অ্যাপোলো ৮: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন করা হয়েছে।
১৯ নং লাইন:
|crew_photo = Apollo 8 Crewmembers - GPN-2000-001125.jpg
|crew_caption = Left to right: Lovell, Anders, Borman
|previous_mission = [[Image:AP7lucky7.png|32px]] [[Apolloঅ্যাপোলো 7]]
|next_mission = [[Image:Apollo-9-patch.png|32px]] [[Apolloঅ্যাপোলো 9]]
}}
 
'''অ্যাপোলো ৮''', যুক্তরাষ্ট্রের ''অ্যাপোলো স্পেস প্রোগ্রাম''-এর দ্বিতীয় মনুষ্যবাহী যান। এটি ১৯৬৮ সালের ২১শে ডিসেম্বর পৃথিবী হতে উৎক্ষিপ্ত হয় এবং প্রথম মনুষ্যবাহী মহাকাশযান হিসেবে পৃথিবীর কক্ষপথ ত্যাগ করে, পৃথিবীর একমাত্র উপগ্রহ [[চাঁদ]]-এর কক্ষপথে পৌছে, এবং নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। তিনজন মহাকাশচারীঃ কমান্ডার [[ফ্রাঙ্ক বর্‌মেন]], কমান্ড মডিউল পাইলট [[জেম্‌স লভেল্‌]] এবং লুনার মডিউল পাইলট [[উইলিয়াম অ্যান্ডারস্‌]] প্রথম মানব হিসেবে পৃথিবীকে একটি সম্পূর্ণ গ্রহ হিসেবে দেখার এবং কৃত্রিম উপগ্রহের উপর যাবার সৌভাগ্য অর্জন করেন। তাঁরা চাঁদের দূরবর্তী অংশগুলো দেখার সৌভাগ্যও অর্জন করেন। ১৯৬৮ সালের এই অভিযান, [[শনি ৫]]-এর তৃতীয় নিক্ষিপ্ত মহাকাশযান এবং প্রথম নিক্ষিপ্ত মনুষ্যবাহী মহাকাশযান। এটি [[জন এফ. কেনেডি স্পেস সেন্টার]] দ্বারা নিক্ষিপ্ত প্রথম মনুষ্যবাহী মহাকাশযানও বটে।
কক্ষপথ ত্যাগ করে, পৃথিবীর একমাত্র উপগ্রহ [[চাঁদ]]-এর কক্ষপথে পৌছে, এবং নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। তিনজন মহাকাশচারীঃ কমান্ডার [[ফ্রাঙ্ক বর্‌মেন]], কমান্ড মডিউল পাইলট [[জেম্‌স লভেল্‌]] এবং লুনার মডিউল পাইলট [[উইলিয়াম অ্যান্ডারস্‌]] প্রথম মানব হিসেবে পৃথিবীকে একটি সম্পূর্ণ গ্রহ হিসেবে দেখার এবং কৃত্রিম উপগ্রহের উপর যাবার সৌভাগ্য অর্জন করেন। তাঁরা চাঁদের দূরবর্তী অংশগুলো দেখার সৌভাগ্যও অর্জন করেন। ১৯৬৮ সালের এই অভিযান, [[শনি ৫]]-এর তৃতীয় নিক্ষিপ্ত মহাকাশযান এবং প্রথম নিক্ষিপ্ত মনুষ্যবাহী মহাকাশযান। এটি [[জন এফ. কেনেডি স্পেস সেন্টার]] দ্বারা নিক্ষিপ্ত প্রথম মনুষ্যবাহী মহাকাশযানও বটে।
 
প্রথমে এই অভিযানকে দ্বিতীয় চান্দ্র মহাকাশযান পরীক্ষা করার পরিকল্পনা হিসেবে গ্রহণ করা হয়। কিন্তু, পরবর্তীতে ১৯৬৮ সালের আগস্ট মাসে এই অভিযানকে আরো উচ্চতর রুপ দেয়ার পরিকল্পনা হয়। অর্থাৎ মহাকাশচারীরা তাদের প্রস্তুতির জন্য মাত্র তিন মাস সময় পায়। এই সংক্ষিপ্ত সময়ে এত বড় এবং উচ্চাভিলাষী অভিযানের প্রশিক্ষণ করা সত্যিই দুরূহ ব্যাপার ছিল। তাই তাদের সময় ও শৃঙ্খলার জন্য সাধারণের চেয়ে অধিক গুরুত্ব দেয়া হয়।
৩৫ ⟶ ৩৪ নং লাইন:
 
