নীলশির: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
+
২৭ নং লাইন:
}}
 
'''নীলশির''' ([[বৈজ্ঞানিক নাম]]: ''Anas platyrhynchos'') বা '''নীলমাথা হাঁস''' [[Anatidae]] (অ্যানাটিডি) [[গোত্র (জীববিদ্যা)|গোত্র]] বা [[পরিবার (জীববিদ্যা)|পরিবারের]] অন্তর্গত ''[[Anas]]'' (আনুস) [[গণ (জীববিদ্যা)|গণের]] অন্তর্ভূক্ত এক [[প্রজাতি|প্রজাতির]] বড় আকারের হাঁস।<ref name="রেজা">{{cite book | title=বাংলাদেশের পাখি | publisher=বাংলা একাডেমী | author=রেজা খান | year=২০০৮ | location=ঢাকা | pages=১১৬ | isbn=9840746901}}</ref><ref name="এশিয়াটিক">{{cite book | title=বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: পাখি, খণ্ড: ২৬ | publisher=বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি | author=জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.) | year=২০০৯ | location=ঢাকা | pages=২৭}}</ref> পাখিটি [[বাংলাদেশ]], [[ভারত]] ছাড়াও [[উত্তর আমেরিকা]], [[দক্ষিণ আমেরিকা]], [[ইউরোপ]], [[উত্তর আফ্রিকা]] ও [[এশিয়া|এশিয়ার]] বিভিন্ন দেশে দেখা যায়। [[নিউজিল্যান্ড]] ও [[অস্ট্রেলিয়া|অস্ট্রেলিয়ায়]] প্রজাতিটি অবমুক্ত করা হয়েছে। নীলশিরের বৈজ্ঞানিক নামের অর্থ ''চওড়াঠুঁটি হাঁস'' ([[লাতিন ভাষা|লাতিন]]: ''anus'' = হাঁস; [[গ্রিক ভাষা|গ্রিক]] = ''platurhunkhos'' = প্রশস্ত ঠোঁট)।<ref name="এশিয়াটিক"/> [[বিশ্বজনীন বিস্তৃতি|বিশ্বজনীন প্রজাতি]] হিসেবে সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এরা বিস্তৃত, প্রায় ২ কোটি ২৫ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস।<ref name="BI">{{cite web | url=http://www.birdlife.org/datazone/speciesfactsheet.php?id=435 | title= Mallard, ''Anas platyrhynchos'' | publisher=[[BirdLife International]] | accessdate=2013-09-18}}</ref> বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই কমছে, তবে এখনও আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে [[আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ|আই. ইউ. সি. এন.]] এই প্রজাতিটিকে [[ন্যূনতম বিপদগ্রস্ত]] বলে ঘোষণা করেছে।<ref name="iucn"/> [[বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ) (সংশোধিত) আইন, ১৯৭৪|বাংলাদেশের বন্যপ্রাণী আইনে]] এ প্রজাতিটি সংরক্ষিত।<ref name="এশিয়াটিক"/> সারা পৃথিবীতে আনুমানিক ১ কোটি ৯০ লক্ষের কম নীলশির হাঁস রয়েছে।<ref name="Delany">Delany, S.; Scott, D., ''Waterbird population estimates'' (The Netherlands: Wetlands International, Wageningen, 2006).</ref>
 
পুরুষ নীলশিরের (হাঁসা) মাথা চকচকে সবুজ এবং ডানা ও পেট ধূসর রঙের। স্ত্রী হাঁসের দেহ মেটে রঙের, তাতে ছোট ছোট বাদামী ফোঁটা থাকে। নীলশির জলাশয় ও তার আশেপাশে দলবদ্ধভাবে বসবাস করে। ছোট প্রাণী ও জলজ উদ্ভিদ এর প্রধান খাদ্য। আমাদের [[গৃহপালিত হাঁস|গৃহপালিত হাঁসের]] অধিকাংশ প্রজাতির পূর্বপুরুষ এই নীলশির হাঁস।<ref>[http://digimorph.org/specimens/anas_platyrhynchos/skull/ '&#39;Anas platyrhynchos'&#39;, Domestic Duck; DigiMorph Staff – The University of Texas at Austin]. Digimorph.org. Retrieved on 2012-08-23.</ref>
 
==তথ্যসূত্র==