সম্পাদনা সারাংশ নেই
অ (বট: আন্তঃউইকি সংযোগ স্থানান্তর করেছে, যা এখন উইকিউপাত্তের - d:q486839 এ রয়েছে) |
সম্পাদনা সারাংশ নেই |
||
{{মূল|জাতীয় সংসদ}}
বাংলাদেশের [[জাতীয় সংসদ|জাতীয় সংসদের]] সদস্যগণ সংসদে প্রতিনিধিত্ব করে থাকেন। তাঁরা প্রতি পাঁচ বৎসর অন্তর সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং তাদেরকেও 'এমপি' বা 'মেম্বার অব পার্লামেন্ট' বা 'সংসদ সদস্য' হিসেবে আখ্যায়িত করা হয়। সংসদে দেশের বিভিন্ন এলাকা থেকে ৩৪৫ জন সংসদ সদস্য প্রতিনিধিত্ব করেন। তন্মধ্যে ৪৫ জন সংরক্ষিত আসন থেকে মহিলা সদস্য। সাংসদদের নামের শেষে এমপি লেখা হয়। যেমনঃ বর্তমান
[[বাংলাদেশের সংবিধান]] অনুযায়ী সরকার প্রধান হিসেবে [[বাংলাদেশের প্রধানমন্ত্রী|প্রধানমন্ত্রীকে]] অবশ্যই 'সংসদ সদস্য' হিসেবে নির্বাচিত হতে হয়।
|