==মহাকাশচারী==
 
{| class="wikitable sortable"
|-
৬৫ ⟶ ৬৩ নং লাইন:
|}
 
যেকোন চান্দ্র অভিযানে, কমান্ড মডিউল পাইলটের বা সি.এ্ম.পি ( Command Module Pilot or CMP) দায়িত্ব দেয়া হয় নেভিগেটরকে। পক্ষান্তরে লুনার মডিউল পাইলটের বা এল.এম.পি (Lunar Module Pilot or LMP) দায়িত্ব দেয়া হয় অভিযান প্রকৌশলীকে, অপরাপর যন্ত্রপাতি দেখাশোনার দায়িত্ব এবং আরো বেশকিছু দায়িত্ব তার উপর বর্তায়। লভেল কমান্ড মডিউল পাইলটের সাহায্যকারী দায়িত্ব পালন করার কথা এবং [[মাইকেল কলিন্স]]-এর প্রধান কমান্ড মডিউল পাইলটের দায়িত্ব পালন করার কথা থাকলেও কলিন্স জুলাই, ১৯৬৮-তে বদলি হন, কারণ তার [[সার্ভিকাল ডিস্ক হারনিয়েশন]] হয় এবং তার অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা দেখা দেয়।
লভেল কমান্ড মডিউল পাইলটের সাহায্যকারী দায়িত্ব পালন করার কথা এবং [[মাইকেল কলিন্স]]-এর প্রধান কমান্ড মডিউল পাইলটের দায়িত্ব পালন করার কথা থাকলেও কলিন্স জুলাই, ১৯৬৮-তে বদলি হন, কারণ তার [[সার্ভিকাল ডিস্ক হারনিয়েশন]] হয় এবং তার অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা দেখা দেয়।
এডুইন আল্ড্রিনকে সাহায্যকারী এল.এম.পির দায়িত্ব দেয়া হয়। যখন লভেলকে প্রধান সি.এম.পির দায়িত্ব দেয়া হয়, তখন কারই সি.এস.এম ১০৩ (যে মহাকাশযান এই অভিযানে ব্যবহৃত হয়) পরিচালনার অভিজ্ঞতা ছিল না। কাজেই আল্ড্রিনকে সি.এম.পির দায়িত্ব দেয়া হয় এবং ফ্রেড হেইজকে সাহায্যকারী এল.এম.পির জন্য আনা হয়। নিল আর্মস্ট্রং [[অ্যাপোলো ১১]] অভিযান পরিচালনা করেন, আল্ড্রিন এল.এম.পির দায়িত্বে ফিরে আসেন এবং মাইকেল কলিন্সকে সি.এম.পির দায়িত্ব দেউয়া হয়।
 
===অভিযান নিয়ন্ত্রন===
 
পৃথিবীতে এই অভিযান পরিচালনার জন্য মহাকাশচারীদের এবং যারা তা নয় এমন পরিচালক ও অন্যান্য কর্মকর্তাদের আনা হয়। এই সাহায্যকারী কর্মকর্তারা কেউই উঁচুদরের প্রশিক্ষণপ্রাপ্ত ছিল না, কিন্তু তারা বিভিন্ন আলোচনায় উপস্থিত ছিল এবং এরই মাধ্যমে তারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়। তারা [[ক্যাপসুল কমান্ডার]] হিসেবেও কাজ করেন। অ্যাপোলো ৮ অভিযানের এইসব মহাকাশচারীরা ছিলেনঃ [[জন এস. বুল]], [[ভেন্স ডি. ব্রান্ড]], [[গেরাল্ড পি. কার]] এবং [[কেন ম্যাটিংলি]]। তারা তিন শিফটে কাজ করতেন এবং প্রত্যেক শিফটে একজন ফ্লাইট প্রকৌশলী থাকতেন। তারা হলেনঃ [[ক্লিফ চার্লসওয়ার্থ]] (সবুজ দল), [[গ্লেন লুনি]] (কালো দল) এবং [[মিল্টন উইন্ডলার]] (মেরুন দল)।
 
===অভিযানের চিহ্ন===
 
অভিযানের ত্রিভুজাকৃতির এই চিহ্ন অ্যাপোলো ৮ অভিযানের মহাকাশযানের আকারের প্রতীক বহন করে। লাল রঙের চাঁদ ও পৃথিবীকে ঘিরে রাখা 8 (আট)-এর মত দেখতে এই চিহ্ন অভিযান সংখ্যা নির্দেশ করে। এই ৪ (আট) চিহ্নের উপর তিন মহাকাশচারীর নাম লেখা আছে।
এই প্রতীকের ডিজাইন করেন লভেল স্বয়ং। তিনি মাত্র কয়েকদিনের জন্য ডিজাইন করা শিখে ক্যালিফোর্নিয়া থেকে হাউজটন যাবার পথে [[টি-৩৮]] বিমানের পিছনের সিটে বসে এই প্রতীক আঁকেন। এই প্রতীকের গ্রাফিক কাজ করেন হাউজটনের শিল্পীরা এবং অ্যা্নিমেশন শিল্পী [[উইলিয়াম ব্র্যাডলি]]।
 
