ওয়েস্টমিনস্টার অ্যাবি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ইনফো!
Suvray (আলোচনা | অবদান)
ইতিহাস!
৩৯ নং লাইন:
| designation2_number = ১২৯১৪৯৪<ref>{{cite web | url=http://list.english-heritage.org.uk/ | title=The National Heritage List For England | publisher=[[English Heritage]] | accessdate=2011-07-31}}</ref>
}}
'''ওয়েস্টমিনিস্টার অ্যাবি''' ({{lang-en|Westminster Abbey}}) [[ইংল্যান্ডগ্রেট ব্রিটেন|ইংল্যান্ডেরগ্রেট ব্রিটেনের]] বিখ্যাত [[চার্চ]] হিসেবে পরিচিত স্থাপনা। ১২৪৫ব্রিটিশ সালেজনগোষ্ঠীর [[তৃতীয়অনেক হেনরি|রাজাসনাতনী তৃতীয়প্রথার হেনরি]]সাথে এর নির্মাণনামটি কাজজড়িয়ে শুরুআছে। করেন।এর নির্মাণশৈলীতেঅবস্থান বিশেষলন্ডনে। করেআনুষ্ঠানিকভাবে ঝুলন্তএকে দেয়াল'''ওয়েস্টমিনস্টারের কলেজিয়েট জানালারচার্চ পাথরেরঅফ উপরেরসেন্ট কারুকাজেপিটার''' প্রাচীননামে ফরাসীডাকা [[গথহয়। জাতি|গথএকাদশ জাতিদের]]শতক প্রভাবথেকে লক্ষ্যউনবিংশ করাশতকের যায়।মধ্যে ১৫০৩অনেকবার সালেনির্মাণকাজ [[টিউডর]]পরিচালিত ধাঁচেহয়েছে। নির্মিতপ্রধান [[সপ্তমগির্জার হেনরি|সপ্তমপাশাপাশি হেনরি’র]] [[ভজনালয়]], এখানেমঠ, যুক্তযাজক করাঘর হয়।ও দূর্গ রয়েছে।
 
== ইতিহাস ==
১০৫০ সালে ইংরেজদের রাজা এডওয়ার্ড দ্য কনফেসর পুরনো রোমান চার্চের পার্শ্বে এ অবকাঠামোর নির্মাণকার্য্য শুরু করেন। ১২৪৫ সালে [[তৃতীয় হেনরি|রাজা তৃতীয় হেনরি]] এর পুণঃনির্মাণ কাজ শুরু করেন। বর্তমান নির্মাণশৈলীতে বিশেষ করে ঝুলন্ত দেয়াল ও জানালার পাথরের উপরের কারুকাজে প্রাচীন ফরাসী [[গথ জাতি|গথ জাতিদের]] প্রভাব লক্ষ্য করা যায়। এর উচ্চতা প্রায় ৩১ মিটার বা ১০২ ফুট। ১৫০৩ সালে [[টিউডর]] ধাঁচে নির্মিত [[সপ্তম হেনরি|সপ্তম হেনরি’র]] [[ভজনালয়]] এখানে যুক্ত করা হয় যাতে চমকপ্রদ পাখা রয়েছে।
 
== তথ্যসূত্র ==