অরসন ওয়েলস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎বহিঃসংযোগ: {{প্রবেশদ্বার|চলচ্চিত্র}} +
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ করা হলো
১৬ নং লাইন:
| occupation = অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, মঞ্চনাট্য পরিচালক, কাহিনীকার, প্রযোজক, রেডিও ব্যাক্তিত্ত
| years_active = ১৯৩১-৮৫
| spouse = ভিরজিনিয়া নিকলসন (১৯৩৪-৪০)<br />[[রিটা হেওয়ার্থ|রিতা হেওর্থ]] (১৯৪৩-৪৮)<br />পাওলা মুরি (১৯৫৫-৮৫)
| height = ৬'-১"
| religion = খ্রিস্টান<ref name="brady576">{{cite book|last=Brady|first=Frank|title=Citizen Welles: A Biography of Orson Welles|publisher=Scribner|year=1989|page=576|isbn=0-684-18982-8}}</ref>
| partner = [[Dolores del Río|ডোলরেস ডেল রিও]] (১৯৩৮-৪১)<br />[[Oja Kodar|ওজা কোদার]] (১৯৬৬-৮৫)
২৮ নং লাইন:
সিজার ছাড়াও যুবক বয়সে অনেকগুলো অতি উঁচু মানের সফল মঞ্চ নাটক পরিচালনা করেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য শেক্সপিয়ারের ম্যাকবেথ-এর একটি অভিনব মঞ্চায়ন এবং ''দ্য ক্র্যাডল উইল রক''। ১৯৩৮ সালে [[এইচ জি ওয়েলস]]-এর ''দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস'' উপন্যাস অবলম্বনে করা বেতার অনুষ্ঠান দিয়েই নিজের দেশ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে পরিচিত হয়ে উঠেন। আসলে তার প্রতিষ্ঠিত মার্কারি থিয়েটারের বিভিন্ন নাটক সরাসরি রেডিওতে সম্প্রচার করা হতো ''মার্কারি থিয়েটার অন দি এয়ার'' নামে। এই ধারাবাহিকেরই একটি পর্ব ছিল ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস। সম্প্রচারের পর কেউ কেউ রিপোর্ট করেছিলেন এই অনুষ্ঠান নাকি অনেক স্থানে উদ্বেগের সৃষ্টি করেছে কারণ শ্রোতারা ভেবে বসেছিলেন আসলেই ভিনগ্রহের অধিবাসীরা পৃথিবী আক্রমণ করেছে। প্রচারণাটি অতিরঞ্জিত হলেও এর কারণে অরসন ওয়েলসের খ্যাতি ছড়িয়ে পড়ে।<ref name="McFarland">{{cite book|url=http://books.google.com/books?id=GeWm-zM3NEoC&lpg=PP1&dq=Little%20Green%20Men%2C%20Meowing%20Nuns%20and%20Head-Hunting%20Panics%3A&pg=PA219#v=onepage&q&f=false |title= Little green men, meowing nuns, and head-hunting panics |publisher=McFarland |accessdate=March 30, 2010}}</ref>
 
