স্লথ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারন
সম্পাদনা সারাংশ নেই
২২ নং লাইন:
স্লথ হল এক প্রকার [[স্তন্যপায়ী]] খেচর জীব। এদের সচরাচর মধ্য এবং [[দক্ষিন আমেরিকা|দক্ষিন আমেরিকার]] ক্রান্তীয় বনাঞ্চলে দেখা যায়। ইংরেজী sloth শব্দের অর্থ হল অলস। এই স্লথরা অনেক ধীরে নরাচড়া ও চলাফেরা করে তাই এদের নাম দেওয়া হয়েছে স্লথ বা অলস। স্লথদের পূর্বপূরুষরা ছিল প্রাগৈতিহাসিক প্রাণী যার আকার একটি প্রমান আকারের হাতির চেয়ে বড়।
 
স্লথরা অন্যান্য পরজীবি প্রানীর জন্য আদর্শ আবাসস্থল। এরা লম্বা এবং ঘন লোমে আবৃত থাকে এই কারনে ক্রান্তীয় বর্ষাবনের ভেজা আবহাওয়ার ফলে এদের শরীরে মথ, গুবরে পোকা, কৃমি, ফাংগি এবং উকুন বাসা বেধে থাকে।
==শরীরবৃত্তি==
 
স্লথরা সচরাচর তৃণভোজী হয়ে থাকে এবং গাছের কচি পাতা, কুড়ি, কচি ডাল এবং ফল খেয়ে বেঁচে থাকে তবে কিছু কিছু প্রজাতীর স্লথ ছোট ছোট পোকামাকড় এবং ছোট আকারের সরিশৃপও খেয়ে থাকে। সম্প্রতি দুই নখ বিশিষ্ট স্লথকে খোলা টয়লেট থেকে মানুষের মল খেতে দেখা গেছে। বৃক্ষচারী এই প্রানীরা অসাধারন অভিযোজন ক্ষমতার প্রদর্শন করেছে। এরা লতা পাতা এবং কচি ডালপালা খেয়ে অভ্যস্ত, তবে এগুলো হজম করে শক্তির উৎপাদন করা অত্যন্ত জটিল প্রক্রিয়া এবং এই সমস্ত তৃণ জাতীয় খাদ্য থেকে খুবই কম শক্তি পাওয়া যায়। তাই স্লথরা অত্যন্ত ধীরে নড়াচড়া ও চলাফেরা করে শক্তির অপচয় রোধ করে। তৃণ জাতীয় খাদ্য থেকে পর্যাপ্ত পরিমান শক্তি পেতে এদের পাকস্থলি বিশেষভাবে বিকশিত হয়েছে। বিশাল আকৃতির একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট পাকস্থলিতা খাদ্য খুব ধীরে ধীরে হয় যার ফলে খাদ্য থেকে সমস্ত খাদ্যগুন বের করে নেওয়া সম্ভব হয়। একবার খাদ্য গ্রহন করার পর হজম হয়ে প্রায় এক মাস লেগে যায়। এই পরিপাক প্রনালীর জন্য এদের পাকস্থলি শরীরের দুই তৃতীয়াংশ যায়গা দখল করে থাকে।
==বাস্তুসংস্থান==
==উৎপত্তি==
==তথ্যসূত্র==
{{reflist}}
==বহিঃসংযোগ==
'https://bn.wikipedia.org/wiki/স্লথ' থেকে আনীত