লেমুর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+
বানান
৩১ নং লাইন:
| range_map_alt = The large island of Madagascar, slightly off the southeast coast of Africa, highlighted in green
}}
'''লেমুর''' হল [[মাদাগাস্কার|মাদাগাস্কারের]] [[প্রাইমেট]] গোত্রভুক্ত কিছু প্রাণীর সমষ্টিগত নাম। ল্যাটিন শব্দ ''lemurs'' থেকে লেমুর শব্দটির উৎপত্তি যার অর্থ ভূতের মত। রাতের আধারে লেমুরের মুখে আলো ফেললে অনেকটা ভূতের মত দেখায় তাই এর নামকরন এভাবে করা হয়েছে। প্রাকৃতিক ভাবে লেমুর সাধারনত [[আফ্রিকা|আফ্রিকার]] [[মাদাগাস্কার|মাদাগাস্কারেই]] দেখতে পাওয়া যায়। এই প্রজাতিটি খুব সম্ভবত সাড়ে ছয় কোটি বছর আগে মাদাগাস্কারে আবির্বূত হয়েছিল। তখন থেকেই এই প্রজাতিটি মাদাগাস্কারের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়েছে। প্রায় ২০০০ বছর আগে [[মাদাগাস্কার|মাদাগাস্কারেরমাদাগাস্কারে]] মানুষের আবির্ভাব ঘটার আগে একটি পূর্নবয়স্ক পুরুষ গরিলা আকৃতির লেমুর বসবাস করত। এখন মাদাগাস্কারেই প্রায় ১০০ প্রজাতীর লেমুর দেখতে পাওয়া যায়। অনেকে ধারনা করেন যে লেমুর বানর বা মানুষের পূর্বপূরুষ থেকে বিবর্তীত হয়ে এসেছে তবে তা একেবারে সত্য নয়। এরা মূলত মাদাগাস্কারেই উৎপন্ন ও বিকশিত হয়েছে।
==আচরন==
লেমুরের বিভিন্ন প্রজাতীর মধ্যে আচরনের অনেক পার্থক্য দেখা যায়। বড় আকারের লেমুররা সচরাচর দিনের বেলা ঘুরাফেরা করলেও ছোট আকারের গুলো নিশাচর হয়। এদের মধ্যে সামাজিক ব্যাবস্থা, কার্যকলাপ, শিকার থেকে সুরক্ষিত থাকার কৌশল, প্রজনন এবং বুদ্ধিমত্তার পার্থক্যও দেখা যায়। দলবদ্ধ ভাবে থাকার পরও খাদ্য সংগ্রহের জন্য এরা একা বিচরণ করে এবং খাদ্যগ্রহন শেষে পুররায় দলে ফিরে আসে।
৩৭ নং লাইন:
==খাদ্য==
[[File:Microcebus murinus -Artis Zoo, Amsterdam, Netherlands-8c.jpg|thumb|left|alt=A tiny mouse lemur holds a cut piece of fruit in its hands and eats|লেমুররা ফলভোজী প্রাণী হলেও এদের খাদ্য তালিকায় কীট পতঙ্গোও থাকে।]]
সচরাচর লেমুররা অনেক ধরনের খাদ্য গ্রহন করে।{{Sfn|Birkinshaw|Colquhoun|2003|pp=1207–1220}} তবে ছোট আকারের লেমুররা পতঙ্গ এবং ফল ফলাদি খেয়ে থাকে অপরতিকেঅপরদিকে বড় আকারের লেমুররা গাছপালা ও লতাপাতা খেয়ে জীবন ধারন করে।{{Sfn|Sussman|2003|pp=257–269}} তাদের প্রিয় খাদ্যের তালিকায় থাকুক আর নাই থাকুক ক্ষুধার্ত লেমুররা হজমযোগ্য প্রায় সবকিছুই খেতে পারে।{{Sfn|Ankel-Simons|2007|pp=392–514}} গোলাকৃতি গেজের লেমুররা তৃণভোজীও হয়ে থাকে তাই এদেরকে খাদ্যের প্রাপ্যতা সাপেক্ষে সর্বোভূক বলা চলে।{{Sfn|Sussman|2003|pp=257–269}}{{LoM2 Sfn|pp=209–323}}
 
ধারনা করা হয় যে ছোট আকৃতির লেমুররা শুধুমাত্র তৃণ জাতীয় খাদ্য গ্রহন করে তাদের শক্তির পর্যাপ্ত যোগান সংগ্রহ করতে পারে না, তাই কীট-পতঙ্গের মত উচ্চ ক্যালরী বিশিষ্ট ও আমিষ জাতীয় খাদ্য তাদের খাদ্য তালিকায় থাকে।রাখে। তবে গবেষনায় দেখা গেছে যে পৃথিবীর সবচেয়ে ছোট আকৃতির এই স্তন্যপায়ীরা কীট পতঙ্গের চেয়ে ফল ফলাদিই বেশি খেয়ে থাকে।{{Sfn|Ankel-Simons|2007|pp=392–514}}{{Sfn|Sussman|2003|pp=257–269}}
 
==সামাজিক ব্যাবস্থা==