গ্রীষ্মকালীন অলিম্পিকে টেনিস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+
Suvray (আলোচনা | অবদান)
ইতিহাস
৫ নং লাইন:
| mixedevents = 1
}}
'''গ্রীষ্মকালীন অলিম্পিকে টেনিস''' ({{lang-en|ইংরেজি: Tennis at the Summer Olympics}}) প্রতি চার বৎসর অন্তর অনুষ্ঠিত [[গ্রীষ্মকালীন অলিম্পিক|গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের]] অন্যতম [[ক্রীড়া]] বিষয়রূপে চিহ্নিত। [[১৮৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিক|১৮৯৬]] সালের অলিম্পিক গেমসের উদ্বোধনী আসরে এ খেলাটির অন্তর্ভূক্তি হয়। মহিলাদের [[টেনিস]] বিষয়টি আনুষ্ঠানিকভাবে [[১৯০০ গ্রীষ্মকালীন অলিম্পিক|১৯০০]] সালের অলিম্পিকে প্রথমবারের মতো যুক্ত করা হয়। কিন্তু [[১৯২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক|১৯২৪]] সালের অলিম্পিকে [[আন্তর্জাতিক টেনিস ফেডারেশন|আন্তর্জাতিক লন টেনিস ফেডারেশন]] ও [[আন্তর্জাতিক অলিম্পিক কমিটি|আন্তর্জাতিক অলিম্পিক কমিটির]] মধ্যকার [[সৌখিন খেলোয়াড়|সৌখিন খেলোয়াড়দের]] [[প্রতিযোগিতা|প্রতিযোগিতায়]] অংশগ্রহণের বিষয়ে মতানৈক্য ঘটায় পরবর্তী আসরগুলো থেকে টেনিস বাদ দেয়া হয়।<ref>{{cite web | author=Soltis, Greg | date=July 27, 2012 | url=http://www.livescience.com/2782-olympic-events-history.html | title=Olympic Events Through History | publisher=[[LiveScience]] | accessdate=2012-08-01}}</ref><ref>{{cite news | author=Williams, Wythe | date=July 27, 1928 | url=http://select.nytimes.com/gst/abstract.html?res=F40C16FB3D5B12718DDDAE0A94DF405B888EF1D3 | title=SOCCER AND TENNIS BARRED IN OLYMPICS | publisher=[[The New York Times]] | accessdate=2012-08-01}}</ref> পরবর্তীতে [[১৯৬৮ গ্রীষ্মকালীন অলিম্পিক|১৯৬৮]] ও [[১৯৮৪ গ্রীষ্মকালীন অলিম্পিক|১৯৮৪]] সালের অলিম্পিকে [[demonstration sport|প্রদর্শিত ক্রীড়া]] বিষয় হিসেবে ঠাঁই দেয়া হয়।<ref>{{cite web | url=http://www.itftennis.com/olympics/history/history/overview.aspx | title=Olympic Tennis Event - History: Overview | publisher=[[International Tennis Federation]] | accessdate=2012-08-01}}</ref> এরপর [[১৯৮৮ গ্রীষ্মকালীন অলিম্পিক|১৯৮৮]] সালের অলিম্পিকে পূর্ণাঙ্গ [[পদক|পদকের]] ক্রীড়া হিসেবে অন্তর্ভূক্ত হয়ে অদ্যাবধি অনুষ্ঠিত হচ্ছে।<ref>{{cite web | url=http://www.nytimes.com/1981/10/02/sports/2-more-olympic-games.html | title=2 More Olympic Games | publisher=[[The New York Times]] | date=October 2, 1981 | accessdate=2012-08-01}}</ref>
 
লন্ডনে অনুষ্ঠিত ২০১২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের টেনিসে বর্তমান চ্যাম্পিয়নধারী হিসেবে রয়েছেন - পুরুষ এককে [[Andy Murray|অ্যান্ডি মারে]], প্রমিলা এককে [[Serena Williams|সেরেনা উইলিয়ামস]]; পুরুষ দ্বৈতে [[Bob Bryan|বব ব্রায়ান]]-[[Mike Bryan|মাইক ব্রায়ান]], প্রমিলা দ্বৈতে [[সেরেনা উইলিয়ামস]]-[[ভেনাস উইলিয়ামস]] এবং মিশ্র দ্বৈতে [[ভিক্টোরিয়া আজারেঙ্কা]]-[[Max Mirnyi|ম্যাক্স মিরনি]]।
 
== ইতিহাস ==
১৮৯৬, ১৯০০, ১৯০৪, ১৯৮৮ ও ১৯৯২ সালের আসরের টেনিস বিষয়ে সেমি-ফাইনালে পরাজিত খেলোয়াড়দেরকে ব্রোঞ্জপদক দেয়া হয়েছে। অন্যান্য আসরে ব্রোঞ্জপদকের জন্য ৩য় স্থান নির্ধারণী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। [[২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিক|২০০৪]] সালের এথেন্স অলিম্পিক থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে [[পেশাদার টেনিস সংস্থা|এটিপি]] এবং [[ওম্যান’স টেনিস অ্যাসোসিয়েশন|ডব্লিউটিএ]] কর্তৃপক্ষ তাদের বিশ্ব র‌্যাঙ্কিং প্রথায় যুক্ত করেছে।
 
বিভিন্ন আসরে খেলার মাঠের প্রকৃতি ভিন্নতর হয়েছে। ১৯৮৪ থেকে প্রত্যেক আসরে ([[hard court|হার্ড কোর্টে]]) অনুষ্ঠিত হলেও ব্যতিক্রম ছিল ১৯৯২ ([[clay court|ক্লে কোর্ট]]) ও ২০১২ ([[grass court|গ্রাস কোর্ট]]) সালের আসরে। মাঠের পরিবর্তনের ফলে খেলোয়াড়েরা সুবিধা-অসুবিধার মুখোমুখি হন, যান অলিম্পিকের অন্য কোন ক্রীড়ায় দেখা যায় না।
 
== তথ্যসূত্র ==