→উদ্ভিদের রেচনঃ
২২ নং লাইন:
প্রাণীদের তুলনায় উদ্ভিদের বিপাক ক্রিয়া ধীরগতিতে সম্পন্ন হয় এবং উদ্ভিদের নির্দিষ্ট রেচন অঙ্গ না থাকায় বর্জ্য পদার্থের নিষ্কাশন ও একটি ধীর প্রক্রিয়া ।
সবুজ উদ্ভিদ এবং ক্লোরোফিলবিহীন উদ্ভিদ অন্ধকারে [[শ্বসন]] এর সময় বর্জ্য পদার্থ হিসেবে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে । [[কার্বন ডাই অক্সাইড]] দিনের বেলা [[সালোকসংশ্লেষ]]ণে ব্যবহৃত হয়ে যায়। সালোকসংশ্লেষণে উৎপন্ন [[অক্সিজেন]] [[স্টোমাটা]], আন্তঃকোষীয় ছিদ্র ইত্যাদির মাধ্যমে বের করে দেওয়া হয় । উদ্ভিদের অতিরিক্ত পানি [[প্রস্বেদন]] এর মাধ্যমে বের করে দেওয়া হয়
==তথ্যসূত্রঃ==
|