পার্বতী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৩১ নং লাইন:
অন্যদিকে পার্বতী একসঙ্গে "গৌরী" (গৌরবর্ণা দেবী) এবং "কালী" বা "শ্যামা" (কৃষ্ণবর্ণা দেবী) নামে অভিহিত হন। কারণ, তিনি শান্ত স্ত্রী উমা। কিন্তু বিপদের সময় ভয়ংকরী কালী দেবীতে রূপান্তরিত হন। এই দুই পরস্পর বিপরীত রূপ পার্বতীর দুই রকম প্রকৃতির কথা নির্দেশ করে। আবার "কামাক্ষ্মী" রূপে তিনি ভক্তির দেবী।
==পূজা ও উৎসব==
===উৎসব===
[[Image:Gauri 029.jpg|upright|thumb|গৌরীরূপে পূজিত পার্বতী]]
[[ভাদ্র]] মাসের শুক্লপক্ষের সপ্তমী, অষ্টমী ও নবমী তিথিতে গৌরীপূজা হয়। তাঁকে শস্য ও নারীর রক্ষাকারী দেবী মনে করা হয়। গৌরীপূজাও সাধারণত মেয়েরাই করে। এই উৎসবটি পার্বতীর পূত্র [[গণেশ|গণেশের]] পূজার ([[গণেশ চতুর্থী]]) সঙ্গে যুক্ত। [[মহারাষ্ট্র]] ও [[কর্ণাটক|কর্ণাটকে]] গৌরীপূজা খুব জনপ্রিয়।<ref>The Hindu Religious Year By Muriel Marion Underhill p.50 Published 1991 Asian Educational Services ISBN 81-206-0523-3</ref> [[রাজস্থান|রাজস্থানে]] গঙ্গৌর উৎসবের সময় গৌরীপূজা হয়। [[চৈত্র]] মাসের প্রথম দিন পূজা শুরু হয় এবং ১৮দিন চলে। এই সময় মাটি দিয়ে ঈশ্বর আর গৌরীমূর্তি বানানো হয়। পার্বতী পূজার একটি বিশেষ উৎসব হল [[নবরাত্রি]] ও [[দুর্গাপূজা]]। এই সময় পার্বতীর সব কটি রূপকে পূজা করা হয়। উত্তর ভারতে নবরাত্রি উৎসবের সময় শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়ানী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী - এই নবদুর্গার পূজা হয়।
 
চৈত্র ও [[বৈশাখ]] মাসের শুক্লা তৃতীয়ার দিন হয় "গৌরী তৃতীয়া"। হিন্দুরা বিশ্বাস করেন, এই সময় একমাস পার্বতী বাপের বাড়িতে থাকেন। মহারাষ্ট্র ও কর্ণাটকে এই উৎসব খুব জনপ্রিয়। উত্তর ভারতে এই উৎসব ততটা জনপ্রিয় নয়। [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গে]] এই উৎসব পালিতই হয় না। এই সময় সধবা মেয়েরা পিরামিড আকৃতির ধাপযুক্ত বেদী তৈরি করে তার উপরে পার্বতীর মূর্তি ও নিচে গয়নাগাটি, অন্যান্য দেবদেবীর মূর্তি ও ছবি ইত্যাদি রাখেন। রাতে প্রার্থনা করা হয়। [[তামিলনাড়ু]] ও [[অন্ধ্রপ্রদেশ|অন্ধ্রপ্রদেশে]] [[দীপাবলি|দীপাবলির]] দিন কেতরা গৌরী বৃতাম উৎসব হয়। এইদিন সধবা মেয়েরা সারাদিন উপোষ করেন এবং মিষ্টি বানিয়ে বাড়ির সকলের মঙ্গল্যের জন্য দেবীকে মিষ্টি দিয়ে পূজা করেন। <ref>The Hindu Religious Year By Muriel Marion Underhill p.100</ref>
 
===মন্দির===
কর্ণাটকের [[কল্লুর]] শহরে মুকাম্বিকা দেবী মন্দির হল পার্বতীর একটি বিখ্যাত মন্দির।
 
==পাদটীকা==