ওয়েলসের প্রথম সিনেমাই ছিল সিটিজেন কেইন যার সহলেখক, প্রযোজক, পরিচালক এবং প্রধান অভিনেতা সবই তিনি নিজে। সিনেমায় তার চরিত্রের নাম ছিল চার্লস ফস্টার কেইন। প্রথম সিনেমাই সর্বকালের সেরা সিনেমা হিসেবে স্বীকৃত হলেও ওয়েলস জীবনের প্রায় পুরোটা সময়ই চলচ্চিত্র স্টুডিওতে একজন বহিরাগত ছিলেন। জীবনে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছেন মাত্র ১৩ টি। স্টুডিওর বিরুদ্ধে শৈল্পিক স্বাধীনতার জন্য আন্দোলন করে খুব বেশি সফলতা পাননি কারণ তার অধিকাংশ সিনেমাই স্টুডিওতে অনেক সম্পাদনার শিকার হয়েছে এবং কিছু আবার কখনোই প্রেক্ষাগৃহের মুখ দেখতে পায়নি। তার অনন্য পরিচালনার পদ্ধতির মধ্যে ছিল লেয়ারভিত্তিক ও অরৈখিক গড়ন, আলোকসজ্জার খুব উদ্ভাবনী ব্যবহার, ক্যামেরার প্রথাবিরুদ্ধ অ্যাংগেল, বেতার থেকে ধার করা শব্দ সংযোগ, ডিপ ফোকাস শট এবং লং টেক। তাকেতাঁকে সৃজনশীলতার প্রবাদপুরুষ এবং সিনেমার ইতিহাসে সেরা ওটার হিসেবে বিবেচনা করা হয়।<ref>Rosenbaum, Jonathan. ''[http://books.google.com/books?id=95c3YFDncFYC&printsec=frontcover&dq=discovering+orson+welles&hl=en&ei=HOPeS9n_KIWKlwfqm6H7BA&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CDQQ6AEwAA#v=onepage&q&f=false Discovering Orson Welles]''. Berkeley and Los Angeles, California: University of California Press. 2007. Pp. 6.</ref> সিটিজেন কেইনের পর করা তার অন্যান্য বহুল প্রশংসিত সিনেমার মধ্যে রয়েছে ''দ্য ম্যাগনিফিসেন্ট অ্যাম্বারসনস'' (১৯৪২), ''টাচ অফ ইভিল'' (১৯৫৮) ইত্যাদি।
 
২০০২ সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট চলচ্চিত্র সমালোচক ও পরিচালকদের মতামতের ভিত্তিতে সর্বকালের সেরা চলচ্চিত্রকারদের তালিকা তৈরি করে যেখানে অরসন ওয়েলসকে দেয়া হয় প্রথম স্থান।<ref>{{cite web|url=http://www.bfi.org.uk/sightandsound/topten/poll/directors-directors.html |title=Sight & Sound &#124;Top Ten Poll 2002&nbsp;– The Directors' Top Ten Directors |publisher=BFI |date=September 5, 2006 |accessdate=December 30, 2009}}</ref><ref>{{cite web|url=http://www.bfi.org.uk/sightandsound/topten/poll/critics-directors.html |title=Sight & Sound &#124;Top Ten Poll 2002&nbsp;– The Critics' Top Ten Directors |publisher=BFI |date=September 5, 2006 |accessdate=December 30, 2009}}</ref> এছাড়া আরও অনেক সমালোচকদের জরিপ ও তালিকায় তাকে সর্বকালের সেরা চলচ্চিত্রকার হিসেবে আখ্যায়িত করা হয়েছে।<ref>[http://www.theyshootpictures.com/gf1000_top200directors.htm "TSPDT&nbsp;– The 1,000 Greatest Films: The Top 200 Directors"]. They Shoot Pictures, Don't They? Theyshootpictures.com. January 2010. Retrieved January 27, 2011.</ref> সিনেমায় অভিনেতা হিসেবেও তিনি বিশেষ নাম কুড়িয়েছিলেন। অনেক সিনেমার মুখ্য চরিত্রে নিজেই অভিনয় করতেন। তার গলার মন্দ্রস্বরটি সবার বেশ পরিচিত ছিল। অ্যামেরিকান ফিল্ম ইনস্টিটিউট সর্বকালের সেরা মার্কিন অভিনেতাদের তালিকায় তাকে ১৬তম অবস্থানে রেখেছে। এছাড়া মঞ্চে শেক্সপিয়ারীয় অভিনেতা হিসেবে তার খ্যাতি ছিল, পাশাপাশি আবার জাদুকর হিসেবেও পরিচিত ছিলেন। [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধের]] বছরগুলোতে ভ্যারাইটি শো দলের সাথে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে জাদু দেখিয়ে বেড়াতেন।
 
==চলচ্চিত্রসমূহ==