চিরঞ্জিত চক্রবর্তী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৩৭ নং লাইন:
==চলচ্চিত্র জীবন==
 
১৯৭০ সাল থেকে তিনি রোমান্টিক ছবি ছাড়াও বিভিন্ন অ্যাকশন ধাঁচের ছবিতে সফলভাবে অভিনয় করেন। তিনি জনপ্রিয়তার শীর্ষে আরোহন করেন মূলত ৩টি চলচ্চিত্রের মাধ্যমেঃ ''অশ্লীলতার দায়ে'' (১৯৮২); নারায়ণ স্যান্যালের একই নামাঙ্কিত উপন্যাসের ওপর ভিত্তি করে, ''সমরপিতা'' ও ''অন্তরালে''। ''অন্তরালে'' ছবিতে [[বাপ্পি লাহিড়ী]]-[[কিশোর কুমার|কিশোর কুমারের]] গাওয়া সেই বিখ্যাত গান- ''আজ এই দিনটাকে মনের খাঁচায় লিখে রাখব..." রয়েছে। এর প্রথম দুই ছবি ''[[আলপনা গোস্বামী]]'' ও তৃতীয় ছবিটি ''[[মুনমুন সেন|মুনমুন সেনের]]'' বিপরীতে অভিনীত।
 
এছাড়াও তিনি [[দেবশ্রী রায়]], [[শতাব্দি রায়]]-এর বিপরীতেও অভিনয় করেন। চিরঞ্জিত পরিচালিত এবং অভিনীত ''ভয়'' ছবিটি মারাত্মক সাফল্য লাভ করে। এছাড়াও তিনি [[রুপা গাঙ্গুলি]], [[ঋতুপর্ণা সেনগুপ্ত]]-এর বিপরীতে অভিনয় করেন।
 
==রাজনৈতিক জীবন==