বনবিজ্ঞান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী, সংশোধন করা হয়েছে
সংশোধন
১ নং লাইন:
[[File:Forstarbeiten in Österreich.JPG|thumb|right|অষ্ট্রিয়াতে[[অস্ট্রিয়া|অস্ট্রিয়াতে]] বনবিদ্যার কাজ]]
 
'''বনবিদ্যা''' ({{lang-en|Forestry}}) হল মানুষের কল্যাণের তরে উদ্দিষ্ট লক্ষ্য, চাহিদা, এবং মান মেটাতে অরণ্য ও তৎসংশ্লিষ্ট সম্পদের সৃষ্টি, ব্যবস্থাপনা, ব্যবহার, সংরক্ষণ এবং মেরামতের [[বিজ্ঞান]], [[শিল্প|কলা]] ও কৌশল।<ref>"Forestry." সাফ বনবিদ্যা অভিধান। আমেরিকান বনবিদ সমিতি, ১৯৯৮। হেলমস, জন এ.। <http://dictionaryofforestry.org/dict/term/forestry></ref> আবাদি জমি অথবা প্রাকৃতিক [[Stand level modelling|স্ট্যান্ডে]] বনবিদ্যার চর্চা করা হয়। বনবিদ্যার প্রধান লক্ষ্য হল এমন পদ্ধতির প্রণয়ন ও বাস্তবায়ন করা যা পরিবেশগত জোগান ও পরিষেবা প্রদানের উদ্দেশ্যে অরণ্যের সুব্যবস্থাপনা করবে।<ref>"Forestry." সাফ বনবিদ্যা অভিধান। আমেরিকান বনবিদ সমিতি, ১৯৯৮। হেলমস, জন এ.। <http://dictionaryofforestry.org/dict/term/forestry></ref> নির্বিঘ্ন অথবা ক্ষতির সম্মুখীন যেকোনো সম্পদ ব্যবস্থাপনা করতে গিয়ে একে সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তোলার মতো পদ্ধতির প্রণয়নই অরণ্যবিদ্যার সবচাইতে বড় চ্যালেঞ্জ।<ref>"Forestry." গেইল বিজ্ঞান বিশ্বকোষ। থমসন গেইল, ২০০১। General OneFile. Gale. 12 Oct. 2009
<http://find.galegroup.com/gps/start.do?prodId=IPS>.</ref>
 
[[Silviculture|বনপালন]] নামক সংশ্লিষ্ট একটি বিজ্ঞানে স্ট্যান্ড পর্যায়ে [[বৃক্ষ]] ও অরণ্যের পুনরুৎপাদন, পরিচর্যা এবং সংগ্রহ সম্বন্ধে আলোকপাত করা হয়। আধুনিক বনবিদ্যার বিষয়ের পরিসর অত্যন্ত ব্যাপক যাতে [[বাস্তুতন্ত্র পরিষেবা|বাস্তুতন্ত্র পরিষেবার]] প্রসঙ্গটি অন্তর্ভুক্ত রয়েছে। বাস্তুতন্ত্রের পরিসেবাসমূহ অরণ্য সংরক্ষণের নিমিত্তে কাষ্ঠল দ্রব্যের জন্য কাঁচামালস্বরূপ [[কাঠ]], বন্যপ্রাণীর বাসস্থান, প্রাকৃতিক জলের গুণাগুণ নিয়ন্ত্রণ, [[Watershed management|জলবিভাজিকা ব্যবস্থাপনা]], [[Landscape|ভূমিক্ষয়]] নিয়ন্ত্রণ, এবং [[পৃথিবীর বায়ুমণ্ডল|বায়ুমন্ডলীয়]] [[কার্বন ডাই অক্সাইড|কার্বন-ডাই-অক্সাইডের]] সিংক বা [[Carbon sink|ডুবা]] হিসেবে অরণ্যকে সহায়তা করে। যিনি বনবিদ্যা অনুশীলনের সাথে যুক্ত থাকেন তাকে [[বনবিদ]] বা ফরেষ্টারফরেস্টার বলা হয়।
 
অরণ্য বাস্তুতন্ত্রগুলোকে [[জীবমণ্ডল|জীবমন্ডলের]] সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখা হয়।<ref>http://www.tutorvista.com/content/biology/biology-iv/ecosystem/ecosystem-definition.php ecosystem part of biosphere</ref> সেইসাথে বনবিদ্যা এখন বিজ্ঞান, ফলিত কলা এবং [[প্রযুক্তি|প্রযুক্তির]] অত্যাবশ্যক ক্ষেত্র হিসেবে আবির্ভুত হয়েছে।
 
==ইতিহাস==
[[Image:A deciduous beech forest in Slovenia.jpg|thumb|right|[[স্লোভেনিয়া|স্লোভেনিয়ার]] একটি পত্রঝরা বিচ বন]]
 
