অ্যালান অক্টোভিয়ান হিউম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+
সম্পাদনা সারাংশ নেই
৩৫ নং লাইন:
 
ভারতে আগমণের মাত্র নয় বছর পর হিউম ১৭৫৭ সালের [[সিপাহি বিদ্রোহ]] প্রত্যক্ষ করেন। বিদ্রোহ দমনে তিনি বেশ কয়েকটি সেনা অভিযানে অংশগ্রহণ করেন এবং বিদ্রোহ দমনে তার সাফল্যের জন্য ১৮৬০ সালে তিনি ''অর্ডার অফ দ্যা বাথ'' পদকে ভূষিত হন। হিউমের কর্মস্থল ইতওয়া বিদ্রোহের অন্যতম কেন্দ্রবিন্দু [[মিরাট|মিরাটের]] বেশ কাছাকাছি হলেও প্রথম দিকে তিনি বেশ নিরাপদেই ছিলেন। পরবর্তীতে তিনি ছয় মাসের জন্য [[আগ্রা]] দুর্গে আশ্রয় নিতে বাধ্য হন।<ref>Wedderburn (1913):11-12</ref> ১৮৫৮ সালে তিনি যখন পুনরায় দায়িত্ব গ্রহণ করেন, তখন একজন ভারতীয় কর্মকর্তা ছাড়া আর কেউই তার অনুগত ছিল না। তিনি অনুগত ভারতীয় সেনাদের নিয়ে ৬৫০ সদস্যবিশিষ্ট একটি আধাসামরিক বাহিনী গঠন করেন এবং তাদের নিয়ে কাজে নামেন। বিদ্রোহ দমনে ব্রিটিশদের অদক্ষতা এবং তাদের ‘ক্ষমা ও সহিষ্ণুতার নীতি’র ব্যাপক সমালোচনা করেন।<ref name=DNB>{{cite book|author=Moulton, Edward C. |chapter=Hume, Allan Octavian (1829–1912)|title=Oxford Dictionary of National Biography|publisher=Oxford University Press|year=2004|url= http://www.oxforddnb.com/view/article/34049}}</ref>
 
জেলা কর্মকর্তা হিসেবে দায়িত্বপালনকালে শুরুর দিকে তিনি অবৈতনিক প্রাথমিক শিক্ষা চালু করার চে্টা করেন। এছাড়া তিনি "লোকমিত্র" নামে স্থানীয় একটি পত্রিকা প্রকাশের উদ্যোগ নেন।
 
১৮৫৩ সালে তিনি মেরি অ্যান গ্রিন্ডালের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।<ref name="moulton">{{cite book|author=Moulton, Edward |year=2003|title=The Contributions of Allan O. Hume to the Scientific Advancement of Indian Ornithology| title=Petronia: Fifty Years of Post-Independence Ornithology in India|editors=J. C. Daniel and G. W. Ugra|publisher=BNHS, Bombay & Oxford University Press, New Delhi|pages=295–317}}</ref>
 
==তথ্যসূত্র==