==ঐতিহাসিক গুরুত্ব==
 
অ্যাপোলো ৮ অভিযানটি ১৯৬৮ সালের শেষদিকে হয়। তবুও এই অভিযান সারা বিশ্বে যথেষ্ট গুরুত্ব পায়। এই বছরে রাজনৈতিক বিভিন্ন সমস্যা, তার উত্তরণ ঘটলেও [[টাইম ম্যাগাজিন]] তাদের বর্ষসেরা মানব-এর জন্য অ্যাপোলো ৮-এর তিন মহাকাশচারীকেই বেছে নেয়। তারাই প্রথম মানুষ হিসেবে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে অতিক্রম করতে সক্ষম হয়। এই অভিযানের গুরুত্ব একজন সাধারণ মানুষের সামান্য টেলিগ্রাম থেকেই সহজে নির্ণয় করা যায়। সেই টেলিগ্রাম বোরমেন গ্রহণ করেন এবং সেখানে লেখা ছিলঃ {{cquote|ধন্যবাদ অ্যাপোলো ৮, তুমি ১৯৬৮-কে বাঁচালে।}} সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এই যে এই অভিযান পৃথিবীর উদয়মান ছবি তোলে। এটাই প্রথম ছবি, যেখানে কোন ব্যাক্তি ক্যামেরার পিছনে থেকে পৃথিবীর ছবি তোলে। এই ছবিটি ''লাইফ'' ম্যাগাজিনের ''পৃথিবী পরিবর্তনকারী একশত ছবি''-এর অন্যতম। ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্র সরকার একটি ডাকটিকিট (স্কট # ১৩৭১) প্রবর্তন করে এই অভিযানকে স্মরণ করে। এই ডাকটিকিটে সেই বিখ্যাত উদয়মান পৃথিবীর ছবি ছিল।
 
==মহাকাশযানের অবস্থান==
 
বর্তমানে এই বিখ্যাত অভিযানের মহাকাশযান-এর অবস্থান [[শিকাগো]]র [[বিজ্ঞান ও শিল্প জাদুঘর]]-এ। এছাড়াও সেখানে রয়েছে লভেল ও বোরমেনের দান করা অভিযানের বেশকিছু ব্যক্তিগত জিনিস। বোরমে্নের সেই অভিযানে পরিহিত পোশাক এই জাদুঘরে রয়েছে। অপরদিকে লভেলের পোশাক রয়েছে [[নাসা]]র [[গ্লেন গবেষণা কেন্দ্র]]-এ ও অ্যান্ডারসের পরিহিত পোশাক রয়েছে [[যুক্তরাজ্য]]-এর [[লন্ডন]]-এর [[বিজ্ঞান জাদুঘর]]-এ।
 
==আরো দেখুন==
 
{{Portal|Spaceflight}}
* [[List of Apollo astronauts]]
* [[Space Race]]
*[[Splashdown (spacecraft landing)]]
 
==তথ্যসূত্র==
 
{{Include-NASA}}
{{Reflist|colwidth=30em}}
 
==বহিঃসংযোগ==
{{Commons|অ্যাপোলো ৮}}
 
{{Commons|Apollo 8}}
* [http://ntrs.nasa.gov/archive/nasa/casi.ntrs.nasa.gov/19690003059_1969003059.pdf Apollo 8 - NASA Press Kit]
* [http://history.nasa.gov/ap08fj/pdf/a08-missionreport.pdf NASA Apollo 8 Mission Report] (PDF)
১১৩ ⟶ ৯৭ নং লাইন:
{{Apollo program}}
{{Time Persons of the Year 1951–1975}}
 
{{Include-NASA}}
 
{{DEFAULTSORT:অ্যাপোলো ৮}}
{{Use mdy dates|date=August 2010}}
[[বিষয়শ্রেণী:১৯৬৮-এ মহাকাশ উড্ডয়ন]]
 
[[বিষয়শ্রেণী:১৯৬৮-এ মার্কিন যুক্তরাষ্ট্র]]
{{DEFAULTSORT:Apollo 08}}
[[বিষয়শ্রেণী:অ্যাপোলো প্রোগ্রাম]]
[[Category:1968 in spaceflight]]
[[বিষয়শ্রেণী:লুনার মানুষের মহাকাশ উড্ডয়ন]]
[[Category:1968 in the United States]]
[[বিষয়শ্রেণী:চাঁদের মিশন]]
[[Category:Apollo program]]
[[Category:Lunar human spaceflights]]
[[Category:Missions to the Moon]]
 
{{Link GA|sv}}