বৃহত্তর সিরিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+ বিষয়শ্রেণী
Faizan (আলোচনা | অবদান)
সাধারণ ফিক্স using AWB
৯ নং লাইন:
{{মূল নিবন্ধ|সিরিয়া (অঞ্চল)}}
 
কিছু কিছু মত অনুযায়ী, নিও-অ্যাসিরিয়ান সাম্রাজ্য থেকে হেলেনিস্টিক শব্দ সিরিয়া উৎপত্তি হয়েছে। এই অর্থে “বৃহত্তর সিরিয়া” শব্দটিকে [[লেভান্ট]] ও [[মেসোপটেমিয়া|মেসোপটেমিয়াকে]] অন্তর্ভুক্ত ধরে [[নিও-অ্যাসিরিয়ান সাম্রাজ্য, বৃহত্তর অ্যাসিরিয়ার]] সাথে সংশ্লিষ্ট করা যায়।
 
বেশীরভাগ ঐতিহাসিক তথ্যমতে, সিরিয়া বলতে [[আলেক্সানদ্রেতা]] ও [[এন্টিওক|এন্টিওকসহ]] সম্পূর্ণ [[লেভান্ট|লেভান্টকে]] বোঝায়। বৃহৎ অর্থে মেসোপটেমিয়া ছাড়া [[লেভান্ট]] থেকে দক্ষিণে [[মিশর|মিশরসহ]] অংশকে সিরিয়া বলা যায়।
২০ নং লাইন:
[[সিরিয়ান সোশ্যাল ন্যাশনালিস্ট পার্টির]] প্রতিষ্ঠাতা [[আন্তুন সাদেহ]] কর্তৃক প্রতিষ্ঠিত মত অনুযায়ী সিরিয়াকে সিরিয়ান [[উর্বর চন্দ্রকলা]] অঞ্চলের অন্তর্গত ভূ-সাংস্কৃতিক অংশ হিসেবে দেখা হয়।
 
সাদেহ ভাষা ও ধর্মকে জাতি গঠনের উপাদান হিসেবে মানতে রাজি ছিলেন না। বরং তিনি বলেন যে একটি ভূখন্ডে বসবাসকারী জনগণের মধ্যেকার সাধারণ ঐক্য জাতি গঠন করে। উত্তর পশ্চিমের [[তোরোস পর্বতমালা]] থেকে উত্তর পূর্বের [[জগ্রোস পর্বতমালা]], দক্ষিণে [[সিনাই উপদ্বীপ|সিনাই উপদ্বীপসহ]] [[সুয়েজ খাল]], [[লোহিত সাগর]] ও [[আকাবা উপসাগর]] এবং পশ্চিমে [[সাইপ্রাস|সাইপ্রাসসহ]] পূর্ব [[ভূমধ্যসাগর]] থেকে পূর্বে [[আরব মরুভূমি]] ও [[পারস্য উপসাগর]] পর্যন্ত তিনি এর এই অঞ্চলের প্রাকৃতিক সীমা বিবেচনা করতেন।
 
১৯৪০ সালে [[ব্রিটেন]] গুপ্তভাবে বৃহত্তর সিরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে মদদ দেয়। সামরিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক দিয়ে ব্রিটিশদের স্বার্থ রক্ষা করা এর উদ্দেশ্য ছিল। বিনিময়ে ব্রিটিশরা চাইত যেন [[ফিলিস্তিন|ফিলিস্তিনে]] ইহুদি আকাঙ্ক্ষা পূরণে বাধা সৃষ্টি হয়। [[ফ্রান্স]] ও [[মার্কিন যুক্তরাষ্ট্র]] এই অঞ্চলে ব্রিটিশ আধিপত্যে বাধ সাধে। ফলে [[ইসরায়েল]] সৃষ্টির পথ প্রশস্ত হয়।<ref>Britain’s treachery, France’s revenge [http://www.joshualandis.com/blog/?p=581 Britain’s treachery, France’s revenge]</ref>
 
জর্ডানের রাজা [[প্রথম আবদুল্লাহ, জর্ডান|প্রথম আবদুল্লাহ]] [[আরব বিদ্রোহে|আরব বিদ্রোহের]] পর প্রস্তাবিত [[সিরিয়া আরব রাজতন্ত্র|সিরিয়া রাজতন্ত্রের]] উপর ভিত্তি করে গঠিত বৃহত্তর সিরিয়ার একজন সমর্থক ছিলেন। [[হাফিজ আল-আসাদ|হাফিজ আল-আসাদের]] বাথপন্থী শাসনকালে বৃহত্তর সিরিয়ার ধারণাকে গুরুত্ব দেয়া হয়। ফলশ্রুতিতে [[লেবানিজ গৃহযুদ্ধ]] ও [[সিরিয়া অধীকৃত লেবানন|লেবাননে সিরিয়ান দখলদারিত্ব]] শুরু হয়।
 
==আরো দেখুন==