ফেব্রুয়ারি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nazmus Sakib Rabbi (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
ফেব্রুয়ারি হচ্ছে [[গ্রেগরিয়ানগ্রেগরীয় ক্যালেন্ডারবর্ষপঞ্জি|গ্রেগরীয়]] বা খ্রিস্টীয়[[জুলিয়ান বর্ষপঞ্জি|জুলিয়ান]] [[বর্ষপঞ্জীবর্ষপঞ্জি]] অনুসারে বছরের [[দ্বিতীয়]] [[মাস]]। এটাএটাই ইংরেজি বছরের সবচেয়ে ছোট মাস।মাস এটাইএবং একমাত্র মাস যাযার ৩০দিনসংখ্যা দিনেরত্রিশের কম। [[অধিবর্ষ|অধিবর্ষে]] এমাসে মোট ২৯ দিন আর অন্যান্য সময়ে ২৮ দিন।
উত্তর গোলার্ধে ফেব্রুয়ারি হচ্ছে শীতের তৃতীয় মাস আর দক্ষিণ গোলার্ধে এটি অনেকটা উত্তর গোলার্ধে [[আগস্ট]] মাসের সমতুল্য (অর্থাৎ গ্রীষ্মের তৃতীয় মাস)
[[সাধারণ বছর|সাধারণ বছরে]] ফেব্রুয়ারি, [[মার্চ]] আর [[নভেম্বর]] মাসের প্রথম তারিখ একই বার থাকে। সেসময় এই মাস আর জানুয়ারির শেষ দিন এক বার পড়ে। অধিবর্ষের সময় ফেব্রুয়ারি আর আগস্ট মাস একই বার দিয়ে শুরু হয়। এই মাসের একটি মজার দিক হচ্ছে অধিবর্ষ হোক আর নাই হোক, ফেব্রুয়ারি মাসের শেষ দিন যে বার থাকে, [[অক্টোবর]] মাসের শেষ দিন সেই একই বার থাকে।
 
==ইতিহাস==
রোমান ক্যালেন্ডারে ফেব্রুয়ারি ঠাঁই পেয়েছিল ''ফেব্রুয়ারিয়াস'' নামে। আর ''ফেব্রুয়ারিয়াস'' শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ''ফেব্রুয়াম'' থেকে, যার অর্থ বিশুদ্ধতা।
জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস দুটি রোমান বর্ষপঞ্জিতে সবার শেষে যুক্ত হয়েছিলো। জানা যায় ৭১৩ খ্রিস্টপূর্বাব্দে [[নিউমা পম্পিলিয়াস]] এই মাস দুটি যুক্ত করেন। সেসময় ফেব্রুয়ারি ছিল বছরের শেষ মাস। পরবর্তীতে ডেসিমভার্সের সময়কালে (প্রায় ৪৫০ খ্রি.পূ.) এটিকে বছরের দ্বিতীয় মাস করা হয়। শুরুর দিকে ফেব্রুয়ারির দিনসংখ্যায় নানা পরিবর্তন হয়েছে। কখনো এর দিনসংখ্যা ধরা হয়েছে ২৩ দিন, কখনো ২৪ দিন আবার কখনোবা ২৭ দিন। বেশ পরে যখন জুলিয়ান ক্যালেন্ডারে সংশোধনী আনা হয় এবং নিয়মিতভাবে অধিবর্ষ গণনা শুরু হয় তখন ফেব্রুয়ারি তার পরিচিত ২৯ দিনের রূপটি লাভ করে।
 
==বিশেষ দিবসসমূহ==
 
* [[অন্ধকার ইতিহাসের মাস]] ([[যুক্তরাষ্ট্র]] ও [[কানাডা]])
[[ভালোবাসা দিবস]] - ১৪ ফেব্রুয়ারী
* [[জাতীয় পাখি-খাদ্যদান মাস]]: (যুক্তরাষ্ট্র)
* [[স্বাধীনতা দিবস]] ([[শ্রীলঙ্কা]]): ৪ ফেব্রুয়ারি
* [[আব্রাহাম লিংকন|আব্রাহাম লিংকনের]] জন্মদিন: ১২ ফেব্রুয়ারি
* [[ভালোবাসা দিবস]] -: ১৪ ফেব্রুয়ারীফেব্রুয়ারি
* [[পতাকা দিবস]]: (কানাডা): ১৫ ফেব্রুয়ারি
* [[আন্তর্জাতিক মাতৃভাষা দিবস]] -: ২১ ফেব্রুয়ারীফেব্রুয়ারি
* স্বাধীনতা দিবস ([[সেন্ট লুসিয়া]]): ২২ ফেব্রুয়ারি
* [[জর্জ ওয়াশিংটন|জর্জ ওয়াশিংটনের]] জন্মদিন: ২২ ফেব্রুয়ারি
* স্বাধীনতা দিবস ([[এস্তোনিয়া]]): ২৪ ফেব্রুয়ারি
* পতাকা দিবস ([[মেক্সিকো]]): ২৪ ফেব্রুয়ারি
* [[বিজয় দিবস]] ([[কুয়েত]]): ২৬ ফেব্রুয়ারি
* [[পরিবার দিবস]] (কানাডা): তৃতীয় সোমবার
* [[বিশ্ব পরিণয় দিবস]]: দ্বিতীয় রবিবার
 
[[আন্তর্জাতিক মাতৃভাষা দিবস]] - ২১ ফেব্রুয়ারী