তথ্যসূত্র!
বিবরণ |
তথ্যসূত্র! |
||
২৩ নং লাইন:
== প্রেক্ষাপট ==
প্রথম সেমি-ফাইনাল খেলাটি ১,১০,০০০ দর্শকের উপস্থিতিতে [[কলকাতা|কলকাতার]] [[ইডেন গার্ডেনস|ইডেন গার্ডেনসে]] অনুষ্ঠিত হয়। টসে জয়ী হয়ে অধিনায়ক [[মোহাম্মদ আজহারউদ্দীন]] শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান। শ্রীলঙ্কার ৮ উইকেটে ২৫১ রানের বিপরীতে প্রথম ২০ ওভারে [[সচিন তেন্ডুলকর|সচিন তেন্ডুলকরের]] ৬৫ রানের ওপর ভর করে ৯৮ রানে ১ উইকেট হারায়।<ref>{{cite
| url = http://content-uk.cricinfo.com/ci/engine/match/65190.html | title = Wills World Cup - 1st Semi Final. India v Sri Lanka | publisher = [[Cricinfo]] | accessdate = 2007-10-27 }}</ref> ভারতের পরবর্তী ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ায় চলমান ৩৫ ওভারে ৮ উইকেটে মাত্র ১২০ রান সংগ্রহ করা অবস্থায় উত্তেজিত দর্শকেরা মাঠে [[ফল]] ও প্লাস্টিকের [[বোতল]] নিক্ষেপ করতে থাকে। দর্শকদের শান্ত রাখার চেষ্টা করা হয়। [[খেলোয়াড়|খেলোয়াড়েরা]] পুণরায় মাঠে নামলে আরও বোতল নিক্ষিপ্ত হতে থাকে এবং স্ট্যান্ডে আগুন জ্বালিয়ে দেয়। অবশেষে বাধ্য হয়ে [[ম্যাচ রেফারি]] [[ক্লাইভ লয়েড]] শ্রীলঙ্কাকে বিজয়ী ঘোষণা করতে বাধ্য হন।<ref>{{cite | url = http://content-uk.cricinfo.com/ci/content/story/282656.html
| title = Tears in vain as India crash out
| author = Siddhartha Vaidyanathan
| publisher = [[Cricinfo]]
| accessdate = 2007-10-27
}}</ref> এ ঘটনাটি [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] কিংবা [[একদিনের আন্তর্জাতিক|একদিনের আন্তর্জাতিকে]] প্রথম অনাকাক্ষিত ঘটনা হিসেবে বিবেচিত হয় যা ২০১২ সাল পর্যন্ত মাত্র দু’টি ঘটনা ঘটে।
মোহালিতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া বিজয়ী হয়। একপর্যায়ে মাত্র ১৫ রানে ৪ উইকেটের পতন ঘটলেও তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২০৭ রান করে। ৪২ ওভারে ২ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করেও শেষ ৫০ বলে [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজ]] ৩৭ রানের ব্যবধানে শেষ ৮ [[উইকেট]] হারায়।
৩০ ⟶ ৪১ নং লাইন:
চূড়ান্ত খেলায় শ্রীলঙ্কার [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়ক]] [[অর্জুনা রানাতুঙ্গা]] টসে জয়ী হয়ে ফিল্ডিং নেন ও [[১৯৮৭ ক্রিকেট বিশ্বকাপ|১৯৮৭]] সালের বিশ্বকাপ বিজয়ী ও তৃতীয়বারের মতো ফাইনালে অংশগ্রহণকারী অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। উল্লেখ্য যে, পূর্ববর্তী পাঁচটি বিশ্বকাপে প্রথমে ব্যাটিংকারী দল বিজয়ী হয়েছিল। ২য় উইকেট জুটিতে মার্ক টেলর-রিকি পন্টিং ১০১ রান তোলেন। পন্টিং ও টেলর আউট হলে দলের রান ৫ উইকেটে ১৭০ হয়। অধিনায়ক [[মার্ক টেলর]] দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন ৮৩ বলে, ৮টি চার ও ১টি ছক্কার মার মেরে। অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪১ রান করে।
জবাবে ৪৭তম ওভারেই শ্রীলঙ্কা জয়ের বন্দরে পৌঁছে যায়। শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যানদ্বয়কে ৩০ রানের মধ্যে হারায়। [[অরবিন্দ ডি সিলভা]] ৪২ রানে ৩ উইকেট সংগ্রহের পাশাপাশি [[অপরাজিত (ক্রিকেট)|অপরাজিত]] ১০৭ রান করেন ও [[ম্যান অব দ্য ম্যাচ|ম্যান অব দ্য ম্যাচের]] [[পুরস্কার]] লাভ করেন।<ref name="WC95final">{{cite web
| url = http://www.cricinfo.com/db/ARCHIVE/WORLD_CUPS/WC96/WC96-MATCHES/AUS_SL_WC96_ODI-FINAL_17MAR1996.html | title = FINAL: Australia v Sri Lanka at Lahore, 17 Mar 1996 | publisher = [[Cricinfo]] | accessdate = 2007-08-05 | archiveurl= http://web.archive.org/web/20070816184240/http://www.cricinfo.com/db/ARCHIVE/WORLD_CUPS/WC96/WC96-MATCHES/AUS_SL_WC96_ODI-FINAL_17MAR1996.html| archivedate= 16 August 2007 <!--DASHBot-->| deadurl= no}}</ref> তাঁকে যোগ্য সঙ্গ দেন [[অশঙ্কা গুরুসিংহা]] (৬৫) ও অধিনায়ক রানাতুঙ্গা (৪৭*)। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে স্বাগতিক কিংবা সহ-স্বাগতিক দেশের বিশ্বকাপ জয়ের প্রথম ঘটনার সূচনা করে শ্রীলঙ্কা। {{Limited overs matches
৪৯ ⟶ ৬৫ নং লাইন:
| rain =
}}
== তথ্যসূত্র ==
{{Reflist}}
== আরও দেখুন ==
৬৫ ⟶ ৮৪ নং লাইন:
*[http://www.espncricinfo.com/link_to_database/ARCHIVE/WORLD_CUPS/WC96/ Cricket World Cup 1996] from ''[[ESPNcricinfo]]''
{{১৯৯৬ ক্রিকেট বিশ্বকাপ}}
{{ক্রিকেট বিশ্বকাপ}}
{{আন্তর্জাতিক ক্রিকেট}}
|