পঞ্চম শতকে মঠধারী সন্ন্যাসীরা [[জ্বালানি]] ও খাদ্যের উৎস হিসেবে [[আদ্রিয়াতিকআড্রিয়াটিক সাগর|আদ্রিয়াতিকেরআড্রিয়াটিকের]] উপকূলে তখনকার [[বাইজেন্টাইন সাম্রাজ্য|বাইজেন্টাইন]] রোমানিয়াতে [[Stone pine|প্রস্তর পাইনের]] আবাদ করেন।<ref name="Pines">{{cite book|last1=T. Mirov|first1=Nicholas|last2=Hasbrouck|first2=Jean|title=The story of pines|year=১৯৭৬|publisher=ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় প্রেস |location=ব্লুমিংটন এবং লন্ডন|isbn=0-253-35462-5|page=111|chapter=6}}</ref> এটা ছিল বড় আকারের অরণ্য আবাদের শুরু যার উল্লেখ পাওয়া যায় ১৩০৮ খ্রিষ্টাব্দে [[দান্তে আলিগিয়েরি|দান্তে আলিগিয়েরির]] রচিত কবিতা [[ডিভাইন কমেডি|ডিভাইন কমেডিতে]] সর্বপ্রথম এ ধরনের বনায়নের উল্লেখ পাওয়া যায়।<ref name="Pines"/> তারও আগে সপ্তম শতকে যখন কাঠের ক্রমবর্ধমান ঘাটতি দেখা দেয়, [[ভিজিগোথ|ভিজিগোথরা]] [[ওক]] এবং [[পাইন]] বনের [[সংরক্ষণ অবস্থা|সংরক্ষণের]] উদ্দেশ্যে প্রথাবদ্ধ নিয়মাবলির প্রবর্তন করে, আর এরতার ফলেই প্রথাগত বনবিদ্যার অনুশীলন শুরু হয়।<ref name="Pines"/> [[চীন|চীনে]] নানান রকম বনজ সম্পদের ব্যবহার ও ব্যবস্থাপনার ইতিহাস বেশ প্রাচীন- সেই [[হ্যানহান ডিনেস্টিসাম্রাজ্য|হ্যানহান ডিনেস্টিরসাম্রাজ্যের]] আমল থেকে,থেকে। যখনতখন জমিদারদের অধীনে [[বনব্যবস্থাপনা]] হত। এই বিষয়টি [[মিং ডিনেস্টিসাম্রাজ্য|মিং ডিনেস্টিরসাম্রাজ্যের]] চাইনিজচীনা পন্ডিত [[জু গুয়াংকি]] (১৫৬২-১৬৩৩) পরবর্তীতে তাঁর লেখায় তুলে ধরেন। [[ইউরোপ|ইউরোপে]] ভূমির নিয়ন্ত্রণের মধ্যে [[শিকার|শিকারের]] অধিকার অন্তর্ভুক্ত ছিল, এবং যদিও অনেক স্থানে কৃষীজীবীরাকৃষিজীবীরা অরণ্য থেকে জ্বালানি কাঠ ও ঘরবাড়ি তৈরীর কাঠ সংগ্রহ করতে পারতোপারত, তথাপি শিকারের অধিকার একমাত্র অভিজাতদের জন্যই নির্ধারিত ছিল। কাঠের টেকসই উৎপাদনের জন্য নিয়মতান্ত্রিক বন ব্যবস্থাপনার শুরুটাশুরু কিন্তুহয় চতুর্দশ শতকে [[জার্মানি|জার্মানিতে]] (যেমন, [[Nuremberg|নুরেমবার্গ]]<ref>{{Cite journal|title=Idee der Nachhaltigkeit |trans_title=The Idea of Sustainability |first=Sabine |last=Buttinger |journal=[[Damals]] |language=জার্মান |year=২০১৩ |volume=৪৫ |issue=৪ |page=৮}}</ref>) এবং ষোড়শ শতকে [[জাপান|জাপানে]]<ref>{{Cite web | title = Forestry in Yashino | work = | publisher = City of [[Nara, Nara]] | date = | url = http://www.pref.nara.jp/nara/kaido/eg/syugen/d5_trad/trad1.htm | doi = | accessdate = ২০১০/১০/১২}}</ref> হয়েছিল। বৈশিষ্ট্যস্বরূপ, একটা অরণ্যকে নির্দিষ্ট কতক খন্ডে ভাগ করার পর মানচিত্রায়িত করা হতো; কাঠ সংগ্রহের পরিকল্পনা নেয়া হতো মূলত চারা [পুনরুৎপাদনের দিকে খেয়াল রেখে।
 
[[Image:TJ harvesteri.jpg|thumb|right|কাষ্ঠ আহরণ বনবিদ্যার একটি সাধারণ উপাদান]]