হুয়ান পাবলো দুয়ার্তে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+ 6টি বিষয়শ্রেণী হটক্যাটের মাধ্যমে
+
১৫ নং লাইন:
 
ডোমেনিকান প্রজতন্ত্র প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভূমিকার সম্মান জানিয়ে বিভিন্ন জায়গায় তার নামে কয়েকটি ল্যান্ডমার্ক স্থাপন করেছে; যেমন, ক্যারিবিয় সর্বোচ্চ পর্বতশৃঙ্ঞের নাম রাখা হয়েছে পিকো দুয়াতে তার নাম অনুসারে। তেমনি নিউইয়র্ক শহরের জুয়ান পাবলো দুয়ার্তে স্কয়ার ও আরো অনেক স্থাপনা।
 
==প্রারম্ভিক জীবন==
দুয়ার্তে ইসপানা বোবা সময়কালে কেপ্টেন্সি জেনারেল অফ সান্তো ডোমিংগোর সান্তো ডোমিংগোতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জোয়ান হোজে দুয়ার্তে এবং তিনি ছিলেন স্পেনের কাডিজ শহরের ভেজের দে লা ফ্রন্তেরারর বাসিন্দা। তার মায়ের নাম ম্যনুয়েল দিয়েজ জিমিনেজ ও তিনি এল সেবুর বাসিন্দা ছিলেন। জিমিনেজ ছিলেন স্প্যানিশ বাবা ও ডোমিনিকান মাতার সন্তান। ১৮০২ সালে হোজে দুয়ার্তে ও জিমিনেজ অভিবাসী হয়ে সান্তো ডোমিংগো থেকে পুয়ের্তো রিকোর মায়াগাজে চলে আসেন। পূর্ববর্তী দিনগুলোতে দ্বীপের ঔপনিবেশিক অভিজ্ঞতায় এই স্থানান্তরের বিষয়টি দৃশ্যমান হতে শুরু করে, যখন সেন্ট ডোমিনজের গভর্নর (বর্তমান হাইতি, পূর্বে হিসপানিওলার শেষ পশ্চিমাংশ ও ফ্রান্সের উপনিবেশ) তুসেইন্ট লুভার্চার সান্তো ডোমিংগোর নিয়ন্ত্রন নেন (দ্বীপের পূর্বাংশের দুই তৃতীয়াংশ)। এসময় ফ্রান্স ও ডোমিনজে সামগ্রিক সামাজিক আন্দোলন গড়ে তোলে যা ফ্রান্স বিপ্লব ও হাইতি বিপ্লব নামে পরিচিত। পরবর্তীতে দুয়ার্তে পরিবার ১৮০৯ সালে সান্তো ডোমিংগোতে ফিরে আসেন।
 
==তথ্যসূত্র==