চিল্ড্রেন অব বডম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Addbot (আলোচনা | অবদান)
বট: 1 টি আন্তঃউইকি সংযোগ স্থানান্তর করেছে, যা এখন উইকিউপাত্তের - d:q171718 এ রয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৭ নং লাইন:
| Background = group_or_band
| Origin = এস্পো, [[ফিনল্যান্ড]]
| Genre = <!-- If you attempt to add, change or remove this information you will get a warning on your talk page, if you repeat this action you will be blocked. Wiki guidelines are to source information, this has been done. This genre debate has been settled in the Children of Bodom talk page. -->[[মেলোডিক ডেথ মেটাল]], [[পাওয়ার মেটাল]]
| Years_active = ১৯৯৩-বর্তমান
| Label = [[নিউক্লিয়ার ব্ল্যাস্ট]], সেঞ্চুরী মিডিয়া রেকর্ডস
১৫ নং লাইন:
 
[[চিত্র:Children_Of_Bodom_Live_Milan.jpg|right|200px|thumb|২০০৬ সালে মিলানে চিল্ড্রেন অব বডম]]
'''চিল্ড্রেন অব বডম''' একটি [[হেভিমেলোডিক ডেথ মেটাল]] ব্যান্ড যা ১৯৯৩ সালে [[ফিনল্যান্ড|ফিনল্যান্ডে]] গঠিত হয়। ব্যান্ডটির গিটারিস্ট ও ভোকালিস্ট হচ্ছে অ্যালেক্সি লাইহো, রিদম গিটারে রোপ লাটভালা, জ্যানি ওয়ারম্যান কি-বোর্ডে, হেঙ্ককা সেপ্পালা বেজে এবং জাস্কা রাতিকাইনেন ড্রামসে। তারা ৬টি স্টুডিও অ্যালবাম, ২টি লাইভ অ্যালবাম, ২টি ইপি ও একটি ডিভিডি প্রকাশ করছে। তাদের থার্ড স্টুডিও অ্যালবাম ফলো দ্যা রিপার গোল্ড সার্টিফিকেট পায় ফিনল্যান্ডে এবং তারপর থেকে তাদের ৬টি স্টুডিও অ্যালবামই গোল্ড সার্টিফিকেট পায় ফিনল্যান্ডে। চিল্ড্রেন অব বডমের পরপর তিনটি অ্যালবাম ফিনল্যান্ডে ১ম অবস্থানে চলে আসে মিউজিক চার্টে ও আমেরিকায় বিলবোর্ডে ২০০ তেও তিনটি অ্যালবাম জায়গা নেয়। তাদের গানের ধরণ নানাভাবে দেখা হয় সমালোচক ও ভক্তদের দ্বারা। [[মেলোডিক ডেথ মেটাল]], [[ব্ল্যাক মেটাল]], [[থ্রাশ মেটাল]] ও প্রোগ্রেসিভ মেটাল ব্যান্ড হিসেবে তাদের দেখা হয়ে থাকে। চিল্ড্রেন অব বডমের প্রাথমিক নাম ছিল ইনআর্থড। ১৯৯৭ সালে তাদের প্রথম অ্যালবাম প্রকাশ হয় সামথিং ওয়াইল্ড নামে একটা ছোট বেলজিয়ান রেকর্ড শিভার রেকর্ডস থেকে। স্পাইনফার্ম রেকর্ডসের সাথে চুক্তিবদ্ধ হোয়ার জন্য তাদের একটি নতুন নাম দরকার ছিল। তাই তারা নাম পরিবর্তন করে চিল্ড্রেন অব বডম রাখে। ১৯৯৭ সালে [[ডিমু বরগীর]] ব্যান্ডের একটি কনসার্ট তারা ওপেন করে। সেখানে [[নিউক্লিয়ার ব্ল্যাস্ট রেকর্ডস]]-এর একজন প্রতিনিধি ছিলেন যিনি তাদের একটি ইউরোপিয়ান প্রকাশনার চুক্তির প্রস্তাব দেন। ডেডনাইট ওয়ারিওয়রস নামের একটি গানের মিউজিক ভিডিও তারা করেন সামথিং ওয়াইল্ড অ্যালবামের প্রচারণার জন্য মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রায় যার বাজেট ছিল মাত্র ১০০০ পাউন্ড। ২০০৮ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে তার [[ইউরোপ]] ট্যুর করে [[স্লিপনট]] এবং মেসিন হেড ব্যান্ডের সাথে।২০০৯ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তারা ইউরোপ ট্যুর করে [[ক্যানিবাল করপস]] ব্যান্ডের সাথে। ২০০৯ সালের এপ্রিলে তারা [[ল্যাম্ব অব গড]] ও [[অ্যাজ আই লে ডায়িং]] ব্যান্ডের সাথে কনসার্ট করে। ২০০৭ সালে লাইহো দুর্ঘটনাবশত পা পিছলে বোলিং গলিতে পড়ে যান এবং তার বাম কাধ ভেংগে যায়। ৬ সপ্তাহ তিনি আর গিটার বাজাতে পারেন নাই। তাদের ২০০৭ সালের প্রথম কনসার্টিই ভেস্তে যায় এ কারণে। মার্চ ২০০৭ সালে ব্যান্ডের ওয়েবসাইট জানায় লাইহো আর কখনোই পুরোপুরি সুস্থ হবেন না। ২০০৮ সালের ১৫ই এপ্রিল চিল্ড্রেন অব বডমের ৬ষ্ঠ স্টুডিও অ্যালবাম ব্ল্যাড ড্রাঙ্ক প্রকাশিত হয়।
 
== ডিস্কোগ্রাফি ==