হেজাজ রাজতন্ত্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী সংযোগ
Faizan (আলোচনা | অবদান)
সাধারণ ফিক্স using AWB
৪৫ নং লাইন:
|stat_pop1 = ৮৫০০০০
}}
 
 
'''হেজাজ রাজতন্ত্র''' ছিল [[হেজাজ]] অঞ্চলের (বর্তমান [[সৌদি আরব|সৌদি আরবের]] অন্তর্ভুক্ত) [[হাশেমি বংশ|হাশেমি]] গোত্র দ্বারা শাসিত একটি রাষ্ট্র। [[প্রথম বিশ্বযুদ্ধ|প্রথম বিশ্বযুদ্ধে]] [[উসমানীয় সাম্রাজ্য|অটোমানদের]] পরাজয়ের পর এটি স্বাধীন হয়। [[হুসাইন বিন আলী, মক্কার শেরিফ|হুসাইন বিন আলী]] এ উদ্দেশ্যে ব্রিটিশদের সাথে একটি [[ম্যাকমোহন-হুসাইন চুক্তি|চুক্তি]] করেন। এতে উল্লেখ ছিল যে, আরবদের জন্য একটি একীভূত রাষ্ট্রের বিনিময়ে আরবরা তুর্কিদের বিরুদ্ধে [[আরব বিদ্রোহ|বিদ্রোহ]] করবে। ১৯১৬ সালে [[হুসাইন বিন আলী, মক্কার শেরিফ|হুসাইন বিন আলী]] নিজেকে হেজাজের রাজা ঘোষণা করেন। তার বাহিনী আরব উপদ্বীপ থেকে তুর্কিদেরকে তাড়ানোর জন্য অন্যান্য আরব বাহিনী ও ব্রিটিশ সাম্রাজ্যের সাথে হাত মেলায়।
 
হেজাজ অঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিছু অবকাঠামো ছিল, বিশেষ করে [[হেজাজ রেলওয়ে]]। এটি তুর্কিদের রসদ সরবরাহে ব্যবহৃত হত বলে এখানে অভিযান পরিচালনা করা হয়।
 
১৯২৫ সালে রাজ্যটি প্রতিবেশী [[নজদ সালতানাত]] কর্তৃক বিলুপ্ত হয়। একে [[নজদ ও হেজাজ রাজতন্ত্র|নজদ ও হেজাজ রাজ্যের]] অন্তর্ভুক্ত করে নেয়া হয়। ১৯৩২ সালে একে [[সৌদি আরব]] বলে নামকরণ করা হয়।