হেনরি ফোর্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Addbot (আলোচনা | অবদান)
বট: আন্তঃউইকি সংযোগ সরিয়ে নেওয়া হয়েছে, যা এখন উইকিউপাত্ত ...
সম্প্রসারন
১৬ নং লাইন:
}}
 
'''হেনরি ফোর্ড''' ([[৩০ জুলাই]], [[১৮৬০]] - [[৭ এপ্রিল]], [[১৯৪৭]]) [[ফোর্ড মোটর কোম্পানি|ফোর্ড মোটর কোম্পানির]] [[আমেরিকা|আমেরিকান]] প্রতিষ্ঠাতা এবং বহু উৎপাদন পদ্ধতিতে ব্যবহৃত [[বিন্যাসকরণ সজ্জা|বিন্যাসকরণ সজ্জার]] (Assembly Line) জনক। তার উদ্ভাবিত [[মডেল টি মোটরগাড়ি]] আমেরিকার শিল্প ও যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন আনে। তিনি ছিলেন একজন বহুমুখী উদ্ভাবক এবং ১৬১ টি [[ইউ.এস পেটেন্ট|ইউ.এস পেটেন্টের]] অধিকারী। হেনরি ফোর্ডকে সস্তা পন্যের বহু উৎপাদনশীলতার জনক বলা হয়ে থাকে কারন তিনি তার কোম্পানিতে ব্যায়বহুল শ্রমশক্তি এবং যন্ত্রে সমন্বয়ে অধিক উৎপাদন করতে সক্ষম হয়েছিলেন। এছাড়াও তিনি ফ্রাঞ্চাইজি এবং ডিলারশিপ ব্যাবস্থার প্রবর্তন করেন। ফোর্ড মোটর কোম্পানির মালিক হিসেবে তিনি পৃথিবীর অন্যতম ধনী ও সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হন। হেনরি ফোর্ড তার আর্জিত সমস্ত সম্পত্তি দিয়ে ফোর্ড ফাউন্ডেশন গঠন করেন এবং সেখানে চিরতরে তার পরিবারের কর্তিত্ব স্থাপন করেন।
 
== বহিঃর্সংযোগসমূহ ==