স্কোয়াশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
বিবরণ
১৬ নং লাইন:
| olympic=না। তবে, ভবিষ্যতের অলিম্পিক ক্রীড়ায় অন্তর্ভূক্ত হবার সম্ভাবনা রয়েছে
}}
'''স্কোয়াশ''' ({{lang-en|Squash}}) এক ধরণের উচ্চগতিসম্পন্ন [[র‌্যাকেট (ক্রীড়া)|র‌্যাকেট]] [[ক্রীড়া]]। স্বচ্ছ কাঁচের চার-দেয়ালবিশিষ্ট ইনডোর অথবা আউটডোর কোর্টে দুইজন [[খেলোয়াড়]] র‌্যাকেট ও বল নিয়ে একে-অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হন। এ ক্রীড়াটির উদ্ভব ঘটেছে আনুমানিক ১৮৩০ খ্রিস্টাব্দে। বিশ্বব্যাপী এ ক্রীড়াটির সর্বোচ্চ [[ক্রীড়া পরিচালনা সংস্থা|নীতি-নির্ধারক প্রতিষ্ঠান]] হিসেবে রয়েছে [[বিশ্ব স্কোয়াশ ফেডারেশন]]।
 
[[পাকিস্তান|পাকিস্তানের]] [[জাহাঙ্গীর খান]] স্কোয়াশ ক্রীড়ার ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়ে আসছেন।<ref>{{cite web|url=http://www.squashsite.co.uk/olympics4.htm|title=Greatest player|publisher=[[Squashsite]]|accessdate=2 March 2010}}</ref><ref>[http://www.independent.co.uk/sport/squash-jahangir-injury-hastens-final-exit-1553408.html Jahangir injury hastens final exit], ''The Independent'', 24 September 1992</ref><ref>[http://news.webindia123.com/news/Articles/Sports/20080826/1037474.html Jahangir Khan hopes for squash's 2016 Olympic debut], Webindia123.com, 26 August 2008</ref> [[মালয়েশিয়া|মালয়েশিয়ার]] [[পেনাং|পেনাংয়ে]] [[জন্ম|জন্মগ্রহণকারী]] বিখ্যাত ও পেশাদার খেলোয়াড় [[নিকোল ডেভিড]] বর্তমানে [[উইসপা বিশ্বের ১নং খেলোয়াড়ের তালিকা|বিশ্বের ১নং প্রমিলা স্কোয়াশ খেলোয়াড়ের]] মর্যাদা উপভোগ করছেন।
 
== বিবরণ ==
ক্ষুদ্রাকৃতি [[স্কোয়াশ বল|স্কোয়াশ বলের]] ব্যাস প্রায় ১.৭৫ ইঞ্চি বা ৪.৪ সেন্টিমিটার। [[র‌্যাকেট]] দৈর্ঘ্যে ২৭ ইঞ্চি বা ৬৮.৬ সেন্টিমিটার হয়ে থাকে।
একক ক্রীড়ায় দুইজন অথবা দ্বৈত ক্রীড়ায় চারজন খেলোয়াড় স্কোয়াশে অংশগ্রহণ করে থাকেন। অধিকাংশ ব্যক্তিই নরমাকৃতির বল বা ইংলিশ স্কোয়াশ খেলে থাকেন। শক্তবল সহযোগে আমেরিকান স্কোয়াশ [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রের]] কিছু অংশে খেলা হয়। নরমবলের তুলনায় শক্তবল বেশ প্রাণবন্ত। এ কারণে খেলার ধরণ ও কৌশল পৃথক হয়ে থাকে।
 
খেলোয়াড়গণ ক্ষুদ্রাকৃতি রাবার দিয়ে তৈরী স্কোয়াশ বলে র‌্যাকেট দিয়ে আঘাত করেন। বলটিকে অবশ্যই সম্মুখের দেয়ালে নীচের অংশ বা টেলটেলের উপরে কিন্তু ঊর্ধ্বাংশ বা ফ্রন্ট ওয়াল লাইনের নীচে পাঠাতে হবে। এরফলে বলটি পার্শ্ববর্তী ও পিছনের দেয়ালের সীমানার লাল অংশ স্পর্শ করতে পারবে। শুরুতে খেলোয়াড়কে অবশ্যই বলকে সার্ভিস লাইনের উপরে আঘাতের পাশাপাশি সার্ভিস কোর্ট-লাইনের পিছনে পাঠানোর সক্ষমতা অর্জন করতে হবে।
 
ক্ষুদ্রাকৃতি [[স্কোয়াশ বল|স্কোয়াশ বলের]] ব্যাস প্রায় ১.৭৫ ইঞ্চি বা ৪.৪ সেন্টিমিটার। [[র‌্যাকেট]] দৈর্ঘ্যে ২৭ ইঞ্চি বা ৬৮.৬ সেন্টিমিটার হয়ে থাকে।
 
== তথ্যসূত্র ==