ভো নগুয়েন গিয়াপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী সংযোগ করা হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{Infobox military person
|name= ভো- নগুয়েন গিয়াপ
|birth_date={{birth date|1911|8|25|df=y}}
|death_date={{death date and age|2013|10|4|1911|8|25|df=y}}
৩৬ নং লাইন:
}}
 
'''ভো- নগুয়েন গিয়াপ''' (জন্ম: [[২৫ আগস্ট]], [[১৯১১]]- মৃত্যুঃ [[৪ অক্টোবর]], [[২০১৩]]) একজন ভিয়েতনামী রাজনীতিবিদ এবং ভিয়েতনাম গণফৌজের একজন জেনারেল। ইনি ভিয়েতনামের জাতীয় মুক্তিযুদ্ধে সে দেশের মহান নেতা [[হো চি মিন|হো চি মিনের]] এর সহচর ছিলেন।

==প্রাথমিক জীবন==
তিনি কুয়াং বিন প্রদেশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ভো নঘিয়েম এবং মাতার নাম নগুয়েন থি কিয়েন। ১৪ বছর বয়সে নগুয়েন [[হাইফং]] পাওয়ার কোম্পানিতে বার্তাবাহকের চাকুরি নেন এবং তার কিছুদিন পরেই [[তান ভিয়েত বিপ্লবী পার্টি]]তে যোগ দেন। হ্যানয় বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র গিয়াপ ১৯৩৭ সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

==কর্মজীবন==
এই মহান বীর, গণমানুষের নেতা তার সময়ে পরিস্থিতির প্রয়োজনে জীবনে অনেকগুলো যুদ্ধে অংশ নিয়েছেন। তার অংশগ্রহণ করা যুদ্ধগুলোর মধ্যে রয়েছে ১৯৫৪ সালের বিখ্যাত [[দিয়েন বিয়েন ফু]] গেরিলা যুদ্ধ, যেটি ফরাসীদেরকে ঐ অঞ্চল থেকে পাততাড়ি গুটিয়ে সটকে পড়তে বাধ্য করে এবং ১৯৫৪ থেকে ১৯৭৫ পর্যন্ত দীর্ঘমেয়াদী ভিয়েতনাম যুদ্ধ (ভিয়েতনামবাসী যেটাকে বলেন আমেরিকান যুদ্ধ), যে যুদ্ধে আমেরিকানরা ওই অঞ্চল থেকে হাত গুটিয়ে নিতে বাধ্য হয়। যুদ্ধ দুটি ছিল তার ও তার সঙ্গীদেরকে বিশ্ব ইতিহাসে আগামী বহুকাল যাবত মহান বীরের মর্যাদাদানকারী হিসাবে শ্রেষ্ঠ বীরত্বপূর্ণ। ১৯৭৬ সালে তাকে ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি ১৯৮২ সালে দায়িত্ব থেকে অবসর নেন। ২০০৫ সালে সায়গন পতনের ৩০তম বার্ষিকীতে এসোসিয়েটেড প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে গিয়াপ বলেন; সাম্রাজ্যবাদের কবল থেকে জাতীয় মুক্তির লড়াইয়ে এত ভয়ঙ্কর ও ক্ষয়ক্ষতিসম্পন্ন আর কোন যুদ্ধ ইতিহাসে নেই। তথাপি আমরা এখনো যুদ্ধ করে চলেছি আমাদের ভিয়েতনামের জন্য, মুক্তি এবং স্বাধীনতার চেয়ে বড় এবং মূল্যবান আর কিছু নেই।
 
==বহিঃসংযোগ==