শবে কদর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৭ নং লাইন:
==ধর্মীয় গুরুত্ব==
[[File:Laylat-al-qadr.jpg|thumb|left|কোরআন শরীফে সূরা ক্বদর]]
শবে কদর এমন মহিমান্বিত বরকতময় এবং বৈশিষ্ট্যমণ্ডিত এ জন্য যে, এ রাতের শ্রেষ্ঠত্ব মাহাত্ম্য ও মর্যাদার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—এ গৌরবময় রজনীতে মানবজাতির পথপ্রদর্শক ও মুক্তির সনদ মহাপবিত্র ঐশী গ্রন্থ ‘আল-কোরআন’ অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেকরেছেন, ‘নিশ্চয়ই<br/>{{উক্তি|নিশ্চয়ই আমি তা (কোরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে। আর কদরের রাত সম্বন্ধে তুমি কি জানো? কদরের রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতারা ও রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিই শান্তি, বিরাজ করে উষার আবির্ভাব পর্যন্ত।’পর্যন্ত। (সূরা আল-কদর, আয়াত ১-৫)}}<br/>
লাইলাতুল কদরের যাবতীয় কাজের ইঙ্গিত দিয়ে এ রজনীর অপার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্যত্র ইরশাদ করেছেন, ‘হা<br/>{{উক্তি|হা-মীম! শপথ সুস্পষ্ট কিতাবের, নিশ্চয়ই আমি তা (কোরআন) এক মুবারকময় রজনীতে অবতীর্ণ করেছি, নিশ্চয়ই আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়।’হয়। (সূরা আদ-দুখান, আয়াত: ১-৪) }}<br/>কদরের রাতে অজস্র ধারায় আল্লাহর খাস রহমত বর্ষিত হয়। এ রাতে ফেরেশতারা ও তাঁদের নেতা হজরত জিবরাঈল (আ.) পৃথিবীতে অবতরণ করে ইবাদতরত সব মানুষের জন্য বিশেষভাবে দোয়া করতে থাকেন। এ রজনীতে এত অধিক সংখ্যক রহমতের ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন যে সকাল না হওয়া পর্যন্ত এক অনন্য শান্তি বিরাজ করতে থাকে। হাদিস শরিফে বর্ণিত আছে, ‘শবে''শবে কদরে হজরত জিবরাঈল (আ.) ফেরেশতাদের বিরাট একদল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যত নারী-পুরুষ নামাজরত অথবা জিকিরে মশগুল থাকে তাঁদের জন্য রহমতের দোয়া করেন।’করেন।'' (মাযহারি) লাইলাতুল কদরে পরবর্তী এক বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক, সবকিছুর পরিমাণ নির্দিষ্ট ফেরেশতাদেরকে লিখে দেওয়া হয়, এমনকি কে হজ করবে, তা-ও লিখে দেওয়া হয়। <ref name="Prothom alo">''[http://www.prothom-alo.com/detail/date/2012-08-15/news/281902 ‘লাইলাতুল কদর’ মহিমান্বিত ও শ্রেষ্ঠ রজনী]'',মুহাম্মদ আবদুল মুনিম খান, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১৫-০৮-২০১২ খ্রিস্টাব্দ। </ref><ref name="kumarkhalihotnews ">''[http://kumarkhalihotnews.wordpress.com/2012/08/15/%E0%A6%B6%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%95%E0%A6%A6%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0/ শবে কদর ভাগ্য উন্নয়নের রজনী]'',আজগর সালেহী,সাংবাদিক-মানবাধিকারকর্মী ও শিক্ষক: আল-জামিয়াতুল ইসলামিয়া ভূজপুর, চট্টগ্রাম । সূত্রwww. news24.com, কুমারখালি হট নিউজ। </ref><ref name="dailykhowai">''[http://www.dailykhowai.com/news/2012/08/15/26198/ আজ রাতে পবিত্র লাইলাতুল কদর]'',দৈনিক খোয়াই। প্রকাশের তারিখ: ১৫-০৮-২০১২ খ্রিস্টাব্দ।</ref>
 
==ফজিলত==
লাইলাতুল কদরের ফজিলত অপরিসীম। হাজার মাস ইবাদতে যে সওয়াব হয়, কদরের এক রাতের ইবাদত তার চেয়ে উত্তম।<ref name="bdnews24">''[http://ns.bdnews24.com/bangla/details.php?id=135729&cid=2 ইবাদত ও দোয়ায় শবে কদর পালিত]'', বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম । ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০৭-০৯-২০১০ খ্রিস্টাব্দ। </ref> লাইলাতুল কদরের মহিমাময় রাতে মুমিন মুসলমানদের ওপর আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। লাইলাতুল কদরে সর্বশক্তিমান আল্লাহর কাছে মাগফিরাত, নাজাত ও ক্ষমা পাওয়ার পরম সুযোগ লাভ করা যায়। লাইলাতুল কদর সম্পর্কে নবী করিম (সা.) ইরশাদ করেছেন, ‘যে''যে ব্যক্তি এ রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবে, আল্লাহ তাঁর পূর্বেকৃত সব গুনাহখাতা মাফ করে দেবেন।’দেবেন।'' (বুখারি) লাইলাতুল কদরের রজনীতে যে বা যারা আল্লাহর আরাধনায় মুহ্যমান থাকবে, মহান স্রষ্টা তাঁর ওপর থেকে দোজখের আগুন হারাম করে দেবেন। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘সমস্ত''সমস্ত রজনী আল্লাহ তাআলা লাইলাতুল কদর দ্বারাই সৌন্দর্য ও মোহনীয় করে দিয়েছেন, অতএব তোমরা এ বরকতময় রজনীতে বেশি বেশি তাসবিহ-তাহলিল ও ইবাদত-বন্দেগিতে রত থাকো।’থাকো।'' অন্য হাদিসে নবী করিম (সা.) বলেছেন, ‘তোমরা''তোমরা তোমাদের কবরকে আলোকিত পেতে চাইলে মহিমান্বিত লাইলাতুল কদর রাতে জেগে রাতব্যাপী ইবাদত-বন্দেগিতে কাটিয়ে দাও।’দাও।'' <ref name="Prothom alo">''[http://www.prothom-alo.com/detail/date/2012-08-15/news/281902 ‘লাইলাতুল কদর’ মহিমান্বিত ও শ্রেষ্ঠ রজনী]'',মুহাম্মদ আবদুল মুনিম খান, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১৫-০৮-২০১২ খ্রিস্টাব্দ। </ref><ref name="kumarkhalihotnews ">''[http://kumarkhalihotnews.wordpress.com/2012/08/15/%E0%A6%B6%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%95%E0%A6%A6%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0/ শবে কদর ভাগ্য উন্নয়নের রজনী]'',আজগর সালেহী,সাংবাদিক-মানবাধিকারকর্মী ও শিক্ষক: আল-জামিয়াতুল ইসলামিয়া ভূজপুর, চট্টগ্রাম । সূত্রwww. news24.com, কুমারখালি হট নিউজ। </ref>
 
==সময়==