কেভিন রাড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
প্রারম্ভিক জীবন!
৬৯ নং লাইন:
}}
'''কেভিন রুড''' ({{lang-en|Kevin Rudd}}; [[জন্ম]]: [[২১ সেপ্টেম্বর]], [[১৯৫৭]]) কুইন্সল্যান্ড প্রদেশের ন্যাম্বারে জন্মগ্রহণকারী [[অস্ট্রেলিয়া|অস্ট্রেলিয়ার]] বিশিষ্ট [[রাজনীতিবিদ]]। অস্ট্রেলিয়ার [[অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী|বর্তমান প্রধানমন্ত্রীর]] দায়িত্বপালনের পাশাপাশি অস্ট্রেলীয় লেবার পার্টির দলনেতা হিসেবে রয়েছেন তিনি। ২০০৭ থেকে ২০১০ সময়কালেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ১৪ সেপ্টেম্বর, ২০১০ থেকে ২২ ফেব্রুয়ারি, ২০১২ তারিখ পর্যন্ত দায়িত্বে ছিলেন। অস্ট্রেলিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বিষয়ে অধ্যয়ন করেন। ইংরেজির পাশাপাশি চীনা ভাষায়ও কথা বলতে পারেন রাড। অস্ট্রেলীয় সরকারের [[কূটনীতিবিদ]] হিসেবে সুইডেন ও চীনে বসবাস করেন।
 
== প্রারম্ভিক জীবন ==
আলবার্ট ও মার্গারেট দম্পতির চার সন্তানের মধ্যে রাড সর্বকনিষ্ঠ [[সন্তান]] হিসেবে জন্মগ্রহণ করেন। ইউমান্ডির কাছাকাছি একটি [[দুগ্ধ খামার|দুগ্ধ খামারে]] বড় হন।<ref>Macklin 2007</ref> শৈশবে বাতজনিত রোগে জ্বর হয় তাঁর। এরফলে হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হয় ও অস্ত্রোপচারে ভাল্ব পরিবর্তন করতে হয়। খামারে অবস্থানকালীন [[ঘোড়া]] ও [[বন্দুক|বন্দুকের]] ব্যবহার শিখেন যা পরবর্তীকালে তাঁকে ঘোড়ায় চড়তে ও লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে গুলি করতে সহায়তা করে।<ref>[http://www.smh.com.au/articles/2008/09/19/1221331152219.html "PM reveals inner cowboy". The Sydney Morning Herald. 19 September 2008. Retrieved 19 September 2008.]</ref> ১১ বছর বয়সে কাউন্টি পার্টির সদস্য বাবা মারা যান। রাডের ভাষায়, মৃত্যুর দুই থেকে তিন সপ্তাহকাল তাদেরকে নিদারুণ অর্থনৈতিক সঙ্কটে ভুগতে হয়। কিন্তু পরিবারের ভূ-স্বামী বলেন যে রাডদের পরিবার কমপক্ষে ছয় মাস সেখানে অবস্থান করেছেন।<ref>[http://www.smh.com.au/articles/2007/03/10/1173478729097.html Duff, Eamonn; Walsh, Kerry-Anne (11 March 2007). "A disputed eviction and a tale of family honour". The Sun-Herald. Retrieved 11 March 2007.]</ref>
 
== রাজনৈতিক জীবন ==
কাউন্টি পার্টির সাথে পারিবারিক সম্পৃক্ততা থাকা স্বত্ত্বেও রাড সামাজিক ন্যায়বিচারের পার্টি<ref>[http://www.smh.com.au/articles/2006/12/08/1165081157750.html Marriner, Cosima (9 December 2006). "The lonely road to the top". The Sydney Morning Herald. p. 33. Retrieved 27 May 2007.]</ref> হিসেবে বিবেচিত অস্ট্রেলিয়ান লেবার পার্টিতে যোগ দেন ১৯৭২ সালে, ১৫ বছর বয়সে। ১১ নভেম্বর, ১৯৯৮ তারিখে প্রতিনিধি সভায় সংসদ সদস্য হিসেবে তাঁর প্রথম বক্তব্য রাখেন।<ref name="'APH19981111_MaidenSpeech'" >{{cite web
| author=Kevin Rudd
| title = First Speech to Parliament