পার্বতী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
২২ নং লাইন:
 
'''পার্বতী''' ([[সংস্কৃত ভাষা|সংস্কৃত]]: पार्वती) হলেন [[হিন্দুধর্ম|হিন্দু]] দেবী [[দুর্গা]]র একটি রূপ। তিনি [[শিব|শিবের]] স্ত্রী এবং [[আদি পরাশক্তি|আদি পরাশক্তির]] এক পূর্ণ [[অবতার]]। অন্যান্য দেবীরা তাঁর অংশ থেকে জাত, বা তাঁর অবতার। পার্বতী [[মহাশক্তি|মহাশক্তির]] অংশ। তিনি '''গৌরী''' নামেও পরিচিত। পার্বতী শিবের দ্বিতীয়া স্ত্রী। তবে তিনি শিবের প্রথমা স্ত্রী [[দাক্ষায়ণী|দাক্ষায়ণীরই]] অবতার। তিনি [[গণেশ]] ও [[কার্তিকেয়|কার্তিকের]] মা। কোনো কোনো সম্প্রদায়ে তাঁকে [[বিষ্ণু|বিষ্ণুর]] ভগিনী মনে করা হয়। পার্বতী [[হিমালয়|হিমালয়ের]] কন্যা। শিবের পাশে তাঁর যে মূর্তি দেখা যায়, সেগুলি দ্বিভূজা। তবে তাঁর একক মূর্তি চতুর্ভূজা, অষ্টভূজা বা দশভূজা হয়; এবং এই মূর্তিতে তাঁকে সিংহবাহিনী রূপে দেখানো হয়। সাধারণত তাঁকে দয়াময়ী দেবীর রূপেই দেখা হয়। তবে তাঁর কয়েকটি ভয়ংকরী মূর্তিও আছে। তাঁর দয়াময়ী মূর্তিগুলি হল কাত্যায়নী, মহাগৌরী, কমলাত্মিকা, ভুবনেশ্বরী ও ললিতা। অন্যদিকে তাঁর ভয়ংকরী রূপগুলি হল [[দুর্গা]], [[কালী]], [[তারা (দেবী)|তারা]], [[চণ্ডী]], [[দশমহাবিদ্যা]] ইত্যাদি।
==ব্যুৎপত্তি==
[[Image:Lalita statue.jpg|thumb|upright|চতুর্ভূজা [[ললিতা]] দেবীর রূপে পার্বতী, সঙ্গে তাঁর দুই পুত্র [[গণেশ]] ও স্কন্দ ([[কার্তিকেয়|কার্তিক]]), [[ওড়িশা]], ভারত, একাদশ শতাব্দীর ভাস্কর্য, [[ব্রিটিশ মিউজিয়াম|ব্রিটিশ মিউজিয়ামে]] রক্ষিত।{{British-Museum-db|1872,0701.54|id=251395}}.]]
"পার্বতী" শব্দের অর্থ "পর্বতের কন্যা"। পার্বতী পর্বতের রাজা [[হিমালয়|হিমালয়ের]] কন্যা বলে তাঁকে পার্বতী বলা হয়। হিমালয়ের কন্যা বলে তাঁর অন্য নাম "শৈলজা", "অদ্রিজা", "নগজা", "শৈলপুত্রী", "হৈমবতী", "গিরিজা" বা "গিরিজাপুত্রী"।<ref name="Kinsley p.41">Kinsley p.41</ref> কখনও কখনও পার্বতীকে "পবিত্রা"ও বলা হয়; কারণ, তাঁকে অপাপবিদ্ধা ও পবিত্র মনে করা হয়। [[শিব]] ও তাঁকে একত্রে শাক্ত সর্বোচ্চ ঈশ্বর [[আদি পরাশক্তি|আদি পরাশক্তির]] "সগুণ স্বরূপ" মনে করা হয়।
 
''[[শ্রীশ্রীচণ্ডী]]''-তে তাঁর অনেকগুলি নামের উল্লেখ আছে। এগুলির মধ্যে [[দুর্গা]], মহাশক্তি, অম্বিকা, গৌরী, [[ভৈরবী]], [[কালী]], উমা, [[ললিতা]], মাতৃ, মাহেশ্বরী, ভবানী ইত্যাদি উল্লেখযোগ্য।<ref>[http://ganesha.info/parvati.html]. Ganesha.info.</ref> [[ললিতা সহস্রনাম]] স্তবে পার্বতীর ১০০০টি নামের উল্লেখ আছে।
 
পার্বতীর সবচেয়ে বেশি পরিচিত দুটি নাম হল উমা ও অপর্ণা। কয়েকটি প্রাচীন ধর্মগ্রন্থে [[দাক্ষায়ণী|দাক্ষায়ণীকে]] উমা বলা হলেও, [[রামায়ণ|রামায়ণে]] পার্বতীকেই উমা বলা হয়েছে। ''[[হরিবংশ]]''-এ পার্বতীকে প্রথমে "অপর্ণা" বলে, পরে "উমা" বলা হয়েছে। অপর্ণা শব্দের অর্থ, যিনি ঘোর তপস্যা করেছেন। পার্বতীর মা মেনকা তাঁর তপস্যা দেখে বলেছিলেন, "উ মা" (আর না)। সেই থেকে পার্বতীর অপর নাম উমা।<ref name="Wilkins pp.240-1">Wilkins pp.240-1</ref>
অন্যদিকে পার্বতী একসঙ্গে "গৌরী" (গৌরবর্ণা দেবী) এবং "কালী" বা "শ্যামা" (কৃষ্ণবর্ণা দেবী) নামে অভিহিত হন। কারণ, তিনি শান্ত স্ত্রী উমা। কিন্তু বিপদের সময় ভয়ংকরী কালী দেবীতে রূপান্তরিত হন। এই দুই পরস্পর বিপরীত রূপ পার্বতীর দুই রকম প্রকৃতির কথা নির্দেশ করে। আবার "কামাক্ষ্মী" রূপে তিনি ভক্তির দেবী।
 
==পাদটীকা==
{{reflist|2}}