন ঘটে।মুসা খাঁ মুঘলদের আনুগত্য স্বীকার করেন।
 
[[ফজল গাজীঃগাজী]]
তিনি শেরশাহ এবং সম্রাট আকবরের সমসাময়িক।বীরত্বের জন্য খ্যাতি অর্জন করেন।মুঘলদের সঙ্গে সন্ধি স্থাপন করেন।
 
৩৮ নং লাইন:
তিনি তাঁর বিশাল সেনাবাহিনী নিয়ে মুঘলদের বিরুদ্ধে মুসা খাঁকে যথেষ্ট সাহায্য করেন।মুসা খাঁ পরাজিত হলে বাহাদুর গাজী মুঘলদের পক্ষে যোগদান করে যশোর ও কামরূপ অভিযানে অংশ নেন।
 
খাজা [[উসমান খাঁ লোহানীঃলোহানী]]
তিনি কখনো মুঘলদের আনুগত্য স্বীকার করেননি এবং প্রাণ বিসর্জন দেন।তিনি ২ হাজার অশ্বারোহী, ৫ হাজার পদাতিক ও ৪০ টি হস্তীর এক বাহিনী নিয়ে মুঘলবাহিনীর গতিরোধ করতে উষার ত্যাগ করেন।শেরে ময়দান,খাজা ইব্রাহীম এবং খাজা দাউদ প্রমুখ আফগান নেতৃবৃন্দ স্ব স্ব সৈন্যবাহিনী নিয়ে উসমান বাহিনীকে শক্তিশালী করে তোলেন।৪৪-পরগনার দৌলম্ভপুর গ্রামে তারা সমবেত হন।সেখান থেকে মাত্র দেড়মাইল দূরে ছিল মুঘলবাহিনীর শিবির।১৬১২ সালের ১২ মার্চ, রোববার ভোরবেলা মুঘলবাহিনী প্রথম আক্রমণ পরিচালনা করে।ক্রমেই উভয়পক্ষের আক্রমণ তীব্র হয়ে উঠে।দুপুরবেলা মুঘল সৈনিক আব্দুল জলীল শেখের নিক্ষিপ্ত তীরের আঘাতে খাজা উসমান নিহত হন।