গায়ত্রী চক্রবর্তী স্পিভাক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী:সাহিত্যিক অপসারণ হটক্যাটের মাধ্যমে
দ্রিগ (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{unref|date=ফেব্রুয়ারি ২০১২}}
'''গায়ত্রী চক্রবর্তী স্পিভাক''' (জন্ম: ২৪ ফেব্রুয়ারি ১৯৪২) একজন [[ভারতীয়]] [[সাহিত্য]] [[সমালোচক]], [[তাত্ত্বিক]] এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষয়িত্রী। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে উত্তর-ঔপনিবেশিকতাবাদের সূচনাকারী লেখা- "Can the Subaltern Speak?" এবং [[জাক দেরিদা|জ্যাকুয়েস দেরিদা]]র "দ্য লা গ্রামাতোলজি" বইটিকে মূল [[ফরাসি ভাষা]] থেকে [[ইংরেজি]] [[অনুবাদ]] করা, যেটির ইংরেজি নাম "অফ গ্রামাটোলজি"; গায়ত্রী তাঁর একটি নিবন্ধে এর বাংলা নামকরণ করেছেন "লিপিতত্ত্বপ্রসঙ্গ"। গায়ত্রী নিজেকে বাস্তববাদী মার্ক্সিয়-[[নারীবাদী]]-অবিনির্মাণিক হিসেবে পরিচিত করেন।
 
==জীবন==
১৯৪২ সালের ২৪ ফেব্রুয়ারি, ব্রিটিশশাসিত ভারতের [[কলকাতা|কলকাতায়]] পরেশ চন্দ্র এবং শিবানী চক্রবর্তীর কন্যা হিসাবে জন্মগ্রহণ করেন '''গায়ত্রী চক্রবর্তী'''। ১৯৫৯ সালে তিনি [[প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়|কলকাতা প্রেসিডেন্সী কলেজ]] থেকে ইংরেজিতে প্রথম শ্রেণী সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ইংরেজী ও বাংলা সাহিত্যে [[স্বর্ণপদক|স্বর্ণপদক]] অর্জন করেন। এর পরে তিনি কর্নেল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন এবং সেখানে তিনি ইংরেজিতে এমএ এবং [[তুলনামূলক সাহিত্য|তুলনামূলক সাহিত্য]] বিষয়ে পিএইচডি করেন।
১৯৬০ সালে জনৈক ট্যালবট স্পিভাকের সাথে তিনি সীমিত সময়ের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন।
 
==তথ্যসূত্র==