ভিক্টর অরবান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
৩৭ নং লাইন:
 
== রাজনৈতিক জীবন ==
সমাজতন্ত্র বিরোধী সংগঠন ফিদেজের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন তিনি। অক্সফোর্ডে থাকাকালীন ১৯৮৯ সালের জুনে সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৫৬ সালের [[হাঙ্গেরীয় বিপ্লব|হাঙ্গেরীয় বিপ্লবের]] নেতা [[Imre Nagy|ইম্রে নাগি’র]] স্মরণে বক্তৃতা প্রদান করে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে তিনি হাঙ্গেরি থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার ও মুক্ত নির্বাচনের আহ্বান জানান। ১৯৯১ সালের মাঝামাঝি সময়ে সকল সোভিয়েত সেনা প্রত্যাহার করা হয়েছিল।
[[Fidesz|ফিদেজ-হাঙ্গেরিয়ান সিভিক ইউনিয়নের]] নেতৃত্বে রয়েছেন আরবান। ২০১০ সালে অনুষ্ঠিত হাঙ্গেরির সংসদ নির্বাচনে [[Christian Democratic People's Party (Hungary)|ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পিপল’স পার্টির]] সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে। ৫২.৭৩% শতাংশ ভোট পেয়ে দুই-তৃতীয়াংশ আসন লাভের মাধ্যমে সরকার গঠন করে।
 
১৯৯০ সালে হাঙ্গেরির জাতীয় পরিষদে প্রথমবারের মতো নির্বাচিত হন। এ নির্বাচনে দল স্বল্পসংখ্যক আসন লাভ করে। ১৯৯৩ সাল থেকে [[Fidesz|ফিদেজ-হাঙ্গেরিয়ান সিভিক ইউনিয়নের]] নেতৃত্বে রয়েছেন আরবান। ১৯৯৪ সালে তাঁর দল আরো কম আসন পায়। ভোটারদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে দলকে মধ্য-ডানপন্থীতে রূপান্তরিত করতে মধ্য-ডানপন্থী দলের সাথে জোট বাঁধেন। ১৯৯৮ সালের নির্বাচনে ফিদেজ ও জোট দলগুলো সংসদে বৃহৎসংখ্যক আসন পায়। ফিদেজ ও অন্য দু’টি দল জোট সরকার গঠন করে। এতে অরবান প্রধানমন্ত্রী হন ও একদল তরুণ মন্ত্রীকে সরকারে অন্তর্ভূক্ত করেন যাদের পূর্বেকার সরকারের সাথে সম্পৃক্ততা ছিল না। তিনি হাঙ্গেরিকে [[মুক্ত-বাজার অর্থনীতি|মুক্ত-বাজার অর্থনীতির]] দিকে নিয়ে যান। একই সময়ে তিনি ইউরোপ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৯৯ সালে [[ন্যাটো|ন্যাটোতে]] হাঙ্গেরির প্রবেশ নিশ্চিত করেন।
 
[[Fidesz|ফিদেজ-হাঙ্গেরিয়ান সিভিক ইউনিয়নের]] নেতৃত্বে রয়েছেন আরবান। ২০১০ সালে অনুষ্ঠিত হাঙ্গেরির সংসদ নির্বাচনে [[Christian Democratic People's Party (Hungary)|ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পিপল’স পার্টির]] সাথে জোটবদ্ধ হয়ে [[নির্বাচন]] করে। ৫২.৭৩% শতাংশ ভোট পেয়ে দুই-তৃতীয়াংশ আসন লাভের মাধ্যমে সরকার গঠন করে।
 
== তথ্যসূত্র ==