বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Snthakur (আলোচনা | অবদান)
ফিরতি বার্তা - শোভাবাজার নাট মন্দির
৩৬৪ নং লাইন:
{{talkback|উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/নাট মন্দির|ts=০১:৫৯, ২১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)}}
[[ব্যবহারকারী:NahidSultan|যুদ্ধমন্ত্রী]] ([[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]) ০১:৫৯, ২১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
 
::সুপ্রিয় যুদ্ধমন্ত্রী ভাই,
 
::'''শোভাবাজার নাট মন্দির''' নামক স্থাপত্যটির ব্যাপারে আপনার দেখা কলিকাতা পৌরসংস্থা আইন ১৯৮০ এটিকে খুঁজে না পাওয়ার যুক্তিকে সুজাসুজি যেমন তা "সঠিক নয়"একথা বলতে পারিছি না তেমন আপনার পর্যবেক্ষণ যে সঠিক তাও বলতে পারিনা। সংশ্লিষ্ট পৌরসংস্থা আইনটিই মনে হয় এই নাট মন্দিরের উল্লেখযোগ্যতা সম্পর্কে যথেষ্ট।
 
::আমার যুক্তি এই যে,আলচ্য পৌরসংস্থা আইনে শোভাবাজার নাট মন্দির ও শোভাবাজার রাজবাড়িকে এক সাথে মিলিয়ে কেবল শোভাবাজার রাজবাড়ি লেখা থাকলেও লক্ষ করে দেখবেন যে including gateway লেখা আছে এবং ঐ স্থানটিকে তিনটে আলাদা আলাদা ঠিকানা ও তিনটে আলাদা আলাদা সংখ্যাগোষ্ঠী দ্বারা দেখান হয়েছে। কারন,শোভাবাজার নাট মন্দির ঐ রাজবাড়ির প্রকৃত অংশ নয় বরং তৎকালীন শোভাবাজার রাজার মালিকানাধীন অংশ,বর্তমানে রাজপ্রথা আর নেই,এওবস্থায় সুবিধারজন্য তৎকালীন শোভাবাজার রাজার মালিকানাধীন সমগ্র অংশকে এক কথায় শোভাবাজার রাজবাড়ি বলা হয়ে থাকলেও স্থাপত্য দুটির ঐতিহাসিক মর্যাদার দিকে বিচার করে বললে এইভাবে বলা ঠিক হবেনা। শোভাবাজার নাট মন্দির ও রাজবাড়ি -এই দুটি নিকটবর্তি কিন্তু আলাদা আলাদা মর্যাদা সম্পন্য স্থাপত্য যাদের ঠিকানা ও অবস্থানও আলাদা আলাদা ।
 
::বর্তমানে শোভাবাজার রাজবাড়ির দুর্গাপূজা কলকাতার প্রাচীন দুর্গাপূজা গুলির অন্যতম সেকারণে শোভাবাজার রাজবাড়ি উল্লেখযোগ্য,কিন্তু শোভাবাজার নাট মন্দির ঐ একি কারনে উল্লেখযোগ্য নয় বরং কলকাতা শহরের প্রতিষ্ঠা দিবসে সুতানুটি উৎসব ও কলকাতা সমন্ধিয় অন্যান্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই নাট মন্দিরে অনুষ্ঠিত হওয়ার জন্য এটি আলাদা ভাবে উল্লেখযোগ্যতা রাখে। আমার আলাপের পাতায় "নাট মন্দির নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা " নামক আলোচনায় আমার দেওয়া উত্তরের সমস্ত লিঙ্কগুলি দেখলে এব্যাপারটা আরও পরিষ্কার হবে।
 
::আমার মতে শোভাবাজার রাজবাড়ি ও শোভাবাজার নাট মন্দির এই দুটির নামে আলাদা আলাদা ভাবে উইকিপিডিয়ায় নিবন্ধ থাকার যৌক্তিকতা আছে। শোভাবাজার রাজবাড়ি নিবন্ধের সাথে শোভাবাজার নাট মন্দির মিশিয়ে দিলে স্থাপত্যটির প্রকৃত মর্যাদা দেওয়া হবেনা।
 
::[[User:Snthakur|Snthakur ( সৌমেন্দ্র নাথ ঠাকুর )]] ([[User talk:Snthakur|আলাপ]]) ২১:১৩, ২১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)