ম্যান অব দ্য ম্যাচ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Addbot (আলোচনা | অবদান)
বট: 10 টি আন্তঃউইকি সংযোগ সরিয়ে নেওয়া হয়েছে, যা এখন উইকিউপাত্তের - d:q1378679 এ র...
Suvray (আলোচনা | অবদান)
→‎ক্রিকেট: তথ্যসূত্র সহযোগে সম্প্রসারণ
৪ নং লাইন:
{{মূল নিবন্ধ|ক্রিকেট বিশ্বকাপের পুরস্কার}}
 
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী [[ঘরোয়া ক্রিকেট]] থেকে শুরু করে [[আন্তর্জাতিক ক্রিকেট]] প্রতিযোগিতার খেলাগুলোয় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। দলের পক্ষ হয়ে সর্বোচ্চ [[রান (ক্রিকেট)|রান]] সংগ্রহকারী কিংবা সর্বোচ্চ [[উইকেট (ক্রিকেট)|উইকেট]] লাভকারী ক্রিকেটার এ পুরস্কার লাভের দাবীদার হয়ে থাকেন। সময়ে সময়ে যৌথভাবে উল্লেখযোগ্য ক্রিকেটারকে তাঁর [[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটিং]], [[বোলিং (ক্রিকেট)|বোলিং]], অথবা উভয় বিভাগেই [[অল-রাউন্ডার]] হিসেবে সমান দক্ষতা প্রদর্শনকারীদেরকে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদেয় পুরস্কারকে ভাগাভাগি করতে দেখা যায়। একইভাবে প্রতিযোগিতা কিংবা সিরিজ শেষে সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচিত [[খেলোয়াড়]] ''ম্যান অব দ্য সিরিজ'' পুরস্কারের [[মর্যাদা]] দেয়া হয়। সচরাচর ম্যাচের সেরা খেলোয়াড়কে ম্যাচ শেষে পুরস্কার হিসেবে চেক আকারে নগদ অর্থ এবং ম্যান অব দ্য টুর্নামেন্টধারীকে প্রতিযোগিতার চূড়ান্ত খেলা শেষে বিলাসবহুল দ্রব্যাদি প্রদান করা হয়। একজন খেলোয়াড়কে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করার অর্থ হলো - বিজয়ী দলের পক্ষে ম্যাচ জয়ে তাঁর অসামান্য ক্রীড়াশৈলী উপস্থাপনাসহ দলকে খেলায় জয়লাভ করাতে সমর্থ করা কিংবা প্রাণান্তকর চেষ্টা করা।
 
[[১৯৯২ ক্রিকেট বিশ্বকাপ|১৯৯২]] সালের [[বিশ্বকাপ ক্রিকেট]] প্রতিযোগিতায় প্রথমবারের মতো ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কারের প্রবর্তন করা হয়।<ref>[http://www.webindia123.com/sports/worldcup/history.htm Cricket World Cup Past Glimpses]</ref> [[নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল|নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের]] ব্যাটিং পুরোধা ও সাবেক [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়ক]] [[মার্টিন ক্রো]] ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কারের প্রথম প্রাপক হয়েছিলেন।<ref name="Finals scorecard CricInfo">{{cite web | last = Issacs | first = Vic | title = Benson & Hedges World Cup, 1991/92, Final | publisher = CricInfo | url = http://www.cricinfo.com/link_to_database/ARCHIVE/WORLD_CUPS/WC92/PAK_ENG_WC92_ODI-FINAL_25MAR1992.html | accessdate = 2007-04-29}}</ref>
 
== ফুটবল ==